Budget Trip: পায়ে পায়ে ইতিহাসের শিহরণ, বাংলা-ওড়িশা বর্ডারে এই বৌদ্ধ বিহার, নামকরণের ইতিহাসও রোমহর্ষক

Last Updated:

Budget Offbeat Trip: মোগলমারি বৌদ্ধ বিহারের নামের সঙ্গে জড়িয়ে নানা ইতিহাস। কেন এই জায়গার নাম হল মোগলমারি? জানুন পুরানো দিনের ইতিহাসের কাহিনী।

+
মোগলমারি

মোগলমারি বৌদ্ধ বিহার

মেদিনীপুর: বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। প্রত্নখননের ফলে বেশ কিছু ইতিহাস উণ্মোচিত হয়েছে, যা গবেষকদের মধ্যে আলোচিত হয়েছে বিস্তর। ২০০৩-২০০৪ সালে অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে প্রত্নখননের মধ্য দিয়ে উন্মোচিত হয় মোগলমারির বৌদ্ধ মহাবিহার। মাটির তলায় চাপা পড়েছিল প্রাচীন এই বৌদ্ধ ঐতিহ্যটি। ইতিহাস ও ঐতিহ্যের ভূমি বাংলা-ওড়িশা সীমানায় থাকা মোগলমারি। এই মোগলমারির নামকরণ নিয়ে গবেষকদের মধ্যে বিস্তর পর্যালোচনা হয়েছে। বিভিন্ন গবেষকেরা তাদের বিভিন্ন মত প্রকাশ করেছেন এই নামকরণ নিয়ে।
তবে সম্প্রতি মোগলমারির প্রত্নখননে প্রাপ্ত মহাবিহারের নামফলক নিয়ে গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যা মোগলমারি নামকরণের সঙ্গে সম্পৃক্ত। তবে কীভাবে এলএই নাম? কেনই বা এলাকার নাম মোগমারি? আদৌ কি সম্পর্ক রয়েছে মোঘলদের সঙ্গে?
আরও পড়ুনঃ দার্জিলিংয়ের একেবারেই কাছে এই পাহাড়ি জনপদ, নিভৃতযাপনের সেরা ঠিকানা এটাই, রইল খুঁটিনাটি
মোগলমারির বৌদ্ধবিহার আবিষ্কারের পর এলাকার নামকরণ নিয়ে বৌদ্ধবিহারের সঙ্গে যুক্ত বিভিন্ন পুরাবস্তুগুলির পর্যালোচনা হয়েছে বিশেষভাবে। গবেষকদের মধ্যে মোগলমারির নামকরণ নিয়ে বিভিন্ন মতামত পাওয়া গিয়েছে। কতিপয় গবেষক দাবি করেছেন, ১৫৭৫ খ্রিস্টাব্দে এই এলাকায় মোঘল-পাঠানের যুদ্ধ হয়, যেখানে মৃত্যু হয় বহু মোঘল সৈন্যের। যার থেকেই এই এলাকার নাম হয়েছে মোঘলমারি>মোগলমারি। আবার বেশ কিছু গবেষক মনে করেন, ‘মাড়’ শব্দের অর্থ সড়ক বা পথ। মোঘলরা এই পথ মাড়িয়ে গিয়েছিল বলে এই স্থানে মাড়>মাড়ই>মাড়ি ব্যবহৃত হয়েছিল। তাই কালের বিবর্তনে মোঘলমাড়ি>মোগলমাড়ি>মোগলমারি নামাঙ্কিত হয়ে প্রচলিত হয়ে আসছে। তবে এই তথ্য কার্যত ভুল বলে দাবি করেছেন কয়েকজন গবেষক। বেশকিছু প্রামাণ্য তথ্য দিয়েছেন তারা। তারা দাবি করেন, মোগলমারি নামের সঙ্গে মোঘল এবং পাঠানদের যুদ্ধের কোনও সম্পর্কই নেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রণর ব্যথা-দাগে বিরক্ত! হেঁসেলের ৩ মশলার চা রোজ ‘মাস্ট’, ৭ দিনেই ঠিকরে পড়বে জেল্লা, ঝলমলে স্কিন বছরের পর বছর
কেন নামকরণ হল মোগলমারি? আবুল ফজল রচিত ‘আইন-ই-আকবরি’-তে মুঘলমারি ও টুকারুই নামক স্থানে যুদ্ধের কথা উল্লেখ আছে। সুতরাং এটি প্রমাণিত যে মোগলমারি নামটির অস্তিত্ব মোঘলদের যুদ্ধের আগে থেকেই ছিল। সম্প্রতি প্রত্নখননে প্রাপ্ত নামফলকগুলি গবেষনা চালিয়ে বিহারের নামের পাঠোদ্ধারের চেষ্ঠা করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজত সান্যাল দাবি করেছেন বিহারটির নাম ‘মুগলায়িক বিহারিকা’। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সীতারাম দুবে জানিয়েছেন বিহারটি নাম ‘মোগলারিকা বিহারিকা’ এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ-এর এপিগ্রাফি বিভাগের প্রাক্তন অধিকর্তা টি. এস রবিশংকর নামফলক পাঠোদ্ধার করে জানিয়েছেন বিহারটির নাম ‘মোগলায়া বা মোগলায়কি’।
advertisement
আরও পড়ুনঃ মাছের সঙ্গে ভুলেও ছোঁবেন না এই ৭ খাবার! পেটে গেলেই ‘বিষাক্ত’, আপনিও ভুল করেন না তো?
স্বাভাবিকভাবে এই তিনজন গবেষকের তথ্যের মধ্যে উল্লিখিত রয়েছে ‘মোগল’ শব্দটি। তাই মোগলমারি নামের সঙ্গে যুক্ত মোগল শব্দ বৌদ্ধবিহারের নাম থেকেই প্রাপ্ত বলে দাবি বৌদ্ধ গবেষক ও লেখক অতনু প্রধানের। তাঁর দাবি উৎখননে প্রাপ্ত নাম ফলকের পাঠোদ্ধারের পর স্পষ্ট ধারণা করা যায় যে মোগলমারি বহু পূর্ব থেকেই বৌদ্ধকেন্দ্র রূপে প্রতিষ্ঠিত ছিল।
advertisement
তৎকালীন সময় বিভিন্ন বৌদ্ধবিহারগুলির নাম বিখ্যাত ও বিশিষ্ট বৌদ্ধভিক্ষুদের নামে নামকরণ করার রীতি ছিল। সেই ধারা মেনে মোগলমারির উৎখননে উন্মোচিত বিহারের নামকরণ কোনও বিখ্যাত বৌদ্ধভিক্ষুর নামে থাকাটাই যুক্তিযুক্ত। প্রাপ্ত নামফলক নিজেই স্পষ্ট করে যে বিহারের নাম বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য ‘মহামোদগল্লায়ন’ (মোগলায়ন) অথবা সম্রাট অশোকের সময় বিখ্যাত বৌদ্ধভিক্ষু ‘মোগলীপুত্ততিষ্য’-র নামে থাকাটাই স্বাভাবিক। আর এই সুপ্রাচীন বিহারিকা ‘মোগলায়া বা মোগলায়কি বা মুগলায়িক বা মোগলারিকা’ থেকেই পরবর্তীকালে মোগলমারি নামকরণ হওয়াটাই স্বাভাবিক। আর এই তথ্য গবেষণার ক্ষেত্রে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Budget Trip: পায়ে পায়ে ইতিহাসের শিহরণ, বাংলা-ওড়িশা বর্ডারে এই বৌদ্ধ বিহার, নামকরণের ইতিহাসও রোমহর্ষক
Next Article
advertisement
Sunderban Tourist Death: লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
  • সুন্দরবনের নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ৷

  • মাতলা নদীতে রাত কাটাতে গিয়ে দুর্ঘটনা৷

  • মৃত্যু গড়িয়ার বাসিন্দা সুমন পালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement