Cadbury Viral Ad : স্মৃতি উস্কে মন ভরালো Cadbury! ঘরে বাইরে মনের দশদিক জয় করে মিষ্টি প্রতিবাদ...

Last Updated:

Cadbury Viral Ad : ক্যাডবেরির সেই বিজ্ঞাপনের ছবিটি টেলিভিশনে ফুটে উঠলেই কোন এক তরঙ্গ খেলে যেত দর্শক মনে।

ক্যাডবেরির সেই বিজ্ঞাপনী নস্ট্যালজিয়া
ক্যাডবেরির সেই বিজ্ঞাপনী নস্ট্যালজিয়া
#মুম্বই : 'কুছ বাত হ্যায়-কুছ খাস হ্যায়, কুছ বাত হ্য়ায় জিন্দেগি মে…!' মনে আছে নব্বইয়ের দশকের সেই বিজ্ঞাপন? নব্বইয়ের দশকে যাঁরা বেড়ে উঠেছেন, তাঁদের কাছে এই টিউন মানেই এক অদ্ভুত আবেগ আর প্যাশনের মুহূর্তের প্রকাশ। বিজ্ঞাপনে (Cadbury Viral Ad) টিভির পর্দায় দেখা যেত স্টেডিয়ামে খেলোয়াড়ের খেলা দেখে মুগ্ধ হয়ে দর্শক আসন থেকে নেমে এসে সব ব্যারিকেড ভুলে এক তরুণী মাঠের মধ্যিখানে নেচে ওঠেন। মুখে পুরে নেন ক্যাডবেরি চকোলেট (Cadbury Dairy Milk)।
ছবিটি টেলিভিশনে ফুটে উঠলেই কোন এক তরঙ্গ খেলে যেত দর্শক মনে। মুহূর্তে টিভির এপারে থাকা চোখগুলো খুশিতে চকচকে হয়ে উঠত। আর মুখে হাসি মেখে প্রায় সবাই বলে উঠতেন কী ভালই না বিজ্ঞাপন বানিয়েছে ক্যাডবেরি (Cadbury Chocolate)! সময় এগিয়েছে,বদলে গিয়েছে পারিপার্শ্বিক। বদলেছে ক্যাডবেরিও। তবে এখন বিজ্ঞাপন (Cadbury Viral Ad)  নিয়ে কথা উঠলেই ক্যাডবেরির এই টিউন আর এই বিজ্ঞাপনের কথা উঠতে বাধ্য। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিজ্ঞাপনের প্রসঙ্গ তোলা হয় ক্লাসে পড়াতে গিয়ে। সেই সময় এতটাই জনপ্রিয়তা ছুঁয়েছিল এই বিজ্ঞাপন।
advertisement
advertisement
সেই পুরনো নস্ট্যালজিয়াকে একেবারে নতুন মোড়কে সামনে নিয়ে এল ক্যাডবেরি (Cadbury Viral Ad)। লিঙ্গবৈষম্যকে দূরে সরিয়ে এক বার্তা দিল ক্যাডবেরি ডেয়ারি মিল্কের এই নতুন বিজ্ঞাপন। আর তাতেই বিজ্ঞাপনটি শুধুই আর বিজ্ঞাপন রইল না। চুপিসারে এক বিপ্লবেরও জন্ম দিল এই সংস্থা। যেখানে পুরুষ-মহিলার বিভেদ ভুলে জীবনের সঙ্গে মিশে গেল চকোলেটের সেই চিরাচরিত মিষ্টি স্বাদ।
advertisement
ক্যাডবেরির (Cadbury Chocolate) নতুন বিজ্ঞাপনে (Advertisement) দেখা গিয়েছে একটি ক্রিকেট ম্যাচ চলছে। টানটান উত্তেজনায় বোলার এগিয়ে আসছে, তৈরি ব্যাটসম্যান। মহিলা ক্রিকেট দলের সেই খেলার উত্তেজনায় হাত কামড়াচ্ছেন গ্যালারিতে বসা এক পুরুষ দর্শক। সেই যুবকের মুখে ডেয়ারি মিল্ক।
advertisement
একই বিজ্ঞাপনের উলটপুরাণ একই বিজ্ঞাপনের উলটপুরাণ
মহিলা ব্যাটসম্যান বল তুলে দিল সোজা বাউন্ডারির দিকে। ফিল্ডার ক্যাচ লোফার অপেক্ষায় কিন্তু তা হল না, উলটে বল উড়ে বাউন্ডারির বাইরে। একেবারে ছয়। যুবকটি আনন্দে নাচতে নাচতে সোজা মাঠে এসে হাজির। জড়িয়ে ধরল ব্যাটসম্যানকে। নাচলেন সেই একই ভঙ্গিমায়। সময় পালটে গিয়ে, পালটে গেল বিজ্ঞাপনও।
advertisement
ক্যাডেবেরির (Cadbury Chocolate) এই নতুন বিজ্ঞাপন দেখে ইতিমধ্য়েই সংস্থার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ‘গুডলাক গার্ল’ হ্যাশট্য়াগও তৈরি হয়েছে। লিঙ্গবৈষম্যকে উড়িয়ে ক্যাডবেরির এই বিজ্ঞাপন যে নস্ট্যালজিয়ায় নতুন স্বাদ এনেছে তা মেনে নিতে বাধ্য নেটদুনিয়া। ঠিক সেই বিজ্ঞাপনের গানের মতোই, কেয়া স্বাদ হ্যায় জিন্দেগি মে গেয়ে উঠছেন নেটিজেনরাও। প্রকাশ্যে আসার পরেই বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি। ঝড়ের গতিতে বাড়ছে ভিউয়ার।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cadbury Viral Ad : স্মৃতি উস্কে মন ভরালো Cadbury! ঘরে বাইরে মনের দশদিক জয় করে মিষ্টি প্রতিবাদ...
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement