Durga Puja Fashion | Silver Jewellery : রুপোর গয়না পরতে ভালোবাসেন? জেনে নিন দুর্গা পুজোর মরসুমে কী ভাবে রুপোয় সাজবেন...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Durga Puja Fashion | Silver Jewellery : আগামী উৎসবের দিনগুলিতে কী ভাবে রুপোর গয়নার নিজেকে সাজিয়ে তোলা যায়, জেনে নেওয়া যাক!
বেশ কিছু বছর ধরে ফ্যাশন জগতে জনপ্রিয় হয়ে উঠেছে রুপোর গয়না। দেশি কিংবা ওয়েস্টার্ন যে কোনওলুকেই মানানসই পোশাকের সঙ্গে রুপোর গয়না সকলের বেশ নজর কাড়ে। রুপোর গয়না যেমন সাজসজ্জায় অন্য মাত্রা এনে দেয়, তেমনই পকেটসই দামে পাওয়াও যায়। যে কোনো রঙের পোশাকেই মানিয়ে যায় রকমারি অ্যান্টিক সিলভার জুয়েলারি৷ তাই আগামী উৎসবের দিনগুলিতে কী ভাবে রুপোর গয়নার নিজেকে সাজিয়ে তোলা যায়, জেনে নেওয়া যাক!
advertisement
advertisement
advertisement
সাধারণ কুর্তির সঙ্গে স্টাইল কিছু রুপোর গয়নায় দারুণ লুক আসে। উৎসবের মরসুমে কুর্তির সঙ্গে একটি রুপোর ঝুমকা, একটি কাড়া এবং কিছু চুরি, সঙ্গে একটি পায়ের আংটি পড়লেই আমাদের সাজ অনেক গুণ বেড়ে যাবে। ভারতীয় মহিলাদের স্যুট এবং কুর্তি সব চেয়ে শালীন পোশাক বলে ধরা হয়। তাই দেশি মার্জিত লুকের সঙ্গে মানিয়ে রুপোর গয়না পড়লে ভিড়ের মধ্যেও সকলের নজরে থাকা যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement