Calcium-rich foods: দুধে আপত্তি? ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে বেছে নেওয়া যায় এই খাবারগুলো
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Calcium-rich foods: চিন্তিত হওয়ার কিছু নেই। দুধ ছাড়াও ক্যালসিয়ামের অন্যান্য প্রাকৃতিক উৎস আছে।
#কলকাতা: সুস্থ ও সুগঠিত হাড়ের জন্য চাই ক্যালসিয়াম। আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে এই উপাদান। চিকিৎসকরা পরামর্শ দেন একজন পূর্ণবয়স্ক মানুষ যেন প্রতিদিন ১০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করে (Calcium-rich foods)। কিন্তু যেসব মহিলাদের বয়স ৫০ বা ৭০ এর উপরে তাঁদের প্রতিদিন ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম লাগে। ৪ থেকে ১৮ বছর বয়সীদের প্রয়োজন ১৩০০ মিলিগ্রাম ক্যালসিয়াম (Drinking Milk)।
দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। কিন্তু দুধে অনেকেরই সমস্যা থাকে। দুধে অনেকেই গন্ধ পান যা দুধ পান করার সময় বমির উদ্রেক করে। বিশেষ করে ছোট বাচ্চারা একদমই দুধ পান করতে চায় না। আবার বয়স্ক মানুষদের দুধ থেকে গ্যাসের সমস্যা হয়। ফলে তাঁরাও দুধ এড়িয়ে চলেন। কেউ কেউ আবার জন্ম থেকেই ল্যাকটোজ ইনটলারেন্ট হয়। অর্থাৎ এঁদের দুধ বা দুধের কোনও প্রডাক্ট সহ্য হয় না। তবে এতে চিন্তিত হওয়ার কিছু নেই। দুধ ছাড়াও ক্যালসিয়ামের অন্যান্য প্রাকৃতিক উৎস আছে (Calcium-rich foods )।
advertisement
advertisement
কেন গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম?
আমাদের শরীরে ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম। এটি শুধু আমাদের শরীরের হাড় শক্ত করে তাই নয়। এটি পেশির নড়াচড়া এবং স্নায়ুতন্ত্রকে সঠিক রাখতেও সাহায্য করে।
ক্যালসিয়ামের ঘাটতি হলে কী হয়?
দীর্ঘদিন ধরে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে তাকে হাইপোক্যালসেমিয়া বলে। এর ফলে অস্টিওপোরোসিস, ছানি, দাঁতের সমস্যা এবং মস্তিষ্কের সমস্যা দেখা দেয়।
advertisement
বীজ
তিল, পোস্ত জাতীয় ছোট্ট বীজে থাকে প্রচুর পুষ্টিগুণ। ১ টেবিল চামচ পোস্ত দানায় থাকে ১২৭ মিলিগ্রাম ক্যালসিয়াম।
আমন্ড
১০০ গ্রাম আমন্ড বাদামে থাকে ৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম। এছাড়াও এতে থাকে মোনোস্যাচুরেটেড ফ্যাট যা শরীর গঠনের জন্য ভালো।
বিনস
১০০ গ্রাম বিনসে থাকে ১১৩ মিলিগ্রাম ক্যালসিয়াম।
advertisement
ডাল
ডাল শুধু শরীরে প্রোটিন জোগায় তা নয়। এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। ১০০ গ্রাম ডালে থাকে ১৯ গ্রাম ক্যালসিয়াম।
আমারান্থ
আমারান্থ রামদানা বা রাজগিরা নামেও পরিচিত। প্রতি ১০০ গ্রাম আমারান্থে ৩৩০ গ্রাম করে ক্যালসিয়াম থাকে।
advertisement
টফু
১০০ গ্রাম তোফুতে থাকে ৬৮০ মিলিগ্রাম ক্যালসিয়াম। এটা কাঁচা খাওয়া যায় বা প্যান ফ্রাই করেও খাওয়া যায়। তোফু বেশি রান্না করলে এর গুণ নষ্ট হয়ে যায়। তাই বেশি রান্না না করাই ভালো।
সোয়া মিল্ক
১০০ গ্রাম সয়া দুধে থাকে ২৫ মিলিগ্রাম ক্যালসিয়াম।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 11:17 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Calcium-rich foods: দুধে আপত্তি? ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে বেছে নেওয়া যায় এই খাবারগুলো