Child Care in Winter: শীতে ঠান্ডা লেগে সবচেয়ে বেশি অসুস্থ হয় শিশুরা, সন্তানকে সুস্থ রাখতে ডাক্তারের এই পরামর্শ মানুন

Last Updated:

Child Care in Winter: শীতকালে যত্ন নিন বাচ্চাদের কিন্তু কীভাবে, জানুন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে।

+
প্রতীকী

প্রতীকী ছবি

পশ্চিম মেদিনীপুর: শীতকালেই সকলের নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয়। তবে সেক্ষেত্রে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় বড়দের তুলনায় শিশুদের অসুস্থতা বেশি লক্ষ্য করা যায়। স্বাভাবিকভাবে শিশুদের নানান শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা-মা থেকে বাড়ির অন্যান্যরা। তবে শীতকালে কীভাবে শিশুদের যত্ন নেওয়া সম্ভব তা সবিস্তারে তুলে ধরলেন চিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ দীপক কুমার পাল।
তাপমাত্রার তারতম্য ঘটলে শিশুদের নানাবিধ রোগ হয়। পাশাপাশি প্রিম্যাচিউর বাচ্চাদের ক্ষেত্রে হাইপোথার্মিয়া রোগ হতে পারে। সেক্ষেত্রে কীভাবে শিশুদের সুস্থ রাখা যাবে। এই সময় বাচ্চাদের ঠান্ডা ঘরে রাখা যাবে না। শোয়ার ঘরের তাপমাত্রা কম থাকলে প্রয়োজনে আলো জ্বেলে রাখতে হবে।
শিশুরোগ বিশেষজ্ঞ দীপক কুমার পাল শিশুরোগ বিশেষজ্ঞ দীপক কুমার পাল
advertisement
advertisement
অর্থাৎ রুমের মধ্যে গরম প্রয়োজন। এই সময় ব্রংকাইটিস, অ্যাজমা জাতীয় শ্বাস-প্রশ্বাসজনিত নানান সমস্যা দেখা দেয়। এই সময়ে অধিকাংশ ভাইরাল রোগ বা ইনফেকশন থেকে হতে পারে। বড়দের কেউ ভাইরাল ইনফেকশন জাতীয় কোনও শারীরিক সমস্যায় ভুগলে ছোট বাচ্চাদের সংস্পর্শে আসার প্রয়োজন নয়।
আরও পড়ুন: ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই
কোনও শিশু অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া জরুরি। প্রসঙ্গত শীতকাল এলেই স্নানের ভয় থাকে সবারই। বাড়ির লোকজন ছোট ছোট শিশুদের স্নান করাতে ভয় পান। তবে শীতকালে প্রতিদিনই নিয়ম করে স্নান করা উচিত। ছোট ছোট শিশুদেরও স্নান করানো প্রয়োজন। তবে বেশি ঠাণ্ডা পড়লে সেক্ষেত্রে গা স্পঞ্জ করানো যেতে পারে। অন্যথায় ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে ছোট ছোট শিশুদের ক্ষেত্রে।
advertisement
আরও পড়ুন: আলিয়ার স্বামীর সঙ্গে বিছানায় নগ্ন মেয়ে! রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন তৃপ্তির বাবা-মা?
এই সময় ত্বকের নানা সমস্যা দেখা দেয়। স্বাভাবিক ভাবে সেক্ষেত্রে ত্বক যাতে শুষ্ক না হয় তার দিকে নজর দেওয়া জরুরি। পাশাপাশি শীতের সময় বাচ্চাদের শীতের পোশাক যেমন সোয়েটার টুপি গ্লাভস পরিয়ে রাখা উচিত। তবে শিশুদের কোনও সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Child Care in Winter: শীতে ঠান্ডা লেগে সবচেয়ে বেশি অসুস্থ হয় শিশুরা, সন্তানকে সুস্থ রাখতে ডাক্তারের এই পরামর্শ মানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement