Post Office Hit Schemes: পোস্ট অফিসের FD-তে ২৫০০০ টাকা এক বছরের জন্য রাখলে কত রিটার্ন পাবেন ? দেখে নিন

Last Updated:
Post Office Hit Schemes: পোস্ট অফিসের FD-তে এক বছরের জন্য ২৫,০০০ টাকা রাখলে কত সুদ পাবেন? বর্তমান সুদের হারে মেয়াদ শেষে মোট প্রাপ্য টাকা জেনে নিন এক নজরে।
1/6
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (Post Office Time Deposit বা TD)। ঝুঁকি কম, রিটার্ন নিশ্চিত—এই কারণেই মধ্যবিত্ত ও সিনিয়র সিটিজেনদের কাছে এই প্রকল্প বেশ জনপ্রিয়। তাহলে যদি আপনি এক বছরের জন্য পোস্ট অফিসে ২৫ হাজার টাকা FD করেন, সেক্ষেত্রে কত টাকা রিটার্ন পেতে পারেন? সহজভাবে দেখে নেওয়া যাক।
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (Post Office Time Deposit বা TD)। ঝুঁকি কম, রিটার্ন নিশ্চিত—এই কারণেই মধ্যবিত্ত ও সিনিয়র সিটিজেনদের কাছে এই প্রকল্প বেশ জনপ্রিয়। তাহলে যদি আপনি এক বছরের জন্য পোস্ট অফিসে ২৫ হাজার টাকা FD করেন, সেক্ষেত্রে কত টাকা রিটার্ন পেতে পারেন? সহজভাবে দেখে নেওয়া যাক।
advertisement
2/6
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট কী ?পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট একটি সরকারি সঞ্চয় প্রকল্প। এখানে ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের জন্য টাকা জমা রাখা যায়। এক বছর পর মেয়াদ পূর্ণ হলে মূল টাকা ও সুদ একসঙ্গে পাওয়া যায়।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট কী ?পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট একটি সরকারি সঞ্চয় প্রকল্প। এখানে ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের জন্য টাকা জমা রাখা যায়। এক বছর পর মেয়াদ পূর্ণ হলে মূল টাকা ও সুদ একসঙ্গে পাওয়া যায়।
advertisement
3/6
১ বছরের জন্য পোস্ট অফিস FD-তে সুদের হার-
বর্তমানে পোস্ট অফিসের ১ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ধরা হয় আনুমানিক ৬.৯% (বার্ষিক)। 
(সুদের হার সময়ে সময়ে বদলাতে পারে)
১ বছরের জন্য পোস্ট অফিস FD-তে সুদের হার-বর্তমানে পোস্ট অফিসের ১ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ধরা হয় আনুমানিক ৬.৯% (বার্ষিক)।(সুদের হার সময়ে সময়ে বদলাতে পারে)
advertisement
4/6
২৫,০০০ টাকা রাখলে কত রিটার্ন মিলবে? ধরা যাক,

বিনিয়োগের অঙ্ক: ২৫,০০০

 টাকা
সময়কাল: ১ বছর

সুদের হার: ৬.৯% (বার্ষিক)

বছরে সুদ হবে প্রায়:
 ২৫,০০০ টাকা × ৬.৯% =  ১,৭২৫ টাকা (আনুমানিক)
২৫,০০০ টাকা রাখলে কত রিটার্ন মিলবে?ধরা যাক,বিনিয়োগের অঙ্ক: ২৫,০০০টাকাসময়কাল: ১ বছরসুদের হার: ৬.৯% (বার্ষিক)বছরে সুদ হবে প্রায়:২৫,০০০ টাকা × ৬.৯% = ১,৭২৫ টাকা (আনুমানিক)
advertisement
5/6
মেয়াদ শেষে মোট প্রাপ্য টাকা:২৫,০০০ টাকা + ১,৭২৫ টাকা =  ২৬,৭২৫ টাকা (প্রায়)

অর্থাৎ, এক বছরের শেষে আপনি প্রায় ১,৭২৫ টাকা লাভ পাবেন।
মেয়াদ শেষে মোট প্রাপ্য টাকা:২৫,০০০ টাকা + ১,৭২৫ টাকা = ২৬,৭২৫ টাকা (প্রায়)অর্থাৎ, এক বছরের শেষে আপনি প্রায় ১,৭২৫ টাকা লাভ পাবেন।
advertisement
6/6
কাদের জন্য উপযুক্ত এই বিনিয়োগ?যাঁরা ঝুঁকিমুক্ত ও নিশ্চিত রিটার্ন চান

স্বল্পমেয়াদে টাকা রাখতে চান

সিনিয়র সিটিজেন বা রক্ষণশীল বিনিয়োগকারী

ভবিষ্যতের কোনও নির্দিষ্ট খরচের জন্য টাকা আলাদা করে রাখতে চান
কাদের জন্য উপযুক্ত এই বিনিয়োগ?যাঁরা ঝুঁকিমুক্ত ও নিশ্চিত রিটার্ন চানস্বল্পমেয়াদে টাকা রাখতে চানসিনিয়র সিটিজেন বা রক্ষণশীল বিনিয়োগকারীভবিষ্যতের কোনও নির্দিষ্ট খরচের জন্য টাকা আলাদা করে রাখতে চান
advertisement
advertisement
advertisement