Bizarre: ‘ধাত্রী’-র ভূমিকায় পোষা সারমেয়! সন্তানের জন্ম দিলেন অটিজম আক্রান্ত তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bizarre: ইংল্যান্ডের স্ট্রাফর্ডশায়ার এলাকার এই পোষ্যই প্রথম কুকুর যাকে সেই দেশের হাসপাতালে লেবর ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হল
স্ট্রাফর্ডশায়ার : নজির তৈরি করল ২ বছরের বুল টেরিয়ার প্রজাতির কুকুর বেল৷ ইংল্যান্ডের স্ট্রাফর্ডশায়ার এলাকার এই পোষ্যই প্রথম কুকুর যাকে সেই দেশের হাসপাতালে লেবর ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হল৷ বেল গিয়েছিল তার মালকিন অ্যামি টমকিনের সঙ্গে৷ তাঁকে প্রথম সন্তান ভূমিষ্ঠ করার পর্বে সাহায্য করতে৷ পোষা সারমেয়ই সেখানে অবতীর্ণ হল ‘ধাত্রী’-র ভূমিকায়৷ এই অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী থাকল মিল্টন কিনেস ইউনিভার্সিটি হসপিটাল৷
বেলের পালক অ্যামি অটিজম আক্রান্ত৷ পাশাপাশি অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাকেরও শিকার তিনি৷ তাঁকে নানাভাবে সাহায্য করার প্রশিক্ষণ তিনি দিয়েছেন পোষা সারমেয়কে৷ অন্তঃসত্ত্বা অবস্থা এবং এখন সদ্যোজাতকে দেখভালের নানা ধাপেও অ্যামির ভরসা তাঁর পোষ্য৷ লিফ্টের বোতাম প্রেস করা, প্যানিক অ্যাটাকের সময় সতর্ক করা, ডেবিট কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করা-পোষ্য বেল অবতীর্ণ হয় নানা ভূমিকায়৷
advertisement
এহেন প্রশিক্ষিত পোষ্যকে লেবর ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগে দিতে হয়েছে পরীক্ষা৷ রিস্ক অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হতে হয়েছে বেল-কে৷ তার পরই সে অনুমতি পেয়েছে প্রসবকালীন ওয়ার্ডে প্রবেশের৷ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন অ্যামি৷ তার আগে ও পরে তাঁর চিকিৎসা সংক্রান্ত সব ধাপে হাজির ছিল সারমেয় বেল৷ এমনকি, চিকিৎসদের আলোচনাও সে শুনেছে চুপ করে বসেই৷
advertisement
advertisement
সি-সেকশন অপারেশনের আগে পর্যন্ত অ্যামির সঙ্গেই ছিল বেল৷ তাঁদের জন্য বরাদ্দ ছিল বিশেষ ঘর৷ প্রিয় পোষ্যকে ছাড়া সন্তান ভূমিষ্ঠ করতে পারতেন না তিনি, জানাচ্ছেন অটিজম আক্রান্ত অ্যামি৷ হাসপাতাল কর্তৃপক্ষও কোনওরকম বাধা দেয়নি সারমেয় বেল-কে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 9:13 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bizarre: ‘ধাত্রী’-র ভূমিকায় পোষা সারমেয়! সন্তানের জন্ম দিলেন অটিজম আক্রান্ত তরুণী