Elaichi: পরীক্ষায় ভাল নম্বর চাই না জীবনে ঢালাও টাকা? এলাচের এই টোটকা মানলেই সর্বত্র আসবে সফলতা!
Last Updated:
Elaichi: সবুজ এলাচের বিভিন্নভাবে আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে ভূমিকা রয়েছে।
#নয়াদিল্লি: আমরা রোজকার জীবনে সাফল্যের জন্য বিভিন্ন টোটকা ব্যবহার করে থাকি। জ্যোতিষ শাস্ত্রে জীবনের খারাপ দশা কাটিয়ে উন্নতির জন্যে বিভিন্ন উপায়ের কথা উল্লেখ করা হয়েছে৷ তেমনই সবুজ এলাচের বিভিন্নভাবে আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে ভূমিকা রয়েছে। দৈনন্দিন জীবনে সাফল্যের জন্য কীভাবে এলাচ ব্যবহার করতে হবে তা জেনে নেওয়া যাক।
অশান্তি দূর করে
যদি কাজকর্মে অশান্তি থাকে তাহলে সেটি দূর করার জন্যে কিছুটা জলে ২টো এলাচ ফোটাতে হবে। এটি এক বালতি জলে ঢেলে স্নান করে নিন। স্নান করার সময়ে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী মন্ত্র জপ করুন।
টাকার ব্যাগে রাখুন
যদি আর্থিক সঙ্কটের সঙ্গে মোকাবিলা করতে হয় তাহলে সবসময় ৫টি এলাচ টাকার ব্যাগে রাখতে হবে। যার ফলে আর অর্থের সমস্যা আর থাকবে না৷
advertisement
advertisement
পয়সা না জমা
অনেক মানুষেরই অভিযোগ থাকে যে তাঁদের কাছে টাকা-পয়সা থাকলেও তা সঞ্চিত থাকে না৷ এই ধরনের সমস্যায় কোনও গরিব মানুষকে পয়সা দান করার সঙ্গে এলাচও খাওয়াতে হবে। আর এই সামান্য দানের মাধ্যমেই অর্থ সঞ্চয়ের সমস্যা মিটবে।
advertisement
মনের মতো স্বামীলাভ
মনের মতো স্বামী পাওয়ার জন্যে বৃহষ্পতিবার হলুদ কাপড়ে ৫টি এলাচ বেঁধে কোনও গরিব মানুষকে দান করতে হবে৷ এই নিয়ম অন্তত ৫টি বৃহষ্পতিবার মানলেই সুফল পাওয়া যাবে।
শিক্ষায় সফলতা
যদি শিক্ষাক্ষেত্রে সফলতা দরকার হয় তাহলে ৫টি মিষ্টি এবং ২টি এলাচ পিপল গাছের নিচে রেখে দিতে হবে। মনে রাখা দরকার- এটি রাখার পর পিছনে ফিরে তাকানো চলবে না।
advertisement
ব্যবসায় সফলতা
চাকরি এবং ব্যবসায় সফলতা পেতে সাদা কাপড়ে এলাচ বেঁধে সেটি বিছানার নিচে রেখে ঘুমোতে হবে। পরের দিন বাইরের কোনও ব্যক্তিকে সেই এলাচটি খাইয়ে দিতে হবে। নিয়মটি মানতে পারলেই কর্মজীবনে সাফল্য আসবে।
ভাল নম্বরের জন্যে
যদি পড়াশোনায় ভাল নম্বর পেতে চান কেউ, তাহলে দুধে সবুজ এলাচ ফুটিয়ে সেটি সাতটি সোমবার কোনও গরিব মানুষকে খাইয়ে দিতে হবে৷ তাহলেই পরীক্ষায় ভাল নম্বর পাওয়া অনেক সহজ হয়ে যাবে।
advertisement
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 1:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Elaichi: পরীক্ষায় ভাল নম্বর চাই না জীবনে ঢালাও টাকা? এলাচের এই টোটকা মানলেই সর্বত্র আসবে সফলতা!