অকালেই চুলে পাক ধরেছে? বাজারের নামী ব্র্যান্ডকে হার মানাবে এই হোমমেড হেয়ার কালার

Last Updated:

চুল কালার করার জন্য বেশিরভাগ মানুষ কেমিক্যাল ভিত্তিক হেয়ার কালার ব্যবহার করেন যা প্রয়োগ করলে অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও আপনার চুলে দেখা যায়। এক্ষেত্রে মেথি পাতা দিয়ে প্রাকৃতিকভাবে চুলে রঙ করা যেতে পারে।

শীতকালে সবুজ শাকসবজি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে পুষ্টিগুণে ভরপুর সবুজ শাকসবজি শরীর সুস্থ রাখার চাবিকাঠি হিসেবে কাজ করে।
বেশিরভাগ মানুষই শীতকালে মেথি পাতার বিভিন্ন রেসিপি খাতে পছন্দ করেন । তবে শীতকালে মেথি খুব সস্তায় পাওয়া যায়। তবে জানেন কী? চুলের রংয়ের জন্য মেথি পাতাও ব্যবহার করা যেতে পারে।চুল কালার করার জন্য বেশিরভাগ মানুষ কেমিক্যাল ভিত্তিক হেয়ার কালার ব্যবহার করেন যা প্রয়োগ করলে অনেক পার্শ্বপ্রতিক্রিয়াও আপনার চুলে দেখা যায়। এক্ষেত্রে মেথি পাতা দিয়ে প্রাকৃতিকভাবে চুলে রঙ করা যেতে পারে।
advertisement
advertisement
আসুন জেনে নেওয়া যাক মেথি পাতা রং হিসাবে চুলে লাগানোর উপকারিতা।
মেথি পাতা দিয়ে চুলের রং করতে প্রথমে মেহেন্দি গুঁড়া ভিজিয়ে রাখতে হবে। এবার তাজা মেথি পাতা পিষে পেস্ট তৈরি করতে হবে। এর পর ভেজানো মেহেন্দি গুঁড়োতে মেথির পেস্ট, হেয়ার কন্ডিশনার এবং নারকেল তেল ভালো করে মেশাতে হবে। এবার এই মিশ্রণটি ২ ঘণ্টা ঢেকে রাখতে হবে।
advertisement
মেথি হেয়ার কালার লাগানোর আগে মাথায় ভাল করে চিরুনি করতে হবে। এবার ব্রাশের সাহায্যে চুলের গোড়া থেকে চুলের শেষ পর্যন্ত মেথি পাতার তৈরি করা পেস্ট লাগাতে হবে তারপর ২ ঘণ্টা পর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এরপর চুলে শ্যাম্পু করলেই বদল দেখতে পারবেন।
advertisement
শীতকালে মেথি খুবই সস্তা। এক্ষেত্রে মেথি পাতার গুঁড়ো বানিয়ে সংরক্ষণ করা যেতে পারে। এ জন্য মেথি পাতা শুকিয়ে পিষে নিতে হবে। এবার এই পাউডারটি একটি এয়ার টাইট পাত্রে রাখতে হবে। পেস্টের পরিবর্তে মেথি হেয়ার কালার করার সময় মেহেদিতে এই পাউডার যোগ করা যেতে পারে।
মেথি চুলে আকর্ষণীয় রং দিতে সহায়ক। সেই সঙ্গে চুলের যত্নে নিয়মিত এই পেস্ট ব্যবহর করলে শুষ্কতাও চলে যায়। যার ফলে আপনি শুধু চুল পড়া থেকে রেহাই পেতে পারেন না আপনার চুলও স্বাভাবিকভাবে ঝলমল করতে শুরু করে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অকালেই চুলে পাক ধরেছে? বাজারের নামী ব্র্যান্ডকে হার মানাবে এই হোমমেড হেয়ার কালার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement