Bill Gates Making Roti: আকৃতিতে এবড়োখেবড়ো, নিজেই নিজের জন্য রুটি বানিয়ে খেলেন মার্কিন ধনকুবের বিল গেটস
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bill Gates Making Roti: হাতের বদলে তিনি আটা মেখেছেন স্প্যাচুলা দিয়ে
নতুন ভূমিকায় দেখা গেল মার্কিন ধনকুবের বিল গেটসকে৷ এই শিল্পপতি তথা সমাজসেবী সম্প্রতি সকলকে চমকে দিলেন শ্যেফ হয়ে৷ একটি ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় ব্লগার এইটান বার্নাথ৷ সেখানে দেখা যাচ্ছে আদ্যন্ত ভারতীয় কায়দায় রুটি তৈরি করছেন বিল গেটস৷ ব্লগার লিখেছেন "বিল গেটস আর আমি ভারতীয় কায়দায় রুটি বানাতে গিয়ে দারুণ সময় কাটালাম৷" সদ্য ভারতের বিহার থেকে ঘুরে গিয়েছেন ব্লগার৷ সেখানে আলাপ করেছেন গমচাষিদের সঙ্গে৷ রুটি করার কারিগরি শিখেছেন 'দিদি কি রসোই' ক্যান্টিনের কর্মীদের থেকে৷ গেটসের রুটি তৈরির ভিডিও এখনই ১৭৩ হাজার ভিউজ পেয়ে গিয়েছে৷
ভিডিও ক্লিপে দেখা গিয়েছে বিল গেটস প্রথমে আটা, জল আর নুন দিয়ে মণ্ড তৈরি করছেন৷ তবে হাতের বদলে তিনি আটা মেখেছেন স্প্যাচুলা দিয়ে৷ কাজ করতে করতে তিনি জানালেন রান্নার মধ্যে তিনি রোজ স্যুপ গরম করেন৷ এভাবে বড় আকারে রান্না অনেক দিন পর করছেন৷ ভিডিওতে কথায় কথায় বলেন ধনকুবের৷
আরও পড়ুন : সদ্যোজাতর হাতে ধরা তার মায়ের শরীরে স্থাপিত জন্ম নিরোধক! অত্যাশ্চর্য ঘটনায় স্তম্ভিত নেটিজেনরা
advertisement
advertisement
.@BillGates and I had a blast making Indian Roti together. I just got back from Bihar, India where I met wheat farmers whose yields have been increased thanks to new early sowing technologies and women from "Didi Ki Rasoi" canteens who shared their expertise in making Roti. pic.twitter.com/CAb86CgjR3
— Eitan Bernath (@EitanBernath) February 2, 2023
advertisement
আটা মাখার পর রুটি বেলার পর্ব৷ ব্লগার জানালেন রুটি সব সময় গোল হতে হবে৷ অবশ্য গেটসের রুটি গোল হয়নি৷ হয়েছে ডিম্বাকৃতি, এবড়ো খেবড়ো আকৃতির৷ তার পর তাওয়ায় সেঁকে ঘি মাখিয়ে গরমাগরম রুটি খেলেন দুজনেই৷ অতীতের বিশ্বের ধনীতম শিল্পপতির রুটি তৈরি দেখে ভারতীয় নেটিজেনরা তো অভিভূত৷ তাঁদের মধ্যে অনেকেই ফিরে গিয়েছেন নিজেদের রুটির তৈরির প্রথম পর্বে৷
advertisement
প্রসঙ্গত ব্লগার বার্নাথ সম্প্রতি ভারতে এসেছিলেন৷ দিল্লির গুরুদ্বারে তিনি রুটি তৈরি শিখেছেন৷ সেই ভিডিও-ও নেটিজেন মহলে দারুণ জনপ্রিয় হয়েছিল৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 4:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bill Gates Making Roti: আকৃতিতে এবড়োখেবড়ো, নিজেই নিজের জন্য রুটি বানিয়ে খেলেন মার্কিন ধনকুবের বিল গেটস