Beauty Tips: 'মধ্যমণি'র সাজে খুঁত চলবেই না! এ বছরের হবু কনেদের জন্য জরুরি টিপস

Last Updated:

Beauty Tips: সেই দিনের জন্য বিয়ের কনেই সকলের 'মধ্যমণি'। তাই তার কোনও খুঁত রাখা চলবে না।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: উৎসবের রেশ কাটতে না কাটতেই আবহাওয়ায় বেশ ঠান্ডা আমেজ। শীতকাল মানে ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়া তো আছেই। আর আছে প্রচুর বিয়েবাড়ি। এই সময়ে বিয়ে করার বেশ কিছু সুবিধা যেমন আছে, তেমন আছে সমস্যাও। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা বাড়ে এ সময়ে। নিমন্ত্রিতদের মধ্যে কেউ যে এই সমস্যায় ভোগেন না, তা নয়। তবে সেই দিনের জন্য বিয়ের কনেই সকলের ‘মধ্যমণি’। তাই তার কোনও খুঁত রাখা চলবে না।
বিয়ে মানেই কয়েক মাসের এক প্রস্তুতি। নিমন্ত্রণের তালিকা তৈরি থেকে শুরু করে শপিং, অনুষ্ঠান বাড়ি ভাড়া করা পর্যন্ত প্রচুর কাজ। এছাড়াও চারপাশে আরও কত কাজ থাকে যে নিজের দিকে মন দেওয়াই হয়ে ওঠে না। কারণ তার সঙ্গে কর্মব্যস্ততা তো আছেই। বিয়ের কয়েক মাস আগে থেকে এত খাটনি শুরু হয় যে, চোখ মুখে ক্লান্তির ছাপ পড়ে যায় কনের। কিন্তু কনেই তো বিয়ের আসল তারকা, তাঁকে কি ক্লান্ত লাগলে চলে?
advertisement
advertisement
• অ্যালকোহল বা সিগ্রেট বিয়ে পর্যন্ত বন্ধ রাখুন।
• জাঙ্ক ফুড খাবেন না।
আরও পড়ুন: কোয়া ছাড়িয়ে খেতে বড্ড বিরক্তি? এই ৫ কারণে রোজ খান কমলালেবু, অবিশ্বাস্য উপকার
• লেটনাইট পার্টি বা রাত জেগে পড়াশুনাে বা কাজ করা চলবে না একদম।
advertisement
• রাতে সঠিক সময়ে ঘুমোতে যাওয়া এবং পর্যাপ্ত ঘুম প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলেন, বিশেষ ওই দিনটিতে সুন্দর দেখানোর জন্য শুধু বাইরে থেকে চর্চা করলেই হবে না। সুন্দর দেখাতে গেলে চাই ভিতর থেকে পরিচর্যা। অনেকেরই বিয়ের আগে নানা রকম চাপে সে দিকে খেয়াল থাকে না। সারা দিনে অন্ততপক্ষে ৭ থেকে ৮ গ্লাস জল খেতেই হবে। কাজের মধ্যে জল খাওয়ার কথা ভুলে গেলে চলবে না।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips: 'মধ্যমণি'র সাজে খুঁত চলবেই না! এ বছরের হবু কনেদের জন্য জরুরি টিপস
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement