Home /News /life-style /
Viral: বিয়ের পিঁড়িতে বসার আগে তুমুল নাচ কনের ! মুহূর্তেই ভাইরাল ভিডিও

Viral: বিয়ের পিঁড়িতে বসার আগে তুমুল নাচ কনের ! মুহূর্তেই ভাইরাল ভিডিও

কেরলের কুন্নুরে সম্প্রতি একটি বিয়েবাড়িতে এমন মজার দৃশ্যই দেখা গিয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#কুন্নুর: বিয়েতে নতুন বর যদিও বাইক নিয়ে স্টান্টবাজি দেখাতে পারেন ৷ তাহলে কনেরাই বা পিছিয়ে থাকবে কেন ৷ সালটা যে ২০২০ ৷ এখন মুখে বিশাল ঘোমটা দিয়ে বসে থাকার মতো দিন শেষ ৷ অচেনা ব্যক্তিদের মাঝে নব বধূর লজ্জা পাওয়ার দিনও শেষ ৷ নিজের বিয়েতে একটু ‘এনজয়’ না করলে কি চলে ?

কেরলের কুন্নুরে সম্প্রতি একটি বিয়েবাড়িতে এমন মজার দৃশ্যই দেখা গিয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসার আগে একটা দুর্দান্ত ডান্স পারফরম্যান্স রয়েছে স্বয়ং কনের ৷ হ্যাঁ, মালয়েলি গানে তুমুল নেচে একেবারে সবাইকে মাতিয়ে দিলেন নববধূ ! বিষয়টা প্রথমে দেখে অনেকে ঘাবড়ে গেলেও পরে প্রত্যেকেই আনন্দ করেছেন নতুন বউয়ের ডান্স পারফরম্যান্সে ৷ দেখে নিন সেই ভাইরাল নাচের ভিডিও ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Viral Dance, Viral Video