Blouse Design: ছোট গলা ব্লাউজ খুঁজছেন? বিয়ে বাড়ি মাতাতে আপনার হাতে এখন দারুণ হাতিয়ার
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Blouse Design: পিক নেকের কারণে অনেক সময়ই ঠিকঠাক ব্লাউজ ডিজাইন বেছে নিতে পারেন না অনেকেই।
নয়াদিল্লি: নিজেকে স্টাইলিশ দেখাতে কে না চায়। এর জন্য হাজার রকমের ফ্যাশন এক্সপেরিমেন্টও করেন অনেকেই। কিন্তু ফ্যাশন ট্রেন্ডও প্রতিদিন পরিবর্তন হচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে চলাটাও জরুরি। শরীরের ধরন এবং স্টাইল সেন্স অনুযায়ীই পোশাক পরা উচিত। তাহলেই সুন্দর দেখাবে।
পিক নেকের কারণে অনেক সময়ই ঠিকঠাক ব্লাউজ ডিজাইন বেছে নিতে পারেন না অনেকেই। বিভ্রান্ত হয়ে ভুল স্টাইলিং করেন। তাই শাড়ির জন্য এখানে কিছু ব্লাউজ নেকলাইন ডিজাইনের হদিশ দেওয়া হল। যেগুলো গলা অনুযায়ী নিখুঁত দেখাবে।
ভি নেক নেকলাইন ডিজাইন: এই ধরনের নেকলাইন ডিজাইনের ব্লাউজে ঘাড়ে অনেকটা জায়গা থাকে। এর ফলে ঘাড় লম্বা দেখাবে। লুকও হবে আকর্ষণীয়। এর সঙ্গে গলায় চোকার পরা যায়। কানে বড় আকারের স্টাড দুল। ব্যক্তিত্ব সুন্দরভাবে ফুটে উঠবে।
advertisement
advertisement
সুইটহার্ট নেকলাইন ডিজাইন: এই ধরনের ডিজাইনার ব্লাউজ পরলে সামনের জনের দৃষ্টি ঘাড় থেকে নেকলাইনের দিকে সরে যাবে। গলার চারপাশে থাকবে পর্যাপ্ত জায়গা। ফলে চেহারা সুন্দর দেখাবে। চেহারায় জমক আনতে ঘাড় খোলা রাখাই ভাল। আর শুধু কানে থাকুক ভারী দুল। আর কিছু নয়।
advertisement
অফ শোল্ডার নেকলাইন ডিজাইন: জমকালো শাড়ির সঙ্গে এই ধরনের নেকলাইন ডিজাইন খুব ভাল মানায়। চেহারায় আলাদা মাত্রা যোগ করে। এছাড়া ঘাড় খালি রাখতে হবে, যাতে নেকলাইন সুন্দর দেখায়। চুল খোলা থাক। গলায় থাক চোকার আর কানে বড় দুল। ব্লাউজ পুরো হাতা হলেই ভাল, চেহারা সুন্দর দেখাবে।
কি হোল নেকলাইন ডিজাইন: ব্লাউজের সামনের দিকটা খোলা না রেখে শুধু একটা কি হোল তৈরি করে দেওয়া হয়। এটা শুধু দেখতেই সুন্দর তাই নয়, ট্রেন্ডিও। যাঁরা পুরোপুরি ঢাকা ব্লাউজ পরতে পছন্দ করেন না তাঁদের জন্য এই ডিজাইন আদর্শ। এর সঙ্গে কানে বড় স্টাড পরা যেতে পারে। চুলে হালকা খোঁপা।
advertisement
ইলিউশন নেক: এই ধরনের ডিজাইন ইদানীং ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে ব্লাউজ এবং এথনিক গাউনে খুব দেখা যাচ্ছে। এর নেকলাইনটা ফ্যাব্রিকে ঢাকা। ফলে বোল্ড লুক এনে দেয়। বিয়ে বাড়িতে এই ধরনের ডিজাইন অনায়াসে পরা যায়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 6:23 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blouse Design: ছোট গলা ব্লাউজ খুঁজছেন? বিয়ে বাড়ি মাতাতে আপনার হাতে এখন দারুণ হাতিয়ার