Difference between Biryani and Pulao: বিরিয়ানি ও পোলাওয়ের পার্থক্য কোথায়? জেনে নিন উৎসবে এলাহি ভোজের আগেই

Last Updated:

Difference between Biryani and Pulao: মূল উপকরণ চাল এবং মাংস হলেও পার্থক্য আছে। স্বাদে তো বটেই। উ‍ৎপত্তি এবং নামকরণেও আছে তফাৎ৷

মূল উপকরণ চাল এবং মাংস হলেও পার্থক্য আছে।
মূল উপকরণ চাল এবং মাংস হলেও পার্থক্য আছে।
পুজোর মরশুম মানেই এলাহি ভোজ। অধিকাংশ বাঙালি হেঁসেলে এই ক’দিন বিরিয়ানি পোলাও-এর দাপট চলবে। এই দু’টি খাবারের মূল উপকরণ চাল এবং মাংস হলেও পার্থক্য আছে। স্বাদে তো বটেই। উ‍ৎপত্তি এবং নামকরণেও আছে তফাৎ৷
বিরিয়ানির জন্মস্থান নিয়ে মতবিরোধ আছে৷ তবে অধিকাংশ বিশেষজ্ঞের মতে পারস্যেই প্রথম খাওয়ার চল ছিল বিরিয়ানির৷ তবে অভিজাত মহলে নয়৷ বরং চালে মাংসে মশলায় জারিত এই ওয়ান পট ছিল কর্মীশ্রেণীর খাবার৷ সাধারণত একসঙ্গে অনেকের খাবার তৈরির সময় বিরিয়ানি রাঁধা হত৷ সেনাবাহিনী বা নির্মাণকার্যের শ্রমিকদের জন্য তৈরি করা হত এই খাবার৷ ঢিমে আঁচে বহু ক্ষণ ধরে রান্না হত৷
advertisement
নামী রন্ধনশিল্পী পরীক্ষিৎ যোশি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিরিয়ানিতে রান্নার আগে মূল উপকরণগুলিকে ভেজে নেওয়া হত ঘিয়ে৷ প্রাচীন পারসিক ভাষায় বিরিয়ান শব্দের মানে রান্নার আগে ভেজে নেওয়া৷ ঘিয়ে ভাজার পর স্তরে স্তরে সব উপকরণ সাজিয়ে দমে রান্না হত বিরিয়ানি৷ পেঁয়াজভাজা বা বিরিস্তা-র সঙ্গেও এর সম্পর্ক আছে বলে ধারণা বিশেষজ্ঞদের৷
advertisement
বিরিয়ানির নামকরণের সঙ্গেও আছে অন্যমত৷ অন্যান্য সূত্রের মতে পারসিক ভাষায় বিরিঞ্জ শব্দের অর্থ ছিল ভাত৷ সেখান থেকেই হয়েছে নামকরণ৷ অন্যদিকে পোলাও-য়ের নামকরণও হয়েছে উপকরণ থেকেই৷ সংস্কৃত ভাষায় পল শব্দের অর্থ মাংস৷ অন্ন হল ভাত৷ দুই মিলিয়ে হল পলান্ন বা পোলাও৷ অর্থাৎ প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে চাল ও মাংস মিলিয়ে রান্না ও খাওয়ার চল ছিল৷ এখন প্রায় সর্বত্র পোলাও মাংসহীন হলেও উৎপত্তিগত দিক থেকে চালের সঙ্গেই মাংস থাকা বাঞ্ছনীয়৷ অর্থাৎ বিরিয়ানি ও পোলাও দু’টি পদেই আদতে চাল ও মাংস থাকবে একসঙ্গে৷
advertisement
মুম্বইয়ের আরও এক রন্ধন বিশেষজ্ঞ অজয় ঠাকুরের মতে, ‘‘বিরিয়ানির তুলনায় পোলাও রান্নার পদ্ধতি সহজ৷ মশলাপাতির তীব্রতাও মৃদু৷ মাংসের স্টকও গুরুত্বপূর্ণ উপকরণ৷ ইয়াখনি পোলাও রাঁধা হয় মাটন স্টক দিয়ে৷ ঢিমে আঁচে বা দমপুখত-এ৷’’ অজয় আরও বলেন যে ভাত ও মাংস স্তরে স্তরে সাজিয়ে মশলা সহযোগে রান্না হয় বিরিয়ানিতে৷ পোলাওতে কিন্তু স্তরীভূত করে কিছু সাজানো হয় না৷ আংশিক রান্না হওয়া চাল দমে তৈরি হয় বিরিয়ানিতে৷ সেখানে জলের ভূমিকা কম৷ পাশাপাশি বিরিয়ানিতে অনেক ক্ষেত্রেই টকদই ব্যবহার করা হয় উপকরণে৷ পোলাওতে সাধারণত টকদই দেওয়া হয় না৷ তাই চাল ও মাংস মূল উপকরণ হলেও অন্যান্য উপকরণের ভিন্নতা এবং রন্ধনপ্রণালীর পার্থক্যের জন্য তফাৎ আসে স্বাদ, চেহারা, বর্ণ ও গন্ধে৷
advertisement
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Difference between Biryani and Pulao: বিরিয়ানি ও পোলাওয়ের পার্থক্য কোথায়? জেনে নিন উৎসবে এলাহি ভোজের আগেই
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement