TB: কফ নয়, এবার বায়োমার্কার কিট ব্যবহারে জানা যাবে রোগ, টিবি চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের!

Last Updated:

TB: অতি সম্প্রতি ভারতীয় বিজ্ঞানীরা তৈরি করেছেন বায়োমার্কার-ভিত্তিক রক্ত পরীক্ষার উপকরণ।

নয়া সাফল্য
নয়া সাফল্য
#নয়াদিল্লি: কথায় বলে টিবি অর্থাৎ যক্ষ্মা রাজরোগ। কিন্তু এই রাজরোগটি গোটা পৃথিবী থেকে নির্মূল করতে ইতিমধ্যেই কয়েকদশক আগে থেকে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তবুও আজ পর্যন্ত সাড়া পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়নি টিবি অর্থাৎ যক্ষ্মা রোগের টিউবারকিউলোসিস ব্যাকটিরিয়াকে। তাই গোটা পৃথিবীর পাশাপাশি আমাদের দেশেও প্রতিবছর টিবি রোগে আক্রান্ত হন হাজার হাজার মানুষ। তবে এই রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা করা হয় সরকারি হাসপাতালে একেবারে বিনামূল্যে। আক্রান্ত রোগীর কফ পরীক্ষা করেই রোগের চিহ্নিতকরণ করা হয় বহুকাল আগে থেকেই। তবে টিবি রোগের পুরনো ওই রোগ নির্ণয়ের পদ্ধতিটি এবার বদলে যেতে পারে।
সম্প্রতি এমনই আশার বাণী শুনিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল সায়েন্সের বিজ্ঞানীরা। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য টাটা ট্রাস্ট এবং গ্লোবাল ফান্ডের একটি সহযোগী সংস্থা বলেছে, অতি সম্প্রতি ভারতীয় বিজ্ঞানীরা তৈরি করেছেন বায়োমার্কার-ভিত্তিক রক্ত পরীক্ষার উপকরণ। যা টিবি রোগ সঠিকভাবে নির্ণয় করবে। আগামী দু' সপ্তাহের মধ্যে গোটা দেশের সমস্ত চিকিৎসাকেন্দ্রে এই অত্যাধুনিক বায়োমার্কার-ভিত্তিক রক্ত পরীক্ষা পদ্ধতি চালু হবে আশ্বাস দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ এই আধুনিক চিকিৎসা পদ্ধতিটি এসেছে টাটা গোষ্ঠীর প্রচেষ্টায়। ইন্ডিয়ান হেলথ ফান্ডে টাটা গোষ্ঠীর ব্যয় করা অর্থানুকূল্যেই বিজ্ঞানীরা অত্যাধুনিক টিবি রোগ নির্ণয়ের বায়োমার্কার-ভিত্তিক রক্ত পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিটি ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্সের (IISC) পক্ষ থেকে বেঙ্গালুরুতে HealSeq-২০২০-তে প্রথম উদ্ভাবন করা হয়। ইতিমধ্যেই এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিটিকে সমর্থন জানিয়েছে ইন্ডিয়ান হেলথ ফান্ড (IHF)। কারণ তাদের লক্ষ্য হল- এই চিকিৎসা পদ্ধতিটি সঠিকভাবে, কম খরচে পরিচালনা করা, যাতে টিবিকে তাড়াতাড়ি সনাক্ত করা যায়। বলা হচ্ছে যে চিকিৎসা শুরুর দু'সপ্তাহের মধ্যে টিবি রোগীদের মধ্যে তা রোগের প্রভাব সনাক্ত করতে সক্ষম। এ ছাড়াও জিনত ভাবে চিহ্নিত করে এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিটি রোগীদের শ্রেণিবদ্ধ করতে সক্ষম বলেও জানানো হয়েছে বিজ্ঞানীদের তরফ থেকে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, বহুকাল আগে থেকে যক্ষ্মা রোগের চিকিৎসায় রোগীর রোগ চিহ্নিত করতে একাধিক পরীক্ষা করা হয়, যা যথেষ্ট ব্যয় ও সময়সাপেক্ষ। তবে বর্তমানে এই বায়োমার্কার-ভিত্তিক রক্ত পরীক্ষায় সে ব্যয় অনেকটাই কমে যাবে বলে মত দিয়েছেন চিকিৎসকরা। কেন্দ্রীয় কেন্দ্রীয় টিবি বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী প্রতিবছর আমাদের দেশে টিবি রোগে আকারান্ত হয়ে মৃত্যু হয় কয়েক লক্ষ মানুষের। এই মৃত্যুর কারণ হিসাবে বিশেষজ্ঞ চিকিৎসকরা টিবি রোগ নির্ণয় পদ্ধতিকেই দোষারোপ করেছেন। এ বিষয়ে IHF-এর CEO মাধব জোশী বলেছেন, ইন্ডিয়া হেলথ ফান্ড HealSeq-কে সমর্থন করতে পেরে তাঁরা সন্তুষ্ট। কারণ হিসাবে তিনি বলেছেন, এই চিকিৎসা পদ্ধতিটি টিবি রোগের প্রাথমিক নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
TB: কফ নয়, এবার বায়োমার্কার কিট ব্যবহারে জানা যাবে রোগ, টিবি চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার ভারতীয় বিজ্ঞানীদের!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement