Valentine's Day Special: ভালবাসার রঙে রঙিন হয়ে উঠেছে শহর! মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ দিচ্ছে শহরের পাঁচতারা হোটেলগুলিও

Last Updated:

প্রেম দিবসের জন্য বিশেষ ভাবে খাবারের ডালি সাজাচ্ছে শহরের পাঁচতারা হোটেলগুলিও। যাতে মনের মানুষকে নিয়ে গিয়ে দিনটা সুন্দর করে উপভোগ করা যেতে পারে। তা-হলে কথা না-বাড়িয়ে দেখে নেওয়া যাক সমস্ত কিছু।

ভালবাসার রঙে রঙিন হয়ে উঠেছে শহর! মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ দিচ্ছে শহরের পাঁচতারা হোটেলগুলিও
ভালবাসার রঙে রঙিন হয়ে উঠেছে শহর! মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ দিচ্ছে শহরের পাঁচতারা হোটেলগুলিও
কলকাতা: প্রেমের মরশুমে ভালবাসার রঙ যেন ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। আসলে সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে। ফলে চারিদিক যে উৎসব আর উপহারে মুখর। প্রেম দিবসের জন্য বিশেষ ভাবে খাবারের ডালি সাজাচ্ছে শহরের পাঁচতারা হোটেলগুলিও। যাতে মনের মানুষকে নিয়ে গিয়ে দিনটা সুন্দর করে উপভোগ করা যেতে পারে। তা-হলে কথা না-বাড়িয়ে দেখে নেওয়া যাক সমস্ত কিছু।
তাজ বেঙ্গল
প্রেম দিবসের সন্ধেটা যেসব জুটি দুর্দান্ত ভাবে কাটাতে চাইছেন, তাঁদের জন্যই মূলত আয়োজন রাখা হচ্ছে এখানে।
advertisement
গ্রিল বাই দ্য পুল
দিন - ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
দ্য রোম্যান্টিক রঁদেভু – একেবারে পুলের ধারে পার্সোনালাইজড গেজিব্যু সিটিংয়ের ব্যবস্থা থাকবে। সঙ্গে থাকবে যত ইচ্ছে পানীয় এবং এক বিশেষ ভ্যালেন্টাইন্স ব্যুফের ঢালাও আয়োজনও। পৌঁছেই মিলবে ওয়েলকাম ড্রিঙ্কও। সঙ্গে মহিলা সঙ্গীর জন্য থাকবে এক বোতল স্পার্কলিং ওয়াইন, গোলাপের তোড়া, এক বাক্স হ্যান্ডক্র্যাফ্টেড চকোলেট এবং আরও নানা কিছু।
advertisement
মূল্য - জুটি প্রতি ২২০০০ টাকা** + কর (সঙ্গে আনলিমিটেড প্রিমিয়াম পানীয়)
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
ডাইন আন্ডার দ্য স্টারস – আকাশে মিটমিট করবে এক ঝাঁক তারা। আর তারই মাঝে সঙ্গীর সঙ্গে একান্ত কিছু সময় কাটানোর মজা নিতে আসতে হবে এখানে। বিশেষ ভাবে তৈরি ভ্যালেন্টাইন্স ডে-র গালা ব্যুফে তো থাকবেই। তার সঙ্গে থাকবে যত ইচ্ছে কিছু বাছাই করা পানীয় খাওয়ার মজাও।
advertisement
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
মূল্য - জুটি প্রতি ১২০০০ টাকা** + কর
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
এক্সপ্রেস হাও ইউ ফিল– চারপাশ পুল দিয়ে ঘেরা জায়গায় পার্সোনালাইজড সিটিংয়ের ব্যবস্থা থাকবে। সেখানেই সঙ্গীর কাছে নিজের মনের কথা প্রকাশ করা যেতে পারে। থাকবে গাড়িতে পিক-আপ এবং ড্রপের সুবিধা। এর পাশাপাশি জন্য থাকবে পৌঁছনো মাত্রই ওয়েলকাম ড্রিঙ্ক, একটা শ্যাম্পেনের বোতল, যত্ন-সহকারে বাছাই করা ৫ কোর্সের মেন্যু, কাস্টমাইজড টেবিল সেট-আপ, যত ইচ্ছে বাছাই করা পানীয়। এ-ছাড়াও মহিলা সঙ্গীর জন্য থাকবে এক বাক্স চকোলেট।
advertisement
মূল্য - জুটি প্রতি ১৫০০০০ টাকা** + কর
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
দ্য জংশন
সময় - সন্ধে ৪৭ টা ৩০ মিনিট থেকে
স্পিরিট অফ রোম্যান্স – পানীয় হিসেবে থাকছে ভ্যালেন্টাইন্স স্পেশাল ককটেল এবং খাবারে থাকছে অতুলনীয় স্বাদের সিগনেচার অ্যাপেটাইজার। আর সবথেকে বড় আকর্ষণ হল লাইভ মিউজিক।
advertisement
মূল্য - আ-লা-কার্ট
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
আলফ্রেস্কো
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
স্পিরিট অফ রোম্যান্স – পানীয় হিসেবে থাকছে ভ্যালেন্টাইন্স স্পেশাল ককটেল এবং খাবারে থাকছে অতুলনীয় স্বাদের সিগনেচার অ্যাপেটাইজার। আর সবথেকে বড় আকর্ষণ হল লাইভ মিউজিক।
advertisement
মূল্য - জুটি প্রতি ১০০০০ টাকা** + কর
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
সোনারগাঁও
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
৪ কোর্স মেন্যুর সঙ্গে থাকবে দুই গ্লাস রোজ ওয়াইন।
মূল্য - জুটি প্রতি ৮৫০০ টাকা** + কর
advertisement
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
চিনয়জেরি
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
৪ কোর্স মেন্যুর সঙ্গে থাকবে দুই গ্লাস রোজ ওয়াইন।
মূল্য - জুটি প্রতি ৮৫০০ টাকা** + কর
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
স্যুক
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
৪ কোর্স মেন্যুর সঙ্গে থাকবে দুই গ্লাস রোজ ওয়াইন।
মূল্য - জুটি প্রতি ৮৫০০ টাকা** + কর
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
ভিক্টোরিয়া ১অ্যান্ড২
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
ভালবাসার দিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে প্রেয়সীর সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ। থাকবে দুর্দান্ত ৫ কোর্সের মেন্যু, এক বোতল স্পার্কলিং ওয়াইন এবং পার্সোনাল বাটলারও। আর বিলাসবহুল গাড়িতে চড়ে যাতায়াতের সুযোগও রয়েছে।
মূল্য - জুটি প্রতি ৬০০০০ টাকা** + কর
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
টেরেস গার্ডেন
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
খোলা আকাশের নিচে প্রেমিকার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে-তে দুর্দান্ত সময় কাটাতে চাইলে এটাই আদর্শ জায়গা। এখানে থাকবে ৫ কোর্সের সেট মেন্যু, এক বোতল স্পার্কলিং ওয়াইন এবং পার্সোনাল বাটলারও। আর বিলাসবহুল গাড়িতে চড়ে যাতায়াতের সুযোগও রয়েছে।
মূল্য - জুটি প্রতি ২০০০০০ টাকা** + কর
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-9831937968/ +91-8240278147
** শর্তাবলী প্রযোজ্য
ভিভান্তা কলকাতা ইএম বাইপাস:
ভ্যালেন্টাইন্স ডে-র জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে ইএম বাইপাসের ভিভান্তা কলকাতাতেও। এখানে অতিথিরা রোম্যান্টিক সময় কাটাতে পারবেন।
মিন্ট:
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে
ভ্যালেন্টাইন্স ডে-স্পেশাল ডিনার ব্যুফে থাকবে।
মূল্য - জুটি প্রতি ৪০০০ টাকা** মকটেল-সহ + কর
জুটি প্রতি ৬০০০ টাকা** বাছাই করা পানীয়-সহ + কর
জন প্রতি ২০০০ টাকা** + কর ব্যুফে ডিনারের জন্য
জন প্রতি ১৫০০ টাকা** + কর বাছাই করা পানীয়ের প্যাকেজের জন্য
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - +91-6292274003
** শর্তাবলী প্রযোজ্য
তাজ সিটি সেন্টার নিউ টাউন:
ভ্যালেন্টাইন্স ডে-র জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে তাজ সিটি সেন্টার নিউ টাউনে। শহরের কোলাহল ব্যস্ততা থেকে একটু দূরে নিভৃতে প্রেম দিবস উদযাপন করার জন্য আদর্শ।
শামিয়ানা
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত
ভ্যালেন্টাইন্স ডে-স্পেশাল ডিনার ব্যুফের ঢালাও আয়োজন তো থাকছেই, তার সঙ্গে থাকবে প্রিমিয়াম পানীয়। লাইভ ব্যান্ডের সঙ্গে থাকবে মিষ্টি কিছু চমকও।
মূল্য - জন প্রতি ২৫০০ টাকা** + কর (সঙ্গে থাকবে যত ইচ্ছে প্রিমিয়াম পানীয়)
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - + 91-6292288563
** শর্তাবলী প্রযোজ্য
WYKIKI
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ০০ মিনিট পর্যন্ত
বিশেষ এই দিনটিতে থাকবে ৫ কোর্সের সেট মেন্যু (এশিয়ান)। সঙ্গে থাকবে বার্বিকিউ এবং এক বোতল স্পার্কলিং ওয়াইন, লাইভ গিটারিস্টা এবং মিষ্টি কিছু চমক।
মূল্য - জুটি প্রতি ৫০০০ টাকা** + কর (সঙ্গে থাকবে যত ইচ্ছে প্রিমিয়াম পানীয়)
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - + 91-6292288563
** শর্তাবলী প্রযোজ্য
পুলসাইড
সময় - সন্ধে ৭ টা ৩০ মিনিট থেকে রাত ১২টা ০০ মিনিট পর্যন্ত
পুলের ধারে খোলা আকাশের নিচে কাবানার মধ্যে বিশেষ এই দিনটি কাটানো যেতে পারে। থাকবে ৫ কোর্সের সেট মেন্যু (এশিয়ান)। সঙ্গে থাকবে যত ইচ্ছে প্রিমিয়াম পানীয়, পার্সোনালাইজড গ্রিটিংস কার্ড এবং বিলাসবহুল একটি ঘরে কেক স্টে। থাকবে পরের দিনের ব্রেকফাস্টও।
মূল্য - জুটি প্রতি ২৫০০০ টাকা** + কর
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - + 91-6292288563
** শর্তাবলী প্রযোজ্য
রাজকুটির আইএইচসিএল সিলেকশনস
প্রেম দিবস ভালবাসার বিশেষ মানুষটার সঙ্গে কাটানোর জন্য এটাই হতে পারে আদর্শ গন্তব্য।
দ্য টেরেস:
সময় - সন্ধে ৭ টা থেকে
এখাকার আকাশে-বাতাসে যেন মিশে রয়েছে ভালবাসার রঙ। দুর্দান্ত ভিউ, আকর্ষণীয় গান-বাজনে এবং ঘনিষ্ঠ ডিনার - এই সবই থাকবে। ফলে থাকবে লাইভ ভায়োলিনিস্ট, যত্ন করে বাছাই করা ৬ কোর্সের মেন্যু এবং এক বোতল স্পার্কলিং ওয়াইন।
মূল্য - জুটি প্রতি ১৫০০০ টাকা** + কর (সঙ্গে থাকবে যত ইচ্ছে প্রিমিয়াম পানীয়)
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - + 91 9674960182
** শর্তাবলী প্রযোজ্য
ইস্ট ইন্ডিয়া রুম:
সময় - সন্ধে ৭ টা থেকে
প্রেমের মরশুমে ক্যান্ডেল লাইট ডিনার কে-না করতে চান। এখানে মিলবে সেই সুযোগ। বিশেষ ভাবে তৈরি মেন্যু এবং ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে থাকবে ভ্যালেন্টাইন্স স্পেশাল বেলিনি। এর সঙ্গে থাকবে ভায়োলিনে রোম্যান্টিক টিউনও।
মূল্য - জুটি প্রতি ৭৫০০ টাকা** (এআই)
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - + 91 6289461972
** শর্তাবলী প্রযোজ্য
তালকুটির কনভেনশন সেন্টার কলকাতা:
বিশেষ মানুষটার সঙ্গে প্রেম দিবসটা কাটানোর জন্য এটাই হতে পারে দুর্দান্ত গন্তব্য।
RHYDDIM & THE LAWN:
সময় - সন্ধে ৭ টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত
রোম্যান্টিক একটি সন্ধে কাটানোর জন্য এখানে যাওয়া যেতে পারে। থাকবে অতুলনীয় স্বাদের খানাপিনা ও গান-বাজনা। আর সঙ্গে থাকবে সুন্দর আবহ।
মূল্য - জুটি প্রতি ৫০০০ টাকা** (এআই)
বিশদে জানার জন্য কল করতে হবে এই নম্বরে - + 91 9975091494
** শর্তাবলী প্রযোজ্য
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day Special: ভালবাসার রঙে রঙিন হয়ে উঠেছে শহর! মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ দিচ্ছে শহরের পাঁচতারা হোটেলগুলিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement