Blouse Design Tips|| মেদবহুল হাত নিয়ে বিব্রত? 'এই' ডিজাইনের ব্লাউজ পরুন, স্লিম দেখাবেই

Last Updated:

Blouse design tips: যাঁদের হাত মোটা, মেদ বহুল, তাঁদের এমন ডিজাইন বেছে নিতে হয় যাতে পাতলা দেখায়।

কলকাতাঃ বাজার থেকে যত দামি শাড়িই কেনা হোক না কেন, তার সঙ্গে মানানসই ব্লাউজও চাই। না হলে সাজটাই মাটি। তাই শাড়ি কেনার পরই মাথায় ঘোরে, কোন রঙের বা ডিজাইনের ব্লাউজ কিনলে এর সঙ্গে ভাল মানাবে! ব্লাউজের ডিজাইন বাছার সময়েও খুব সতর্ক থাকতে হয়। কারণ যাঁদের বাহু মোটা তাঁদের এমন ডিজাইন বেছে নিতে হয় যাতে পাতলা দেখায়।
অনেকে বলেন, ব্লাউজে ভাল ফিটিং পেতে এবং মোটা বাহু লুকনোর জন্য ব্লাউজের হাতা সেলাই করে নিতে হয়। যাই হোক, এখানে কিছু ব্লাউজের ডিজাইনের হালহদিশ দেওয়া হল। এগুলো পরলে বাহু স্লিম দেখাবে সন্দেহ নেই।
আরও পড়ুনঃ কিছুতেই ওজন কমছে না? ফলেই লুকিয়ে বিপদ! খাওয়ার সময় 'এই' ৫ ভুল করছেন না তো?
ফুল হাতা ব্লাউজ ডিজাইন: বলিউড অভিনেত্রী বিদ্যা বালনকে বহুবার ফুল স্লিভ ব্লাউজে দেখা গিয়েছে। বাহু মোটা হলে ফুল স্লিভে চর্বি কম দেখায়। সম্ভব হলে গাঢ় রঙ বেছে নিতে হবে। কালো ব্লাউজ সব রঙ এবং প্যাটার্নের শাড়ির সঙ্গে ভাল মানায়। শুধু তাই নয়, এই রঙ হাতের চর্বি লুকিয়ে রাখতেও সাহায্য করে। হাত দেখায় স্লিম। এছাড়াও মনে রাখতে হবে, হাতা ফিটিং না হলেও হাত মোটা দেখাতে পারে।
advertisement
advertisement
ঝিলমিল হাতা ব্লাউজ ডিজাইন: বাহু রোগা দেখাবে না কি মোটা সেটা নির্ভর করে ব্লাউজের কাপড়ের উপর। এর জন্য উজ্জ্বল বা স্ট্রেচেবল ফ্যাব্রিক ব্যবহার করা উচিত। নেট, ভেলভেট বা সিমার লুকের ফ্যাব্রিকের ব্লাউজ তৈরি করা যায়। এই ধরনের কাপড়ে হাত আরও স্লিম দেখায়। শুধু তাই নয়, এগুলোর ফিটিংও খুব ভাল। এছাড়া ফুল স্লিভ ব্লাউজে প্লেট লাগানো যায়। এতেও হাতের মেদ লুকনো যাবে, বাহু দেখাবে স্লিম।
advertisement
থ্রি ফোর্থ সাইজের হাতা ডিজাইন: থ্রি ফোর্থ সাইজের হাতাওলা ব্লাউজ দেখতে খুব সুন্দর। বাহুর অতিরিক্ত চর্বিও এই হাতার নকশায় লুকিয়ে ফেলা যায়। কেউ যদি প্রিন্টেড ব্লাউজ সেলাই করেন তাহলে হাতা তৈরিতে প্রিন্টেড নেট ফ্যাব্রিক ব্যবহার করতে পারেন। এতেও মোটা বাহু স্লিম দেখায়। ভারি ও হালকা উভয় শাড়িতেই ব্লাউজের হাতা তিন-চতুর্থাংশ রাখা যায়। এই ধরনের ডিজাইনের ব্লাউজ দুই ধরনের শাড়ির সঙ্গেই ভাল মানায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blouse Design Tips|| মেদবহুল হাত নিয়ে বিব্রত? 'এই' ডিজাইনের ব্লাউজ পরুন, স্লিম দেখাবেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement