Difference between Biryani and Pulao: বিরিয়ানি ও পোলাওয়ের পার্থক্য কোথায়? জেনে নিন উৎসবে এলাহি ভোজের আগেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Difference between Biryani and Pulao: মূল উপকরণ চাল এবং মাংস হলেও পার্থক্য আছে। স্বাদে তো বটেই। উৎপত্তি এবং নামকরণেও আছে তফাৎ৷
পুজোর মরশুম মানেই এলাহি ভোজ। অধিকাংশ বাঙালি হেঁসেলে এই ক’দিন বিরিয়ানি পোলাও-এর দাপট চলবে। এই দু’টি খাবারের মূল উপকরণ চাল এবং মাংস হলেও পার্থক্য আছে। স্বাদে তো বটেই। উৎপত্তি এবং নামকরণেও আছে তফাৎ৷
বিরিয়ানির জন্মস্থান নিয়ে মতবিরোধ আছে৷ তবে অধিকাংশ বিশেষজ্ঞের মতে পারস্যেই প্রথম খাওয়ার চল ছিল বিরিয়ানির৷ তবে অভিজাত মহলে নয়৷ বরং চালে মাংসে মশলায় জারিত এই ওয়ান পট ছিল কর্মীশ্রেণীর খাবার৷ সাধারণত একসঙ্গে অনেকের খাবার তৈরির সময় বিরিয়ানি রাঁধা হত৷ সেনাবাহিনী বা নির্মাণকার্যের শ্রমিকদের জন্য তৈরি করা হত এই খাবার৷ ঢিমে আঁচে বহু ক্ষণ ধরে রান্না হত৷
advertisement
নামী রন্ধনশিল্পী পরীক্ষিৎ যোশি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিরিয়ানিতে রান্নার আগে মূল উপকরণগুলিকে ভেজে নেওয়া হত ঘিয়ে৷ প্রাচীন পারসিক ভাষায় বিরিয়ান শব্দের মানে রান্নার আগে ভেজে নেওয়া৷ ঘিয়ে ভাজার পর স্তরে স্তরে সব উপকরণ সাজিয়ে দমে রান্না হত বিরিয়ানি৷ পেঁয়াজভাজা বা বিরিস্তা-র সঙ্গেও এর সম্পর্ক আছে বলে ধারণা বিশেষজ্ঞদের৷
advertisement
বিরিয়ানির নামকরণের সঙ্গেও আছে অন্যমত৷ অন্যান্য সূত্রের মতে পারসিক ভাষায় বিরিঞ্জ শব্দের অর্থ ছিল ভাত৷ সেখান থেকেই হয়েছে নামকরণ৷ অন্যদিকে পোলাও-য়ের নামকরণও হয়েছে উপকরণ থেকেই৷ সংস্কৃত ভাষায় পল শব্দের অর্থ মাংস৷ অন্ন হল ভাত৷ দুই মিলিয়ে হল পলান্ন বা পোলাও৷ অর্থাৎ প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে চাল ও মাংস মিলিয়ে রান্না ও খাওয়ার চল ছিল৷ এখন প্রায় সর্বত্র পোলাও মাংসহীন হলেও উৎপত্তিগত দিক থেকে চালের সঙ্গেই মাংস থাকা বাঞ্ছনীয়৷ অর্থাৎ বিরিয়ানি ও পোলাও দু’টি পদেই আদতে চাল ও মাংস থাকবে একসঙ্গে৷
advertisement
মুম্বইয়ের আরও এক রন্ধন বিশেষজ্ঞ অজয় ঠাকুরের মতে, ‘‘বিরিয়ানির তুলনায় পোলাও রান্নার পদ্ধতি সহজ৷ মশলাপাতির তীব্রতাও মৃদু৷ মাংসের স্টকও গুরুত্বপূর্ণ উপকরণ৷ ইয়াখনি পোলাও রাঁধা হয় মাটন স্টক দিয়ে৷ ঢিমে আঁচে বা দমপুখত-এ৷’’ অজয় আরও বলেন যে ভাত ও মাংস স্তরে স্তরে সাজিয়ে মশলা সহযোগে রান্না হয় বিরিয়ানিতে৷ পোলাওতে কিন্তু স্তরীভূত করে কিছু সাজানো হয় না৷ আংশিক রান্না হওয়া চাল দমে তৈরি হয় বিরিয়ানিতে৷ সেখানে জলের ভূমিকা কম৷ পাশাপাশি বিরিয়ানিতে অনেক ক্ষেত্রেই টকদই ব্যবহার করা হয় উপকরণে৷ পোলাওতে সাধারণত টকদই দেওয়া হয় না৷ তাই চাল ও মাংস মূল উপকরণ হলেও অন্যান্য উপকরণের ভিন্নতা এবং রন্ধনপ্রণালীর পার্থক্যের জন্য তফাৎ আসে স্বাদ, চেহারা, বর্ণ ও গন্ধে৷
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 6:10 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Difference between Biryani and Pulao: বিরিয়ানি ও পোলাওয়ের পার্থক্য কোথায়? জেনে নিন উৎসবে এলাহি ভোজের আগেই