Shantiniketan Tourism: ফুলের হাসি বাঁধ ভেঙেছে...শান্তিনিকেতনে বেড়াতে গেলে এই দখিনা বাতাসের ঠিকানায় যেতে ভুলবেন না

Last Updated:

Shantiniketan Tourism: কয়েক শতাধিক ফুলের গাছ রয়েছে এই বাড়িতে,জানুন বীরভূমের কোথায় অবস্থিত।

+
ফুলবাড়ি 

ফুলবাড়ি 

সৌভিক রায়, বীরভূম: মূলত সিমেন্ট বালি পাথর দিয়ে তৈরি হয়ে থাকে সাধের বাড়ি। তবে এই বাড়ি সিমেন্ট বালি দিয়ে তৈরি হলেও বাড়িটি বোলপুরবাসীর কাছে পরিচিত ফুল বাড়ি হিসেবে। ফুল কার না ভাল লাগে বলুন তো? বাড়ির অল্প একটু উঠোনেই বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে থাকেন ফুলপ্রেমীরা।চন্দ্রমল্লিকা,গোলাপ, গাঁদা,থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের সমাহারে ফুটে ওঠে বাড়ির বাগান। তেমনই ফুলে-ফলে ভরে উঠেছে বীরভূমের কবিগুরুর শান্তিনিকেতনের ‘দখিন হাওয়া’ বাংলো। আর কী নেই সেই বাগানে! রয়েছে শতাধিক প্রজাতির চন্দ্রমল্লিকা, ৩০-৪০ প্রজাতির কাগজ ফুল। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় কয়েকশো।
বোলপুর শান্তিনিকেতনের এখন অন্যতম আকর্ষণ এই ‘দখিন হাওয়া’। এটি শুধুমাত্র একটি বাংলো বাড়ি নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। দক্ষিণ হাওয়া তার বিভিন্ন ধরনের ফুল,ফল এবং গাছের সমাহারে পর্যটকদের মনমুগ্ধ করে। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এখানে ছুটে আসেন যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভব উপলব্ধি করতে। গাছগুলির মাঝে খুঁজে পাওয়া যায়, নানান ধরনের রঙিন ফুল। শীতের আবহাওয়ায় শান্তির অনুভূতি এবং বৃষ্টির দিনে এক বিশেষ আমেজ। বীরভূমের এটি এমন এক স্থান যেখানে সৌন্দর্য প্রকৃতি একসঙ্গে অনুভব করা যায়। দূর দুরান্ত থেকে আগত পর্যটকেরা এখানে এসে ছবি ক্যামেরা বন্দি করছেন।
advertisement
তবে একটি বিশেষ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়-বাড়ির ভিতরে প্রবেশের কোনও অনুমতি নেই। বাড়িটি একটি অভ্যন্তরীণ শান্তির প্রতীক। এর বাহ্যিক সৌন্দর্যই পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ। এই বাংলো বাড়িটি যেন এক চিলতে ফুলের উপত্যকা ক্ষীরাই। যেখানে শুধু বাইরের সৌন্দর্যই নয় গভীর প্রশান্তি এবং নিরিবিলি পরিবেশও অনুভব করা যায়। বাংলোর মালিক মূলত বাইরে থাকেন তবে গাছগুলির পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের জন্য বাড়ির মালিক নিয়মিত একটি মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করেন। এর পাশাপাশি বাড়ির কর্মীরা এই স্থানটির যত্ন নিয়ে থাকেন। যাতে এটি সর্বদা তার প্রকৃতিক রূপে অপূর্ব হয়ে ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন : বিপত্তারিণী পুজো উপলক্ষে শনিবার দিনভর ভক্তদের ঢল তমলুকের বর্গভীমা মন্দিরে
‘দখিন হাওয়া’ বোলপুরের অন্যতম পর্যটক আকর্ষণ হিসেবে পরিচিত এবং স্থানীয়দের কাছে এটি গর্বের বিষয়। তাই এবার বোলপুর গেলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে। এই বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারলেও আপনি খুব অনায়াসেই গেটের বাইরে থেকেই নানান ধরনের ছবি ক্যামেরাবন্দি করতে পারবেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shantiniketan Tourism: ফুলের হাসি বাঁধ ভেঙেছে...শান্তিনিকেতনে বেড়াতে গেলে এই দখিনা বাতাসের ঠিকানায় যেতে ভুলবেন না
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement