Beauty Tips: ‘‘কাজল নয়না হরিণী’’- ঘরেই বানিয়ে ফেলুন নানা রঙের আইলাইনার

Last Updated:

Beauty Tips: বাড়িতেই তৈরি করা যেতে পারে আইলাইনার। কয়েকটি সহজ পদ্ধতির সন্ধান দিচ্ছি আমরা।

Beauty Tips:  five simple way to make diy eyeliners at home- Photo- Representattive
Beauty Tips: five simple way to make diy eyeliners at home- Photo- Representattive
#কলকাতা: বহু যুগ ধরেই মহিলারা তাঁদের সৌন্দর্য বৃদ্ধি করতে প্রসাধনী হিসাবে কাজল ব্যবহার করে আসছেন। এক সময় ভারতে বাড়িতেই তৈরি হত কাজল। এখন অবশ্য প্রযুক্তির কারণে অনেক উন্নত পদ্ধতিতে কারখানায় এগুলো তৈরি হয়। তবে সেই প্রাচীন প্রথা মেনে এখনও বাড়িতেই তৈরি করা যেতে পারে আইলাইনার। কয়েকটি সহজ পদ্ধতির সন্ধান দিচ্ছি আমরা।
কোকো পাউডার আইলাইনার
কালো আইলাইনার ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেলে খয়েরি আইলাইনার ট্রাই করা যেতে পারে। একটি ছোট বাটিতে এক চামচ কোকো পাউডার দিয়ে কয়েক ফোঁটা জল বা গোলাপজল যোগ করার পর ভাল ভাবে মেশাতে হবে। টেক্সচারটি পুরু রাখতে হবে (জেলের মতো)। উপরের এবং নিচের উভয় ল্যাশ লাইনে একটি সুন্দর প্রাকৃতিক ঘন বাদামি আইলাইনার তৈরি হবে।
advertisement
advertisement
আমন্ড আইলাইনার
লাইটার বা মোমবাতি জ্বালিয়ে তার সামনে একটা চিমটে দিয়ে বাদাম ধরে পোড়াতে হবে। আমন্ড বাদাম পোড়া পোড়া হয়ে গেলে আর সেটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে বাদাম একটা পাত্রে রাখতে হবে। তারপর সেটা থেকে মাখন কাটার ছুরি দিয়ে কালো পোড়া দাগ তুলে ফেলতে হবে। এর মধ্যে দুই ফোঁটা আমন্ড অয়েল দিলেই আইলাইনার রেডি।
advertisement
বিটরুটের রস দিয়ে তৈরি আইলাইনার
যদি আইলাইনারের রঙ নিয়ে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করতে ভাল লাগে তাহলে এই আইলাইনার দারুন হবে। এর জন্য লাগবে একটা বিটরুটের অর্ধেকটা। এটা ছেঁচে নিয়ে রস বের করে নিতে হবে। এর থেকে দুই চামচ রস নিয়ে একটা পাত্রে রেখে তার মধ্যে অ্যালোভেরা জেল মেশাতে হবে। এই দুটো উপাদান মিশিয়ে দিলেই সুন্দর গোলাপি শেডের আইলাইনার প্রস্তুত।
advertisement
অ্যাকটিভিটেড চারকোল আইলাইনার
কালো আইলাইনার তৈরির একটি সক্রিয় উপাদান হল চারকোল। জল বা যে কোনও ক্যারিয়ার অয়েল, যেমন জোজোবা অয়েল, নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে মেশানো যেতে পারে এটি। জল নিলে ডিসটিলড ওয়াটার এবং চারকোল মেশাতে হবে। দুটো উপাদান ভাল করে মেশালেই আইলাইনার তৈরি হয়ে যাবে।
কুমকুম আইলাইনার
ঘন লাল আইলাইনার যে কোনও লুকে এক অন্য মাত্রা যোগ করে। একটা পাত্রে কয়েক ফোঁটা কুমকুম পাউডার নিয়ে তার মধ্যে সাধারণ জল বা গোলাপ জল মেশাতে হবে। টেক্সচার একটু পুরু রাখতে হবে।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips: ‘‘কাজল নয়না হরিণী’’- ঘরেই বানিয়ে ফেলুন নানা রঙের আইলাইনার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement