চকচকে ত্বক পেতে এই তিনভাবে ব্যবহার করুন পেঁপে
Last Updated:
পাকা পেঁপে ! আহা, খেতে যেন অমৃত ৷ আবার অনেকেই পেঁপে দেখে নাক সিঁটকাবেন ৷ যতই উপকারিতা থাকুন, পেঁপের ধারেকাছেও ঘেঁষেন না অনেকেই ৷ কিন্তু যদি চকচকে ত্বক পেতে চান তা হলে পেঁপেকে অবহেলা নৈব নৈব চ ৷
#কলকাতা: পাকা পেঁপে ! আহা, খেতে যেন অমৃত ৷ আবার অনেকেই পেঁপে দেখে নাক সিঁটকাবেন ৷ যতই উপকারিতা থাকুন, পেঁপের ধারেকাছেও ঘেঁষেন না অনেকেই ৷ কিন্তু যদি চকচকে ত্বক পেতে চান তা হলে পেঁপেকে অবহেলা, নৈব নৈব চ ৷
পেঁপেতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ, সি এবং ই, প্যান্টোথেনিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফোলেট ৷ যা ত্বকের পক্ষে খুবই ভাল ৷ ভাল ফল পেতে পেঁপে ত্বকে ব্যবহার করুন এই তিন ভাবে ৷
advertisement
• পেঁপে আর মধু: পেঁপে কুচির সঙ্গে মধু মিশিয়ে নিন ৷ এরপর একটা পেস্ট তৈরি করুন ৷ মুখ এবং ঘাড়ে লাগান ৷ ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ৷ তফাতটা নিজেই দেখতে পাবেন ৷
advertisement
• পেঁপে আর শসা: ডার্ক সার্কেল থাকলে এই ঘরোয়া পদ্ধতি দুর্দান্ত কাজে দেবে ৷ স্ম্যাশড পেঁপের সঙ্গে গ্রেটেড শসা মিশিয়ে নিন ৷ ডার্ক সার্কেলে লাগান ৷
• পেঁপে, দই, হলুদ: পেঁপের সঙ্গে দই আর হলুদ মিশিয়ে লাগান ৷ ত্বকের ট্যান দূর হবে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2018 9:00 PM IST