Bizarre: ‘ধাত্রী’-র ভূমিকায় পোষা সারমেয়! সন্তানের জন্ম দিলেন অটিজম আক্রান্ত তরুণী

Last Updated:

Bizarre: ইংল্যান্ডের স্ট্রাফর্ডশায়ার এলাকার এই পোষ্যই প্রথম কুকুর যাকে সেই দেশের হাসপাতালে লেবর ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হল

অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী থাকল মিল্টন কিনেস ইউনিভার্সিটি হসপিটাল
অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী থাকল মিল্টন কিনেস ইউনিভার্সিটি হসপিটাল
স্ট্রাফর্ডশায়ার : নজির তৈরি করল ২ বছরের বুল টেরিয়ার প্রজাতির কুকুর বেল৷ ইংল্যান্ডের স্ট্রাফর্ডশায়ার এলাকার এই পোষ্যই প্রথম কুকুর যাকে সেই দেশের হাসপাতালে লেবর ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হল৷ বেল গিয়েছিল তার মালকিন অ্যামি টমকিনের সঙ্গে৷ তাঁকে প্রথম সন্তান ভূমিষ্ঠ করার পর্বে সাহায্য করতে৷ পোষা সারমেয়ই সেখানে অবতীর্ণ হল ‘ধাত্রী’-র ভূমিকায়৷ এই অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী থাকল মিল্টন কিনেস ইউনিভার্সিটি হসপিটাল৷
বেলের পালক অ্যামি অটিজম আক্রান্ত৷ পাশাপাশি অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাকেরও শিকার তিনি৷ তাঁকে নানাভাবে সাহায্য করার প্রশিক্ষণ তিনি দিয়েছেন পোষা সারমেয়কে৷ অন্তঃসত্ত্বা অবস্থা এবং এখন সদ্যোজাতকে দেখভালের নানা ধাপেও অ্যামির ভরসা তাঁর পোষ্য৷ লিফ্টের বোতাম প্রেস করা, প্যানিক অ্যাটাকের সময় সতর্ক করা, ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করা-পোষ্য বেল অবতীর্ণ হয় নানা ভূমিকায়৷
advertisement
এহেন প্রশিক্ষিত পোষ্যকে লেবর ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগে দিতে হয়েছে পরীক্ষা৷ রিস্ক অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হতে হয়েছে বেল-কে৷ তার পরই সে অনুমতি পেয়েছে প্রসবকালীন ওয়ার্ডে প্রবেশের৷ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন অ্যামি৷ তার আগে ও পরে তাঁর চিকিৎসা সংক্রান্ত সব ধাপে হাজির ছিল সারমেয় বেল৷ এমনকি, চিকিৎসদের আলোচনাও সে শুনেছে চুপ করে বসেই৷
advertisement
advertisement
সি-সেকশন অপারেশনের আগে পর্যন্ত অ্যামির সঙ্গেই ছিল বেল৷ তাঁদের জন্য বরাদ্দ ছিল বিশেষ ঘর৷ প্রিয় পোষ্যকে ছাড়া সন্তান ভূমিষ্ঠ করতে পারতেন না তিনি, জানাচ্ছেন অটিজম আক্রান্ত অ্যামি৷ হাসপাতাল কর্তৃপক্ষও কোনওরকম বাধা দেয়নি সারমেয় বেল-কে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bizarre: ‘ধাত্রী’-র ভূমিকায় পোষা সারমেয়! সন্তানের জন্ম দিলেন অটিজম আক্রান্ত তরুণী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement