Comic Books: পড়লে বারণ করবেন না, ছোটদের জন্য কমিক বইয়ের জুড়ি নেই, কেন জানুন!
- Published by:Suman Biswas
Last Updated:
Comic Books: কমিকসের পাতা থেকে জীবন্ত হয়ে ওঠে অরণ্যদেব, ম্যানড্রেক, চাচা চৌধুরি, বাঁটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টেরা। একটা 'বিলিভ ইট অর নট'-এর দুনিয়া।
#নয়াদিল্লি: শৈশব যেন রঙিন পুঁতির মালা। ম্যাজিকের মতো। দুশ্চিন্তা, আতঙ্ক, জটিলতা, পাওয়া-না-পাওয়ার চিন্তার স্পর্শবিহীন একটা সময়। বয়স যতদিন এক দশকের ঘরে থাকে কল্পনারা জাল বুনতে থাকে। কমিকসের পাতা থেকে জীবন্ত হয়ে ওঠে অরণ্যদেব, ম্যানড্রেক, চাচা চৌধুরি, বাঁটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টেরা। একটা 'বিলিভ ইট অর নট'-এর দুনিয়া।
বর্তমানে স্মার্ট ফোনের যুগ। ছোটরা বুঁদ থাকে ভিডিও গেমসে। কমিকস তাদের কাছে যেন দূরের তারা। ছোটদের জন্য ভিডিও গেমস অত্যন্ত ক্ষতিকর বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বরং কমিকস ঢের ভালো। যদি এই সময়ে কোনও শিশু কমিক বুক পড়তে ভালোবাসে তাহলে বলতেই হবে সে অন্যরকম। যদি বেশি করে কমিক বুক পড়ে তাহলেও ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ কমিক বুকের অনেক ভালো দিক আছে। কীরকম?
advertisement
আত্মবিশ্বাস বাড়ে: ছবি আর লেখায় সাজানো থাকে কমিক স্ট্রিপ। একটা পাতায় ছবিই বেশি থাকে। লেখা থাকে কম। ফলে যে শিশু নতুন পড়তে শিখছে, তার কাছে পড়াটা সহজ হয়। আরও পড়ার আত্মবিশ্বাস বাড়ে।
advertisement
শেখার সুযোগ: শিশু যে পাঠ পাঠ্য বই থেকে পায় না, তা কমিক বইতে মিলতে পারে। নতুন দেশ, তার ইতিহাস, ভূগোল জানার সুযোগ থাকে। এতে পারিপার্শ্বিক জ্ঞান বাড়ে।
advertisement
পঠন ক্ষমতা বাড়ে: কমিক বুকে গল্প ও লাইনগুলি খুব আকর্ষণীয় করে সাজানো হয়। তার ফলে বাচ্চারা সেগুলি মন দিয়ে পড়ে। এর ফলে তাদের মধ্যে পড়ার ক্ষমতা বাড়ে। যেটা পরবর্তী জীবনে তার কাজে লাগবে।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা: ছোটরা বেশি করে কমিক বুক পড়লে তাদের মধ্যে সিধান্ত নেবার ক্ষমতা জন্মায়। বোধশক্তি বাড়ে। যুক্তিবোধ প্রখর হয়। নিজে যুক্তি দিয়ে ঠিক ভুল বিচার করতে শেখে। অন্যের কথা অন্ধভাবে বিশ্বাস করে না। কমিক বুক শিশুদের মধ্যে নিজে সিদ্ধান্ত নেবার ক্ষমতা তৈরি করে দেয়।
advertisement
শব্দ ভাণ্ডার বাড়ে: নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় করায় কমিক বুক। কোথায় কী শব্দ ব্যবহার করতে হবে সেই ধারনা জন্মায়। ধরা বাঁধা নিয়মে শেখার দরকার হয় না। কারণ কমিক বুকে কোনও কঠিন বিষয়কেও সহজ এবং সুন্দর শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়। তার ফলে ছোটরা মন দিয়ে পড়ে। নতুন শব্দ শেখে। ফলে তাদের শব্দ ভাণ্ডার বাড়ে।
advertisement
বৈচিত্র: হাসি-মজা, সায়ন্স ফিকশন, রহস্য রোমাঞ্চ নানা ধরনের কমিক স্ট্রিপ বাজারে মেলে। ফলে যে কোনও বয়সের পাঠকের মনোরঞ্জনের যাবতীয় মশলা সেখানে মজুত থাকে। শিশুরা তার মধ্যে থেকে নিজের পছন্দটা বেছে নিতে পারে। যেহেতু ছোটরা এসব মন দিয়ে পড়ে, তাই তাদের মনোযোগ ও ধৈর্য বাড়ে। বিভিন্ন বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মায়। স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2022 1:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Comic Books: পড়লে বারণ করবেন না, ছোটদের জন্য কমিক বইয়ের জুড়ি নেই, কেন জানুন!