corona virus btn
corona virus btn
Loading

বাজারের ক্ষতিকর রিমুভার নয়, নখ ভাল রাখতে বাড়িতেই বানান নেল পলিশ রিমুভার

বাজারের ক্ষতিকর রিমুভার নয়, নখ ভাল রাখতে বাড়িতেই বানান নেল পলিশ রিমুভার
photo: Pixabay
  • Share this:

নেল পলিশ লাগানো সুন্দর নখ সকলেরই ভাল লাগে৷ কিন্তু বারবার নেলপলিশ তুলতে ও লাগাতে গিয়ে অনেক সময়ই নখ খারাপ হয়ে যায়৷ যার কারণ বাজারচলতি নেলপলিশ রিমুভারে থাকা অ্যাসিটোন৷ নখ ভাল রাখতে তাই এইসব রিমুভারে ভরসা না রেখে বাড়িতেই বানিয়ে নিন অ্যাসিটোন ফ্রি নেলপলিশ রিমুভার৷ কী কী লাগবে অ্যাপল সিডার ভিনিগার-১/৩ কাপ

অ্যালকোহল-১/৩ কাপ লেমন এসেনশিয়াল অয়েল-৬ ফোঁটা গ্রেপফ্রুট এসেনশিয়াল অয়েল-৪ ফোঁটা সুইট অরেঞ্জ এসেনশিয়াল অয়েল-৩ ফোঁটা কীভাবে বানাবেন প্রথমে অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে সব এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন৷ সবশেষে মেশান অ্যালকোহল৷ এই মিশ্রণ বোতলে ভরে ঠান্ডা জায়গায় রাখুন৷ উপকারিতা অ্যাপল সিডার ভিনিগারের রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল গুণ যা নখ ও কিউটিকলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধতে দেয় না৷ গ্রেপফ্রুট, সুইট অরেঞ্জ ও লেমন অয়েল অ্যাসিডিক হওয়ার কারণে নখ থেকে নেল পলিশ তুলতে সাহায্য করে৷ আবার এইসব তেলে থাকা ভিটামিন সি নখ ভাল রাখতেও সাহায্য করে৷  লেমন অয়েলে থাকা ডি-লেমনি অ্যান্টিঅক্সিড্যান্ট নখের স্বাস্থ্য ভাল রাখে৷

First published: April 29, 2019, 10:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर