Surrogate Wife: প্রতি বার পারিশ্রমিক ২৫ লক্ষ টাকা! পুরুষদের ‘ভাড়া করা বউ’ হয়ে কোটিপতি এই তরুণী মডেল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Surrogate Wife: যদি কোনও পুরুষ তাঁর সঙ্গ চান, তিনি সানন্দে রাজি
মডেল থেকে সারোগেট ওয়াইফ বা ভাড়া করা স্ত্রী হয়ে কপাল খুলে গেল এক তরুণীর। ব্যাবি পালোমাস নামে ব্রাজিলের ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়। ২৪ বছর বয়সি ব্যাবির ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ছাপিয়ে গিয়েছে ১ লক্ষ ১০ হাজার। ব্রাজিলের সাও পাওলো শহরের বাসিন্দা ব্যাবির কাজ হল স্ত্রীর ভূমিকায় পুরুষদের সঙ্গ দেওয়া। যদি কোনও পুরুষ তাঁর সঙ্গ চান, তিনি সানন্দে রাজি। তবে প্রতি বার তাঁকে স্ত্রী হিসেবে ভাড়া করতে গেলে দিতে হবে ৩০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ২৪ লক্ষ ৯০ হাজার টাকা।
তাঁর কথায়, ‘‘আমি সেই কাজগুলিই ভালবেসে করি, যেগুলি করতে সাধারণত নারাজ হন স্ত্রীরা। যেমন স্বামীদের সঙ্গে টিভিতে ফুটবল দেখা, স্বামীর পছন্দের টিভি চ্যানেল দেখা-এ সবে আমার কোনও আপত্তি নেই। কোনও অভিযোগ অনুযোগ ছাড়াই করব এগুলো।’’
advertisement
পুরুষরা সাধারণত তাঁকে ১২ ঘণ্টা বা ২৪ ঘণ্টার জন্য ভাড়া করেন। অভিজ্ঞতা বলছে কেউ মন খুলে কথা বলেন। আবার অনেকেই বলতে চান না গোপন কথা। ব্যাবির উপলব্ধি, সংসার থাকলেও একাকিত্বে কষ্ট পান বিবাহিত পুরুষরা।
advertisement
ব্যাবির স্বাধীনচেতা মনোভাবে খুশি পুরুষরা। কেউ কেউ বিস্মিত এটা দেখে যে ব্যাবি গাড়ির টায়ারও পাল্টাতে পারেন। তবে কোনও পুরুষেরই বাড়িতে যান না এই তরুণী। তাঁদের এই সঙ্গসুখ চলে শুধুমাত্র অনলাইনে। অনলাইনেই চলে সিনেমা দেখা, ফুটবল উপভোগ করা বা দীর্ঘ ক্ষণ গল্প করা।
চিরকাল অবশ্যই ভাড়া করা বউ হয়ে থাকতে চান না তিনি। একদিন তিনিও বিয়ে করে থিতু হবেন সংসারে। তবে যত দিন না মনের মানুষকে পাচ্ছেন তত দিন অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়েই বুঝতে চান পুরুষদের ভাল লাগা মন্দ লাগা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 3:45 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Surrogate Wife: প্রতি বার পারিশ্রমিক ২৫ লক্ষ টাকা! পুরুষদের ‘ভাড়া করা বউ’ হয়ে কোটিপতি এই তরুণী মডেল