Bishnupur Tourism: পাথরের স্থাপত্যে ইতিহাসের ছন্দ, মল্লরাজাদের নগরী বিষ্ণুপুর যেন প্রাচীন রোমান সভ্যতা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bishnupur Tourism: মল্লরাজ দরবার ঘেরা ছিল জল দিয়ে। রাজদরবারে প্রবেশ করার মুখ্য এক বিরাট দরজা আজও বিদ্যমান।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: মল্লরাজ দরবার ঘেরা ছিল জল দিয়ে। রাজদরবারে প্রবেশপথে এক বিরাট দরজা আজও আছে বিষ্ণুপুর শহরে। যার নাম গড় দরজা। প্রতি বছর দেশ বিদেশের মানুষ আসেন এই গড় দরজা দেখতে। অসাধারণ নির্মাণশৈলী, দেখলে মনে হবে যেন কোনও “রোমান আর্কিটেকচার”।মল্লভূম রাজদরবার প্রাঙ্গণের প্রধান প্রবেশপথেই মাকড়া পাথরের তৈরিএই দুর্গ-সদৃশ তোরণ দাঁড়িয়ে আছে অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে।
এক চন্দননগরের পর্যটক বলেন, ” বিষ্ণুপুরে এত সুন্দর টেরাকোটার মন্দির এবং স্থাপত্য দেখতে পাব সেটা আশা করিনি। খুবই ভাল লাগছে এসে। এই পাথরের দরজার ঠিক কিছুটা আগেই আর একটা দরজা আছে, যার নাম গড় দরজা। এই পুরো এলাকাটা জলপূর্ণ পরিখা ও ছোট টিলা দিয়ে ঘেরা ছিল বলে জানা যায়, যার কিছুটা এখনও দেখা যায় আজও।’’ এছাড়াও কথিত, সৈন্যরা প্রবেশতোরণ রক্ষা করত যাতে বহিরাগত শত্রুরা সহজেই প্রবেশ করতে না পারে।
advertisement
আরও পড়ুন : মল্লরাজাদের শহরে প্রাচীন ইতিহাস ঘিরে সবুজ গালিচা…শীতের নরম রোদে আসুন বীর হাম্বীর উদ্যানে
মল্লরাজ বীরসিংহ এই পাথর দরজা নির্মাণ করান। এখনও বিষ্ণুপুর রাজদরবার প্রাঙ্গণের অবশিষ্ট স্থাপত্যের মধ্যে অন্যতম এই তোরণ বিষ্ণুপুর শহরের এক বিশেষ আকর্ষণ। বাঁকুড়ার মন্দিরনগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির। এই মন্দিরগুলি দেখলে আপনার চোখ কপালে উঠবে।
advertisement
advertisement
এক একটা মন্দির যেন চোখধাঁধাঁনো স্থাপত্য! গড় দরজা সেগুলির অন্যতম। শুধুমাত্র এই রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশিদেরও আনাগোনা লেগে থাকে রাজ্যের এই মন্দিরনগরীতে, গোটা বছরই।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2025 10:05 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bishnupur Tourism: পাথরের স্থাপত্যে ইতিহাসের ছন্দ, মল্লরাজাদের নগরী বিষ্ণুপুর যেন প্রাচীন রোমান সভ্যতা