Bishnupur Tourism: মল্লরাজাদের শহরে প্রাচীন ইতিহাস ঘিরে সবুজ গালিচা...শীতের নরম রোদে আসুন বীর হাম্বীর উদ্যানে

Last Updated:
Bishnupur Tourism: লাল মাটির জেলায় ঘুরে দেখার আরেক দুর্দান্ত জায়গা। মিস করবেন না কিন্তু।
1/6
ঘুরে আসুন মহারাজা বীর হাম্বীর উদ্যান থেকে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে পাবেন এই উদ্যানটি।
ঘুরে আসুন মহারাজা বীর হাম্বির উদ্যান থেকে। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে পাবেন এই উদ্যানটি।
advertisement
2/6
একদম বিনা পয়সায় ঢুকতে পারবেন এই উদ্যানে। দুর্দান্ত একটা জায়গা ঘুরে দেখুন শীতকালে।
একদম বিনামূল্যে ঘুরতে পারবেন এই উদ্যানে। দুর্দান্ত একটা জায়গা ঘুরে দেখুন শীতকালে।
advertisement
3/6
এই উদ্যানের ভিতরে পেয়ে যাবেন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং তুলসী মঞ্চ ও নাটমঞ্চ।
এই উদ্যানের ভিতরে পেয়ে যাবেন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং তুলসী মঞ্চ ও নাট মঞ্চ।
advertisement
4/6
এটি ভারত সরকার দ্বারা সংরক্ষিত একটি পুরাতাত্তিক স্তম্ভ। দেখলে অবাক হয়ে যাবেন আপনি। রয়েছে বিষ্ণুপুর শহরের জোরবাংলা মন্দিরের পাশে।
এটি ভারত সরকার দ্বারা সংরক্ষিত একটি পুরাতাত্ত্বিক স্তম্ভ। দেখলে অবাক হয়ে যাবেন আপনি রয়েছে বিষ্ণুপুর শহরের জোড়বাংলা মন্দিরের পাশে।
advertisement
5/6
ভিতরেই রয়েছে একটি ছোট্ট পার্ক। যেখানে খেলা করে শিশুরা। এবং ছবি আঁকেন কলা প্রেমীরা।
ভিতরেই রয়েছে একটি ছোট্ট পার্ক। যেখানে খেলা করে শিশুরা। ছবি আঁকেন কলা প্রেমীরা।
advertisement
6/6
আসুন! এসে কাটিয়ে যান লাল শিল্পের শহর বিষ্ণুপুরে। ঘুরতে ভুলবেন না মহারাজা বীর হাম্বির উদ্যান।
আসুন! এসে কাটিয়ে যান লাল শিল্পের শহর বিষ্ণুপুর। ঘুরতে ভুলবেন না মহারাজা বীর হাম্বির উদ্যান।
advertisement
advertisement
advertisement