Bangla News: ঠেকুয়া তো খেয়েছেন, শেকুয়া কি জানেন? শীতের বিকেলে বানান এই চিকেন ডিস, রইল রেসিপি
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Edited by:Shubhagata Dey
Last Updated:
Chicken Kebab: নেপালি কায়দায় শিক কাবাব বিক্রি করে জনপ্রিয় সঞ্জিত মঙ্গর। এই শিক কাবাব নেপালিতে শেকুয়া নামে পরিচিত।
আলিপুরদুয়ার: শীতের বিকেলে মশলাদার চটপটে কিছু খেতে মন চায় সকলেরই। তা যদি হয় কাবাবের রেসিপি, তাহলে তো কোনও কথাই নেই।পাঁচ বছর ধরে নেপালি কায়দায় শিক কাবাব বিক্রি করে জনপ্রিয় সঞ্জিত মঙ্গর। এই শিক কাবাব নেপালিতে শেকুয়া নামে পরিচিত।
এশিয়ান হাইওয়ের ধারে পাঁচ বছর ধরে শেকুয়া তৈরি করছেন সঞ্জিত মঙ্গর। বিকেল চারটে বাজলেই শেকুয়া তৈরির কাজ শুরু করেন সঞ্জিত।চিকেন ও মটন দু’ধরনের শিক কাবাব তৈরি করেন তিনি।
আরও পড়ুনঃ বাড়ির আশেপাশে অযত্নে বাড়ে, শীতে অবশ্যই পাতে থাকুক এই মহামূল্য শাক, হুড়মুড়িয়ে ঝড়বে মেদ
সঞ্জিত জানান, চিকেন শেকুয়া ৮০ ও মটন শেকুয়া ৯০ টাকায় বিক্রি হয়। সঞ্জিত মঙ্গর জানান, “কাঠকয়লা দিয়ে চুলাতে শেকুয়া তৈরি করি। হাড় ছাড়া মাংস ব্যবহার করি না। শেকুয়ার সঙ্গে পরিবেশনের জন্য ধনে পাতা, টমেটো, লঙ্কা দিয়ে চাটনি তৈরি রাখি। শিক কাবাবের মত করেই শেকুয়া তৈরি হয়। বাড়ি থেকেই মাংসের সঙ্গে মশলা তৈরি করে দোকানে আনি।”
advertisement
advertisement
মাংসের সঙ্গে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মাখন দিয়ে মিশিয়ে নিতে হয়। এরপর মাংসের সঙ্গে ডিম, নুন দিয়ে ভালভাবে মিশ্রণটি তৈরি করে নিন। একটি বা দুটি লোহার শিকে মশলা মাখানো মাংস দিতে হয়। এরপর উনুনে দিতে হয় শিকটি। ১৫-২০ মিনিট লাগে শেকুয়া তৈরিতে।এই খাবার লেবু, পেঁয়াজ, চাটনি দিয়ে পরিবেশন করা হয়। শেকুয়ার ওপর লেবুর রস দিয়ে তা চাটনিতে ডুবিয়ে খাওয়া হয়।
advertisement
Annanya Dey
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2024 6:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bangla News: ঠেকুয়া তো খেয়েছেন, শেকুয়া কি জানেন? শীতের বিকেলে বানান এই চিকেন ডিস, রইল রেসিপি