শুধু লেবু নয়, লেবুর খোসাতেও রয়েছে প্রচুর গুণ !

Last Updated:

লেবু খেয়ে আমরা সবাই লেবুর খোসাকে ফেলে দিই ৷ তবে জানেন কি? লেবুর সঙ্গে সঙ্গে লেবুর খোসারও রয়েছে অনেক উপকার ৷

#কলকাতা: লেবু খেয়ে আমরা সবাই লেবুর খোসাকে ফেলে দিই ৷ তবে জানেন কি? লেবুর সঙ্গে সঙ্গে লেবুর খোসারও রয়েছে অনেক উপকার ৷ রোজকার কাজে লেবুর খোসা নানা কাজে ব্যবহার হয়ে থাকে ৷
লেবুর খোসাতে রয়েছে ভিটামিন, মিনারেল। একই সাথে এটি প্রাকৃতিকভাবে হজম সহায়ক। লেমন জিস্ট, লেমন সুগার, লেমন অলিভ ওয়েল এইসব নামের খাদ্য বানিয়ে খেতে পারেন ৷
পিঁপড়ে এবং কীটপতঙ্গদের হাত থেকে বাঁচতে বুকসেলফের নিচে, আলমারিতে, দরজার পাশে সহ যে সব জায়গাতে লেবুর খোসা কুচি কুচি করে ছড়িয়ে দিন। পিঁপড়ে আর ঘরে থাকবে না। মাছি দূর করতেও লেবুর খোসা ব্যবহার হয় ৷
advertisement
advertisement
ফ্রিজের ভেতরে দুই একটি লেবুর খোসা রেখে দিন। ফ্রিজ থাকবে গন্ধমুক্ত এবং লেবুর সুগন্ধময়।
দূর্গন্ধময় আবর্জনার মধ্যে লেবুর খোসা ছড়িয়ে দিন ৷ লেবুর খোসা দূর্গন্ধ শুষে নিবে।
জমে থাকা চায়ের দাগ পরিস্কারের ক্ষেত্রে কেটলিতে জল নিয়ে তাতে লেবুর খোসার ছোট ছোট টুকরা দিয়ে সেদ্ধ করতে হবে। এক ঘন্টা পর তাপ বন্ধ করে ময়লা জায়গা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।
advertisement
কফি পট পরিষ্কার করতে নুন যোগ করে তাতে বরফ ও লেবুর খোসা দিয়ে এক থেকে দুই মিনিট ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
কাটিং বোর্ডের অ্যান্টি-ব্যাকটেরিয়াল পরিষ্কার করা সম্ভব লেবুর খোসা ব্যবহার করে। কাটিং বোর্ডের সব ময়লা দাগ পরিষ্কার করতে অর্ধেক লেবু কেটে তাতে কয়েক সেকেন্ড রেখে দিলে দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে।
advertisement
এটির মধ্যে লেবুর খোসা ঘষলে দূর্গন্ধমুক্ত হয়ে যায় এবং সতেজ থাকে।
মাইক্রোওয়েভের তেল চিটচিটে হলে বাটিতে জল নিয়ে তাতে লেবুর খোসা ছেড়ে দিয়ে গরম করতে হবে। এরপর জল ফেলে দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তাতেই মাইক্রোওয়েভ ঝকঝকে হয়ে যাবে।
রান্নাঘর সতেজ রাখতেঃ রান্নাঘরের গন্ধযুক্ত ময়লা পরিষ্কারে লেবুর খোসা ব্যবহার করা যায়। এতে রান্নাঘর সতেজ থাকে।
advertisement
ড্রয়ারের সুগন্ধী হিসাবেঃ লেবুর খোসা সূর্যের তাপে শুষ্ক করে ড্রয়ারে রেখে দিলে সেটি ড্রয়ারকে সুগন্ধ রাখবে।
ত্বক উজ্জ্বল করেঃ ত্বকে মেসেজ করে ধুয়ে ফেললে নরম, কোমল ও উজ্জ্বল ত্বক পাওয়া যায়।
নখ উজ্জ্বল করতেঃ হাত বা পায়ের নখে লেবুর খোসা ঘসলে নখ পরিষ্কার এবং উজ্জ্বল সাদা হয়।
বয়স দাগ দূর করতেঃ মানুষের বয়স যখন বেড়ে যায় তখন শরীরে বয়স দাগ পড়ে। এইসব দাগের উপর লেবুর খোসা ঘষলে তা দূর হয়ে যায়।
advertisement
স্কিন টনিক হিসাবেঃ লেবুর খোসা ত্বকে অল্প ঘষে ধুয়ে ফেললে এটি ত্বকের স্কিন টনিক হিসেবে কাজ করবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শুধু লেবু নয়, লেবুর খোসাতেও রয়েছে প্রচুর গুণ !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement