Elaichi: পরীক্ষায় ভাল নম্বর চাই না জীবনে ঢালাও টাকা? এলাচের এই টোটকা মানলেই সর্বত্র আসবে সফলতা!

Last Updated:

Elaichi: সবুজ এলাচের বিভিন্নভাবে আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে ভূমিকা রয়েছে।

দারুণ উপকারী এলাচ
দারুণ উপকারী এলাচ
#নয়াদিল্লি: আমরা রোজকার জীবনে সাফল্যের জন্য বিভিন্ন টোটকা ব্যবহার করে থাকি। জ্যোতিষ শাস্ত্রে জীবনের খারাপ দশা কাটিয়ে উন্নতির জন্যে বিভিন্ন উপায়ের কথা উল্লেখ করা হয়েছে৷ তেমনই সবুজ এলাচের বিভিন্নভাবে আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে ভূমিকা রয়েছে। দৈনন্দিন জীবনে সাফল্যের জন্য কীভাবে এলাচ ব্যবহার করতে হবে তা জেনে নেওয়া যাক।
অশান্তি দূর করে
যদি কাজকর্মে অশান্তি থাকে তাহলে সেটি দূর করার জন্যে কিছুটা জলে ২টো এলাচ ফোটাতে হবে। এটি এক বালতি জলে ঢেলে স্নান করে নিন। স্নান করার সময়ে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী মন্ত্র জপ করুন।
টাকার ব্যাগে রাখুন
যদি আর্থিক সঙ্কটের সঙ্গে মোকাবিলা করতে হয় তাহলে সবসময় ৫টি এলাচ টাকার ব্যাগে রাখতে হবে। যার ফলে আর অর্থের সমস্যা আর থাকবে না৷
advertisement
advertisement
পয়সা না জমা
অনেক মানুষেরই অভিযোগ থাকে যে তাঁদের কাছে টাকা-পয়সা থাকলেও তা সঞ্চিত থাকে না৷ এই ধরনের সমস্যায় কোনও গরিব মানুষকে পয়সা দান করার সঙ্গে এলাচও খাওয়াতে হবে। আর এই সামান্য দানের মাধ্যমেই অর্থ সঞ্চয়ের সমস্যা মিটবে।
advertisement
মনের মতো স্বামীলাভ
মনের মতো স্বামী পাওয়ার জন্যে বৃহষ্পতিবার হলুদ কাপড়ে ৫টি এলাচ বেঁধে কোনও গরিব মানুষকে দান করতে হবে৷ এই নিয়ম অন্তত ৫টি বৃহষ্পতিবার মানলেই সুফল পাওয়া যাবে।
শিক্ষায় সফলতা
যদি শিক্ষাক্ষেত্রে সফলতা দরকার হয় তাহলে ৫টি মিষ্টি এবং ২টি এলাচ পিপল গাছের নিচে রেখে দিতে হবে। মনে রাখা দরকার- এটি রাখার পর পিছনে ফিরে তাকানো চলবে না।
advertisement
ব্যবসায় সফলতা
চাকরি এবং ব্যবসায় সফলতা পেতে সাদা কাপড়ে এলাচ বেঁধে সেটি বিছানার নিচে রেখে ঘুমোতে হবে। পরের দিন বাইরের কোনও ব্যক্তিকে সেই এলাচটি খাইয়ে দিতে হবে। নিয়মটি মানতে পারলেই কর্মজীবনে সাফল্য আসবে।
ভাল নম্বরের জন্যে
যদি পড়াশোনায় ভাল নম্বর পেতে চান কেউ, তাহলে দুধে সবুজ এলাচ ফুটিয়ে সেটি সাতটি সোমবার কোনও গরিব মানুষকে খাইয়ে দিতে হবে৷ তাহলেই পরীক্ষায় ভাল নম্বর পাওয়া অনেক সহজ হয়ে যাবে।
advertisement
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয়৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Elaichi: পরীক্ষায় ভাল নম্বর চাই না জীবনে ঢালাও টাকা? এলাচের এই টোটকা মানলেই সর্বত্র আসবে সফলতা!
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement