Genomics: ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে জিনোমিক্স, কীভাবে দেখে নিন

Last Updated:

How can genomics change India's Healthcare: জিনোমিক্সের সাহায্যে চিকিৎসকরা আরও নিখুঁত থেরাপি দিতে পারেন, যা রোগের চিকিৎসায় আরও বেশি কার্যকর।

Photo: Collected
Photo: Collected
কলকাতা: দেশের স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব ঘটাতে পারে জিনোমিক্স। এর মাধ্যমে চিকিৎসকরা রোগীর অনন্য জেনেটিক মেকআপ তৈরি করে চিকিৎসা করতে পারেন। এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। যেমন জেনেটিক্স মিউটেশন সনাক্ত করতে জিনোমিক্স ব্যবহার করা যেতে পারে। এটা ক্যানসারের দিকে নিয়ে যায়। জিনোমিক্সের সাহায্যে চিকিৎসকরা আরও নিখুঁত থেরাপি দিতে পারেন, যা রোগের চিকিৎসায় আরও বেশি কার্যকর। এই বিষয় বিস্তারিত জানালেন ডাইভার্স জিনোমিক্স প্রাইভেট লিমিটেডের কো-ফাউন্ডার এবং সিইও  সৌরভ জয়সওয়াল ৷
শুধু তাই নয়, রোগের অন্তর্নিহিত জেনেটিক কারণ চিহ্নিত করে রোগ নির্ণয়ের উন্নতির জন্য জিনোমিক্স ব্যবহার করা যেতে পারে। এটা সঠিক রোগ নির্ণয় করতে সাহায্য করবে। সময়ও কম লাগবে। জিনোমিক্সের সাহায্যে রোগের ছড়িয়ে পড়া আটকানোও সম্ভব। স্বাস্থ্য পরিষেবার বিপুল খরচ কমাতেও এটা সাহায্য করে।
advertisement
advertisement
নতুন এবং কার্যকর ওষুধ তৈরিতেও সাহায্য করে জিনোমিক্স। কারণ এটা নতুন ওষুধের লক্ষ্য চিহ্নিত করতে সাহায্য করে, যা আরও কার্যকর ওষুধের বিকাশের দিকে পরিচালিত করে। জেনেটিক পরীক্ষা এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট রোগের জন্য উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সনাক্ত করতে এবং তাদের জন্য নির্দিষ্ট প্রতিরোধ কর্মসূচি তৈরি করতেও সহায়তা করে জিনোমিক্স।
advertisement
ভারত বিশাল জনসংখ্যার এক বৈচিত্রময় দেশ। জিনোমিক্স ভারতের জিনগত বৈচিত্র্য বোঝার ক্ষেত্রেও সাহায্য করতে পারে। জনসংখ্যা-নির্দিষ্ট জিনোমিক্স অধ্যয়ন রোগের জেনেটিক ভিত্তি বুঝতে এবং আরও কার্যকর চিকিৎসা বিকাশে কার্যকরী ভূমিকা নেওয়ার ক্ষমতা রাখে।
Saurav Jaiswal, Co-Founder & CEO at Diverse Genomics Pvt Ltd Saurav Jaiswal, Co-Founder & CEO at Diverse Genomics Pvt Ltd
advertisement
জিনগত ভিত্তি বোঝার মাধ্যমে এবং আরও কার্যকর চিকিৎসা এবং প্রতিরোধের কৌশল তৈরি করে জিনোমিক্স অসংক্রামক রোগ (এনসিডি) যেমন ক্যানসার, ডায়াবেটিস এবং হৃদরোগের সম্ভাবনা কমাতেও সাহায্য করতে পারে।
জিনোমিক্সের সাহায্যে ভারতের স্বাস্থ্য খাতকে আমূল বদলে দেওয়া সম্ভব। তবে এই প্রযুক্তির নৈতিক, আইনি এবং সামাজিক প্রভাবগুলি মাথায় রাখতে হবে। জিনোমিক্সের সুবিধা নেওয়ার জন্য একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা পরিকাঠামো এবং সু-প্রশিক্ষিত কর্মী থাকাও গুরুত্বপূর্ণ। ফলে স্বাস্থ্য পরিষেবায় জিনোমিক্সের ব্যবহার করলে দেশের স্বাস্থ্য সেবার মানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। দেশবাসী পাবে সুস্থ জীবন। চিকিৎসাও অনেক সহজ হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Genomics: ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে জিনোমিক্স, কীভাবে দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement