Cold Diarrhea in Children: শীতের শুরুতেই শিশুদের মধ্যে বাড়ছে কোল্ড ডায়েরিয়ার ঝুঁকি, মারাত্মক ক্ষতির আগে জানুন চিকিৎসকের পরামর্শ

Last Updated:

Cold Diarrhea in Children: আচমকাই বদল ঘটেছে আবহাওয়ায়। ফলে বেশির ভাগ মানুষই কোল্ড ডায়েরিয়া, কাশি, সর্দি, জ্বর এবং নিউমোনিয়ায় ভুগতে শুরু করেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: আচমকাই বদল ঘটেছে আবহাওয়ায়। এদিকে রাজস্থানের থর নগরীর আবহাওয়াতেও বদলের ছোঁয়া। ফলে বেশির ভাগ মানুষই কোল্ড ডায়েরিয়া, কাশি, সর্দি, জ্বর এবং নিউমোনিয়ায় ভুগতে শুরু করেছে। হাসপাতালে এই সমস্ত সমস্যা নিয়ে ভিড় বাড়ছে রোগীদেরও। হাঁপানি বা অ্যাজমার পাশাপাশি এই মরশুম বাচ্চাদের জন্য বিপদ ডেকে আনছে। এই পরিস্থিতিতে এই সমস্ত রোগের হাত থেকে ছোট ছোট বাচ্চাদের রক্ষা করা আবশ্যক। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রথমেই পরামর্শ নিয়ে রাখা আবশ্যক।
ইতিমধ্যেই পশ্চিম রাজস্থানে শৈত্য প্রবাহ শুরু হয়ে গিয়েছে। ফলে এই আবহাওয়া পরিবর্তনের মুহূর্তে শিশুদের অতিরিক্ত যত্নে রাখতে হবে। ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য খালি পায়ে তাদের মেঝেতে হাঁটতে দেওয়া চলবে না। বারমের জেলা হাসপাতালে ছোট ছোট শিশুদের চিকিৎসার জন্য এই মুহূর্তে সঠিক ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়ায় আচমকা এই পরিবর্তনের জেরে শিশুদের মধ্যে বেড়েছে জ্বর, কাশি, পেট খারাপ এবং সর্দি। এই সব সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হচ্ছে তারা।
advertisement
advertisement
ওই জেলা হাসপাতালের পেডিয়াট্রিশিয়ান ডা. হরিশ চৌহান বলেন, ঠান্ডা যেহেতু ক্রমবর্ধমান, তাই শিশুদের দিকে একটু বেশিই যত্ন নেওয়া আবশ্যক। এই মরশুমে মায়েদের স্বল্প গাফিলতি বাচ্চাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। বিষয়টা ব্যাখ্যা করে তিনি বলেন, কোল্ড ডায়েরিয়া রোগের মধ্যে ডায়েরিয়ার সমস্যা তো থাকেই, সেই সঙ্গে খিদের ঘাটতি হয়। রোগীর কাঁপুনি হতে শুরু করে আর সারা দিন ধরে ক্লান্ত অবসন্ন বোধ করে। এছাড়া পেট ব্যথাও বাড়তে শুরু করে। এমনকী অতিরিক্ত ঠান্ডায় নিউমোনিয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না!
advertisement
ডিহাইড্রেশন প্রতিরোধ করতে প্রতিরক্ষামূলক কী কী পদক্ষেপ নিতে হবে?
ডা. চৌহানের মতে, শিশুদের ফুসফুসের সংক্রমণের উপসর্গের মধ্যে অন্যতম হল ক্রমাগত কাশি, বুকের ভিতর ঘড়ঘড় শব্দ, দ্রুত শ্বাস-প্রশ্বাস, মুখে নীলচে ভাব। এমন পরিস্থিতিতে সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চেক-আপ করিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে। আর শীতের দিনে বাচ্চাদের যাতে ডিহাইড্রেশন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই নিয়মিত ব্যবধানে তাদের জল পান করানো আবশ্যক। ঠান্ডার দিনে ঈষদুষ্ণ গরম জল পান করা অত্যন্ত উপযোগী। আসলে এই সময় শিশুদের দেহে জলের ঘাটতি হলে ডায়েরিয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cold Diarrhea in Children: শীতের শুরুতেই শিশুদের মধ্যে বাড়ছে কোল্ড ডায়েরিয়ার ঝুঁকি, মারাত্মক ক্ষতির আগে জানুন চিকিৎসকের পরামর্শ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement