এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ উদ্যোক্তারা! কোনটা ছেড়ে কোনটা দেখবেন? রইল শিলিগুড়ির সেরা কালীপুজোর তালিকা

Last Updated:
Kali Puja 2025 : শিলিগুড়িতে থিমের টেক্কা দেখার মতো। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনও উদ্যোক্তা। মানুষ ছেড়ে বুঝে উঠতে পারছেন না কোনটা ছেড়ে কোনটা দেখবেন। রইল তালিকা।
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ি এবার কালীপুজোয় যেন নতুনত্বের ছোঁয়া পেয়েছে। শহরের বিভিন্ন ক্লাব তাদের মণ্ডপে অভিনব থিম ও সৃজনশীলতার সংমিশ্রণ দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করার প্রস্তুতি নিয়েছে। তরুণ সংঘের ৭১তম বর্ষে তৈরি করা কাল্পনিক শিব মন্দির দর্শককে মায়াবী ভ্রমণে নিয়ে যাবে। এলিট স্পোর্টিং ক্লাবের ৪৬তম বর্ষের মৃন্ময়ী থিম এবং মুনলাইট ক্লাবের স্টিলের থালা, বাটি ও গ্লাস দিয়ে সাজানো প্যান্ডেলও দৃষ্টি আকর্ষণ করবে দর্শনার্থীদের।
শিলিগুড়ি এবার কালীপুজোয় যেন নতুনত্বের ছোঁয়া পেয়েছে। শহরের বিভিন্ন ক্লাব তাদের মণ্ডপে অভিনব থিম ও সৃজনশীলতার সংমিশ্রণ দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করার প্রস্তুতি নিয়েছে। তরুণ সংঘের ৭১তম বর্ষে তৈরি করা কাল্পনিক শিব মন্দির দর্শককে মায়াবী ভ্রমণে নিয়ে যাবে। এলিট স্পোর্টিং ক্লাবের ৪৬তম বর্ষের মৃন্ময়ী থিম এবং মুনলাইট ক্লাবের স্টিলের থালা, বাটি ও গ্লাস দিয়ে সাজানো প্যান্ডেলও দৃষ্টি আকর্ষণ করবে দর্শনার্থীদের। <strong>(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)</strong>
advertisement
2/5
নেতাজি মেমোরিয়াল ক্লাব কালী পুজো কমিটি এবার বড়মাকে বেনারসের আঙ্গিকে উপস্থাপন করছে। হায়দার পাড়া যুব সংঘের স্বপ্নের বদলে সিলেবাস থিম, শরৎচন্দ্রপল্লী ইউনাইটেড ক্লাবের শিব ও শক্তির ছোট্ট রূপ, তরুণ অ্যাথলেটিক ক্লাবের ৪০ ফুট উচ্চতার বামা কালী— সবই দর্শককে অবাক করার মতো। জিটিএস ক্লাবের কালচক্র, বাবুপাড়া বয়েজ ক্লাবের স্বস্তিক চিহ্নে মণ্ডপ সজ্জা এবং আমরা সবাই স্পোর্টিং ক্লাবের প্রকৃতির কোলে অঙ্গীকার ও রনচন্ডী রূপে মা—সবই একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
নেতাজি মেমোরিয়াল ক্লাব কালী পুজো কমিটি এবার বড়মাকে বেনারসের আঙ্গিকে উপস্থাপন করছে। হায়দার পাড়া যুব সংঘের স্বপ্নের বদলে সিলেবাস থিম, শরৎচন্দ্রপল্লী ইউনাইটেড ক্লাবের শিব ও শক্তির ছোট্ট রূপ, তরুণ অ্যাথলেটিক ক্লাবের ৪০ ফুট উচ্চতার বামা কালী - সবই দর্শককে অবাক করার মতো। জিটিএস ক্লাবের কালচক্র, বাবুপাড়া বয়েজ ক্লাবের স্বস্তিক চিহ্নে মণ্ডপ সজ্জা এবং আমরা সবাই স্পোর্টিং ক্লাবের প্রকৃতির কোলে অঙ্গীকার ও রণচন্ডী রূপে মা - সবই একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
advertisement
3/5
নেতাজি সুভাষ পোর্টিং ক্লাব ও আলোক সংঘের মা শ্যামা সুন্দরী থিম, চিত্রকুটি অ্যাথলেটিভ ক্লাবের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, মহামায়া স্পোর্টিং ক্লাবের উত্তরের বড়মা, শিলিগুড়ি সন্ধানীর উত্তরবঙ্গের প্রথম লেজার শো, ইয়ুথ ক্লাবের সবুজের অভিযান এবং পালপাড়া মিলন গোষ্ঠীর মা আসছে কন্যা রূপ—সবই উৎসবের জাদু বাড়িয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
নেতাজি সুভাষ পোর্টিং ক্লাব ও আলোক সংঘের মা শ্যামা সুন্দরী থিম, চিত্রকুটি অ্যাথলেটিভ ক্লাবের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, মহামায়া স্পোর্টিং ক্লাবের উত্তরের বড়মা, শিলিগুড়ি সন্ধানীর উত্তরবঙ্গের প্রথম লেজার শো, ইয়ুথ ক্লাবের সবুজের অভিযান এবং পালপাড়া মিলন গোষ্ঠীর মা আসছে কন্যা রূপ - সবই উৎসবের জাদু বাড়িয়েছে।
advertisement
4/5
নিউ বয়েজ ক্লাবের ৩৫ ফুটের রামলালার বেশে মা কাল ভৈরবী, দক্ষিণ ভারত নগর স্পোর্টিং ক্লাবের ১৮ ফুটের বড়মা, নবজাগৃতি সংঘের আলো ও ছবি দ্বারা মহা কুম্ভ দর্শন, চয়ন পাড়া বাজার শ্যামা পুজো কমিটির অঘোরী বাবা ও বেনারসের শ্মশান, রয়েল স্পোর্টিং ক্লাবের কেদারনাথ মন্দির, সংহতি ক্লাবের রাজবাড়ী, ইউনিটি বয়েজের লোকশিল্পে মহামায়া এবং ভারত নগর তুফানি সংঘের থাইল্যান্ডের বিখ্যাত কালী প্রতিমার আদলে প্রতিমা—সবই কল্পনা ও বাস্তবতার এক অনন্য সংমিশ্রণ। শেষ পর্যন্ত শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট কালী পুজো কমিটি শহরের ৪০তম বর্ষের ইন্ডিয়ান আর্মি থিম উপস্থাপন করছে, যা বিশেষভাবে দর্শকের মন জয় করবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
নিউ বয়েজ ক্লাবের ৩৫ ফুটের রামলালার বেশে মা কাল ভৈরবী, দক্ষিণ ভারত নগর স্পোর্টিং ক্লাবের ১৮ ফুটের বড়মা, নবজাগৃতি সংঘের আলো ও ছবি দ্বারা মহা কুম্ভ দর্শন, চয়ন পাড়া বাজার শ্যামা পুজো কমিটির অঘোরী বাবা ও বেনারসের শ্মশান, রয়েল স্পোর্টিং ক্লাবের কেদারনাথ মন্দির, সংহতি ক্লাবের রাজবাড়ি, ইউনিটি বয়েজের লোকশিল্পে মহামায়া এবং ভারত নগর তুফানি সংঘের থাইল্যান্ডের বিখ্যাত কালী প্রতিমার আদলে প্রতিমা -সবই কল্পনা ও বাস্তবতার এক অনন্য সংমিশ্রণ। শেষ পর্যন্ত শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট কালী পুজো কমিটি শহরের ৪০তম বর্ষের ইন্ডিয়ান আর্মি থিম উপস্থাপন করছে, যা বিশেষভাবে দর্শকের মন জয় করবে।
advertisement
5/5
এবছর থিম ও সৃজনশীলতার সমন্বয় সত্যিই চমকপ্রদ।” শিলিগুড়ির কালীপুজো ২০২৫ কেবল ভক্তির উৎসব নয়, এটি স্থানীয় শিল্প ও ক্লাবগুলোর প্রতিভার স্বীকৃতি ও সৃজনশীলতার এক উজ্জ্বল মঞ্চ হয়ে উঠেছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এবছর থিম ও সৃজনশীলতার সমন্বয় সত্যিই চমকপ্রদ।” শিলিগুড়ির কালীপুজো ২০২৫ কেবল ভক্তির উৎসব নয়, এটি স্থানীয় শিল্প ও ক্লাবগুলোর প্রতিভার স্বীকৃতি ও সৃজনশীলতার এক উজ্জ্বল মঞ্চ হয়ে উঠেছে। <strong>(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)</strong>
advertisement
advertisement
advertisement