Santiniketan: শান্তিনিকেতন যাচ্ছেন পৌষমেলায়? পর্যটকদের বিরাট স্বস্তি, খুলল সরকারি অতিথি নিবাস, একেবারে কম খরচে লাক্সারি থাকা-খাওয়ার ব্যবস্থা

Last Updated:

Santiniketan: বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য খুলে দেওয়া হলও 'বাউল বিতান' সরকারি অতিথি নিবাস। ইতিমধ্যেই পর্যটকেরা অনলাইনের মাধ্যমে বুকিং শুরু করে দিয়েছেন পৌষমেলা বড়দিন এবং নতুন বছরের জন্য।

বাউল বিতান
বাউল বিতান
বীরভূম, সৌভিক রায়: আর কিছুদিন পরেই বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা শুরু। আর তার আগেই বোলপুর শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য খুলে দেওয়া হলও ‘বাউল বিতান’ সরকারি অতিথি নিবাস। ইতিমধ্যেই পর্যটকেরা অনলাইনের মাধ্যমে বুকিং শুরু করে দিয়েছেন পৌষমেলা বড়দিন এবং নতুন বছরের জন্য। তবে তার মধ্যেই পৌষমেলার সময়ের সমস্ত ঘর বুক হয়ে গিয়েছে বলে জানান অতিথি নিবাসের কর্তৃপক্ষ।
এই বিষয়ে সমস্ত ব্যবস্থা নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখতে আসেন বোলপুর মহকুমাশাসক অনিমেষকান্তি মান্না-সহ প্রশাসনের অন্যান্য আধকারিকেরা। প্রসঙ্গত, বীরভূম জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বোলপুরের সিয়ান-মুলুক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিয়ান এলাকায় আনুমানিক প্রায় ১২ একর জমির উপরে ‘বাউল বিতানের’ শিলান্যাস করেন।
আরও পড়ুনঃ হাওড়া, শিয়ালদহ, মুম্বই নয়…! ২০০ গেট, ৩৬ প্ল্যাটফর্ম দিয়ে রোজ ৩০৮০০০০ মানুষের যাতায়াত, বিশ্বের ব্যস্ততম ‘এই’ স্টেশনের নাম বলুন তো?
বাউল বিতানের মধ্যে ২০ কটেজ, ১২ ঘর, সভাকক্ষ, মূল ভবনের বাইরে মুক্তমঞ্চ তৈরির কাজ শুরু হয়। প্রশাসনিক আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, এই বিতান তৈরির জন্য প্রায় কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পুরো কাজের দায়িত্বে ছিল বীরভূম জেলা পরিষদ। তবে তার মাঝে বেশ কিছু সমস্যার কারণে কাজের গতি কমে আসে বলে সূত্রের খবর। কবে কাজ শেষ হবে সেটা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। যদিও পরবর্তীতে আবার কাজ শুরু হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১০০, ২০০, ৫০০ টাকার পেট্রোল, ডিজেল ভরিয়ে ঠকছেন? পরিবর্তে ১১০, ২৩৫, ৫৯০, ৯৭৭ টাকার ভরালে অনেক লাভ? জানুন বিশেষজ্ঞের মত
প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, প্রথমে দফায় কটেজ ও ঘর মিলিয়ে মোট ১৫টি প্রস্তুত হয়। এরপরেই ২০২৪ সালের শেষের দিকে বাকি কাজ শেষ হয়। চলতি বছর এপ্রিল মাসে বাউল বিতান চালানোর জন্য পর্যটন দফতরকে হস্তান্তর করে বীরভূম জেলা পরিষদ। ইতিমধ্যেই দূর-দূরান্ত থেকে আগত পর্যটক থাকতে শুরু করেন। শুরু হয়েছে অনলাইন মাধ্যমে বুকিংও। বোলপুর মহকুমাশাসক বলেন, “যে উদ্দেশ্যে নিয়ে বাউল বিতান তৈরি করা হয়েছিল, তা আজ সফল হচ্ছে। বহু পর্যটক এতে উপকৃত হচ্ছেন।”
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Santiniketan: শান্তিনিকেতন যাচ্ছেন পৌষমেলায়? পর্যটকদের বিরাট স্বস্তি, খুলল সরকারি অতিথি নিবাস, একেবারে কম খরচে লাক্সারি থাকা-খাওয়ার ব্যবস্থা
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement