Birbhum News:পোস্ত দানা থেকে কুমড়োর বীজ, একটা চালের দানায় ছবি এঁকে তাক লাগাচ্ছেন বীরভূমের প্রাণকৃষ্ণ
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
কখনও কুমড়োর বীজ আবার কখনও খেজুরের বীজ অথবা পোস্ত দানার মধ্যে বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী
বীরভূম: ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাইক্রো আর্ট। বর্তমান প্রজন্মের অনেকেই জানেনই না এই মাইক্রো আর্ট আসলে কী! এই মাইক্রো আর্ট করেই তাক লাগাচ্ছেন বীরভূমের রামপুরহাটের বাসিন্দা প্রাণকৃষ্ণ সিমলান্দি। কুমড়োর বীজের উপর শতাব্দী রায়ের ছবি এঁকে শতাব্দী রায়ের হাতে তুলে দিতে চাইছেন এই শিল্পী। তাঁর দাবি, তিনি শতাব্দীর অন্ধভক্ত। রাজনীতিতেও এসে তিনি সমান জনপ্রিয়। তাই তাঁকে শুভেচ্ছা জানাতে এই উপহার তুলে দিতে চাইছেন তিনি। ছবি আঁকা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর সেই ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন শিল্পী, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। তবে শুধু শতাব্দী নয়, এর আগেও বিভিন্ন ঋষি মণীষী থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদদের ছবি এঁকেছেন তিনি। কখনও কুমড়োর বীজ আবার কখনও খেজুরের বীজ অথবা পোস্ত দানার মধ্যে বিভিন্ন ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী।
উল্লেখ্য, তাঁর শিল্পকর্ম দিল্লির পার্লামেন্ট, ন্যাশনাল মিউজিয়াম, রাজভবন ও মহাকরণে প্রদর্শিত হয়েছে। ম্যাজিক বুক অব রেকর্ডস তাঁকে বেস্ট মাইক্রো আর্টিস অ্যাওয়ার্ড দিয়েছে। এর আগে পোস্তর দানার উপর রবীন্দ্রনাথ ঠাকুর, মসুর ডালের উপর মা কালী, মা দুর্গা, চালের উপর প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, কুমড়োর বীজের উপর মা দুর্গা এঁকে তাক লাগিয়েছিলেন তিনি। এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছবিও এঁকেছেন।
advertisement
এর আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকেছিলেন এবং কয়েকদিন আগেই সেই ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন রামকৃষ্ণ। প্রাণকৃষ্ণ বলেন, ” আমি শতাব্দী রায়ের ভক্ত। তাঁর অভিনীত এমন কোনও সিনেমা নেই যা আমি দেখিনি। ২০০৯ সালে তিনি যখন এই বীরভূমের প্রার্থী হলেন, তখন মনে প্রশ্ন জেগেছিল, রাজনীতিতেও কী সমান জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন? পরে দেখলাম, তিনি রাজনীতিতে মানুষের জন্য কাজ করতে এসেছেন। সিনেমা জগতের পাশাপাশি রাজনীতিতেও তিনি সমান জনপ্রিয়তা লাভ করেছেন।”
advertisement
advertisement
সৌভিক রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 1:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum News:পোস্ত দানা থেকে কুমড়োর বীজ, একটা চালের দানায় ছবি এঁকে তাক লাগাচ্ছেন বীরভূমের প্রাণকৃষ্ণ