Bhai Dooj 2021: ভাইফোঁটায় উপহার দিন রাশি অনুযায়ী; স্নেহের ভাইয়ের আনন্দ তাতেই হবে দ্বিগুণ

Last Updated:

Bhai Dooj: ভাইকে উপহার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তাঁদের রাশি। কারণ এতে ভাইদের জীবন আরও মঙ্গলময় হবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: দীপাবলির পাঁচ দিনের দীর্ঘ উৎসব ভাইফোঁটার সুন্দর উদযাপনের মাধ্যমে শেষ হয়। ভাই দুজ (Bhai Dooj), ভাউ বেজ, ভ্রাতৃদ্বিতীয়া বা নিঙ্গোল চাকুবা একটি শুভ অনুষ্ঠান যা ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা এবং উষ্ণতা উদযাপন করে। এই উৎসব প্রধানত ভাইবোনের অটুট ভালোবাসার উদযাপন। খাবার ভাগাভাগি করা, ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা, বোনদের সব সময় ভাইয়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া এবং উপহার দেওয়া এই দিনের সারমর্ম। তবে ভাইকে উপহার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তাঁদের রাশি। কারণ এতে ভাইদের জীবন আরও মঙ্গলময় হবে।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
মেষরাশি খুব স্পষ্টবক্তা হয়। এরা উপহারে ব্যক্তিগত ছোঁওয়া পছন্দ করে। তাই এদের এমন উপহার দিতে হবে যাতে তাদের নাম বা ছবি থাকে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
বৃষরাশিকে দেওয়া যায় ইনডোর প্লান্টস। এতে তাদের জীবনে শান্তি ও সাম্য আসবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
মিথুন রাশি ভালোবাসে অ্যাডভেঞ্চার। এদের সৃষ্টিশীলতার কথা মাথায় রেখে ভ্রমণ পত্রিকা বা দাবার সেট দেওয়া যায়।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
যেহেতু এই রাশি খুব আবেগপ্রবণ হয় তাই এক তোড়া গোলাপ, সানগ্লাস বা সুগন্ধি মোমবাতির মতো শৌখিন উপহার দিলে ভালো হয়।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
সিংহ রাশি ভালোবাসে চমক পেতে। তাই ভাইকে দিতে পারেন গ্রাফিক টি শার্ট, ব্লু টুথ স্পিকার, কফির মাগ ইত্যাদি।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
আশাবাদী স্বভাবের কন্যা রাশি এমন উপহার চায় যা তাদের কাজে লাগবে। ট্রাভেল কেস, হেডসেট দেওয়া যায়।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
অর্থপূর্ণ উপহার হল তুলা রাশির জন্য সেরা।এঁদের দেওয়া যায় টেবিল ল্যাম্প, প্লানটারস ইত্যাদি।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
বৃশ্চিক রাশির জন্য উপহার কেনা খুব কঠিন ব্যাপার। খুঁতখুঁতে স্বভাবের বৃশ্চিকের জন্য কেনা যায় স্ফটিকের সেট, কোলন, ফাঙ্কি জুয়েলারি ইত্যাদি।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
স্বপ্ন দেখতে ভালোবাসে এই রাশি। এদের দেওয়া যায় বই, বুক সেলফ, জলের বোতল ইত্যাদি।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
বেশি দামি উপহার ভালোবাসে না এই রাশি। এদের ছোট্ট কিন্তু সুন্দর কিছু যেমন পেন, ফুলদানি দেওয়া যায়।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
মকর রাশিকে দেওয়া যায় জিম ব্যাগ, ট্রাভেল মাগ ইত্যাদি।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
উপহারের দামের চেয়ে যে এই উপহার দিচ্ছে তার সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দেয় এরা। তাই এদের দেওয়া যায় ব্রেসলেট, সুগন্ধি মোমবাতি, শেভিং কিট ইত্যাদি।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai Dooj 2021: ভাইফোঁটায় উপহার দিন রাশি অনুযায়ী; স্নেহের ভাইয়ের আনন্দ তাতেই হবে দ্বিগুণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement