ঘরেই বানিয়ে ফেলুন হোলির ঠান্ডাই ! রইল রেসিপি

Last Updated:

দোকান থেকে না কিনে, এবার না হয় বাড়িতেই বানিয়ে ফেলুন হোলির ঠান্ডাই

#কলকাতা: রং খেলা, মিষ্টি আর ঠান্ডাই ৷ এই তিনের মিশেলেই জমে উঠবে হোলি৷ দোকান থেকে না কিনে, এবার না হয় বাড়িতেই বানিয়ে ফেলুন হোলির ঠান্ডাই ! কীভাবে? পড়ে নিন রেসিপি ৷
উপকরণ :
১ লিটার দুধ
advertisement
২৫ গ্রাম করে প্রতিটি – কাজুবাদাম, পেস্তা, কাঠবাদাম, পোস্ত ও চারমগজ
১ চামচ করে গোটা গোলমরিচ ও ছোটো এলাচের দানা
৬-৮ দানা মৌরি
সিদ্ধি ৪-৫ গ্রাম
১ চিমটে কেশর
আধ কাপ চিনি
পরিমাণমত জল
৫-৬ গোলাপের পাপড়ি
প্রণালী :
১. একটা বড় পাত্রে দুধ নিয়ে আগুনে ১৫-২০ মিনিট জ্বাল দিন, দেখবেন, দুধের তলা যেন ধরে না যায়, দুধ ঘন হয়ে এলে তাতে চিনি মেশান, চিনি গলে গেলে ১ চিমটে কেশর দিন, দুধের পাত্র ফ্রিজে ঢুকিয়ে রাখুন ৪-৫ ঘণ্টার জন্য
advertisement
২. সিদ্ধি ২-৩ ঘণ্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর জল ঝরানো সিদ্ধির সাথে গোটা গোলমরিচ, মৌরি ও ছোট এলাচ মিশিয়ে জল দিয়ে মিক্সিতে ঘন পেস্ট তৈরি করুণ, শিলনোড়াতেও বেটে নিতে পারেন
৩. পোস্ত ও চারমগজের মিশ্রণে ২ চামচ মত জল দিয়ে মিক্সিতে ঘন পেস্ট বানান
৪. কাজুবাদাম, পেস্তা ও কাঠবাদাম আধঘণ্টা মত ভিজিয়ে রাখুন, তারপর জল ঝরানো কাজু, পেস্তা ও কাঠবাদামে ৩ চামচ জল দিয়ে মিক্সিতে ভালো করে ঘন পেস্ট তৈরি করুন, খেয়াল রাখবেন, কোনও পেস্টই কিন্তু কাদাকাদা হবে না, আবার শক্তও হবেনা, নরম থকথকে ঘন হবে
advertisement
৫. এবারে সবকটা পেস্ট একে একে ঠান্ডা দুধে মিশিয়ে দিন। ভালো করে ডাল ঘোটার কাঁটা বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দুধের সাথে সব উপকরণ মিশিয়ে দুধে ফেনা তুলুন, ব্যস, তারপরেই একদম আপনাকে হাল্কা নেশার ফাঁদে ফেলতে তৈরি হয়ে যাবে ‘ঠান্ডাই’
৬. সবশেষে, প্রতিটি ঠান্ডাইয়ের গ্লাসে ২-৩ কুচি গোলাপের পাপড়ি দিতে ভুলবেন না যেন, খুব ভালো হয় যদি ঠান্ডাই মাটির গ্লাসে পরিবেশন করা হয়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘরেই বানিয়ে ফেলুন হোলির ঠান্ডাই ! রইল রেসিপি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement