সাত হাজারের ভাড়া বেড়ে ২৭ হাজার! কালীপুজোয় কলকাতায় আসার বিমানে উঠতে গিয়ে চোখে সর্ষেফুল মধ্যবিত্তের

Last Updated:
উৎসবের মরসুমে কোনও ভাবেই বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে না বেরিয়ে যায় সেই দিক নিশ্চিত করতে হবে। তার জন্য বিভিন্ন বিমান সংস্থাকে উড়ানের সংখ্যা বৃদ্ধি করতে বলা হয়েছিল। কিন্তু, বাস্তবে দেখা গেল সবটাই খাতায় কলমে।
1/7
প্রতীকী ছবি।
সামনেই কালীপুজো এবং দীপাবলি আর তার জেরেই ফের লাগামছাড়া বিমানের ভাড়া। অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ কিছুদিন আগেই নির্দেশ দিয়েছিল উৎসবের মরসুমে কোনও ভাবেই বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে না বেরিয়ে যায় সেই দিক নিশ্চিত করতে হবে।
advertisement
2/7
 তার জন্য বিভিন্ন বিমান সংস্থাকে উড়ানের সংখ্যা বৃদ্ধি করতে বলা হয়েছিল। কিন্তু, বাস্তবে দেখা গেল সবটাই খাতায় কলমে।
তার জন্য বিভিন্ন বিমান সংস্থাকে উড়ানের সংখ্যা বৃদ্ধি করতে বলা হয়েছিল। কিন্তু, বাস্তবে দেখা গেল সবটাই খাতায় কলমে।
advertisement
3/7
Air India to Suspend Delhi Washington DC Flights from September 1 2025 Here is the Real Reason এয়ার ইন্ডিয়া ১ সেপ্টেম্বর থেকে দিল্লি-ওয়াশিংটন ডিসি ফ্লাইট পরিষেবা বন্ধ করতে চলেছে, সোমবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা।
কালীপুজোর মুখে কলকাতায় আসার বিমানভাড়া আকাশ ছুঁয়েছে। আগে যেখানে মুম্বই থেকে কলকাতায় আসার বিমানভাড়া সাত থেকে আট হাজার লাগত, এখন তাই বেড়ে হয়ে গিয়েছে ২৭ হাজার টাকা।
advertisement
4/7
 বেঙ্গালুরু, দিল্লির মতো শহর থেকেও কলকাতায় আসার ভাড়াও বেড়েছে বহুগুণ। যারা কলকাতা থেকে বাইরে থাকেন উৎসবের মরসুমে কলকাতায় ফিরে রীতিমত মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের।
বেঙ্গালুরু, দিল্লির মতো শহর থেকেও কলকাতায় আসার ভাড়াও বেড়েছে বহুগুণ। যারা কলকাতা থেকে বাইরে থাকেন উৎসবের মরসুমে কলকাতায় ফিরে রীতিমত মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের।
advertisement
5/7
সকাল ৮:১৫-র দিকে যাত্রীরা কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তাঁদের ফ্লাইটে তাঁদের আসন কেন দেখা যাচ্ছে না, কিন্তু কোনও বিমান সংস্থার কর্মীই কোনও সন্তোষজনক উত্তর দেননি। ভুজ বিমানবন্দরের পরিচালক অনুরাগ বৈষ্ণব বলেন, এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করেছিল। যদিও তাতে কেবল কয়েকজন মাত্র যাত্রীই স্বস্তি পেয়েছিলেন। একজন যাত্রী টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে তিনি সময়মতো পৌঁছেছিলেন। তিনি ওয়েব চেক-ইন করেছিলেন, তবুও বিমানবন্দর কাউন্টার থেকে তাঁকে আসন দেওয়া হয়নি। তিনি আরও বলেন, তাঁর ২ বছরের ছেলে এবং স্ত্রীও সঙ্গে ছিলেন। তাঁর ভাই এবং ভগ্নীপতি অন্য ফ্লাইটে আসন পেয়েছিলেন, কিন্তু তাঁরা পাননি। পরে কর্মীরা জানান যে মুম্বই থেকে A321-এর পরিবর্তে একটি ছোট A320 বিমান এসেছে, যার আসন সংখ্যা কম ছিল। (Representative/File Image)
আগামী সোমবার কালীপুজো তার আগেই রয়েছে শনি এবং রবিবার। এবং কালীপুজোর পরেই রয়েছে ভাইফোঁটা ফলে বাইরে থেকেই অনেকেই ছুটি কাটাতে আসছেন। বিশেষ করে, যারা দুর্গাপুজোর সময় শহর কলকাতায় ফিরতে পারেননি তারা বেছে নিয়েছেন এই সময়টা।কিন্তু, মুম্বই থেকে কলকাতায় বৃহস্পতিবার বিমানভাড়া ছিল ২৭ হাজার টাকা!
advertisement
6/7
যাত্রী নিরাপত্তা ইতিমধ্যেই পড়েছে প্রশ্নের মুখে। এবার পরিষেবার দিক থেকেও যাত্রীদের হতাশ করল এয়ার ইন্ডিয়া। বিমানের বদলে বসিয়ে দিল গাড়িতে! ভুজ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বড় যাত্রী পরিষেবা সংক্রান্ত ত্রুটি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে যে, শনিবার সকালে কিছু যাত্রী খুশি মনে বিমানবন্দরে পৌঁছেছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাঁদের আনন্দ হতাশায় পরিণত হয়েছিল। আসলে, টিকিট থাকা সত্ত্বেও বিমান সংস্থা বোর্ডিং পাস দেয়নি। আবার যাঁদের বোর্ডিং পাস দেওয়া হয়েছিল, তাঁরাও আসন পাননি। (Representative/File Image)
বেঙ্গালুরু থেকে কলকাতায় আসার বিমানভাড়া সাধারণভাবে সাত থেকে আট হাজার টাকা খরচ হওয়ার কথা। বৃহস্পতিবার সেই টিকিটের দাম সাড়ে ১৫ হাজার টাকা।
advertisement
7/7
 শনিবার সাড়ে ১৮ হাজার টাকা। যদিও কলকাতা থেকে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু যাওয়ার বিমানভাড়া একই রয়েছে।
শনিবার সাড়ে ১৮ হাজার টাকা। যদিও কলকাতা থেকে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু যাওয়ার বিমানভাড়া একই রয়েছে।
advertisement
advertisement
advertisement