3 Offbeat Places in Bankura: স্বাধীনতা দিবসে লম্বা ছুটি, বাঁকুড়ার জঙ্গলে ঘেরা 'এই' তিন জায়গা 'লুকানো স্বর্গ', বর্ষায় বেড়ানোর সেরা ঠিকানা

Last Updated:

3 Offbeat Places in Bankura: বাঁকুড়ার জঙ্গলমহল অত্যন্ত সুন্দর। সেই কারণেই বছরের পর বছর ধরে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের প্রিয় ঠিকানা পুরুলিয়া-বাঁকুড়া জঙ্গলমহল। জঙ্গল বেষ্টিত একটা ড্যাম। সম্ভবত বাঁকুড়ার সবচেয়ে সুন্দর ড্যাম। নৌকোয় করে ঘুরলে তো ভুলেই যাবেন কোথায় পৌঁছে গিয়েছেন।

+
News18

News18

বাঁকুড়া: স্বাধীনতা দিবসের আগে বাঁকুড়ার সবচেয়ে সেরা ঘোরার জায়গা জঙ্গলমহল। ধীরে ধীরে বর্ষা এবার থামবে, আকাশ হবে পরিষ্কার, তার মধ্যেই ঘুরুন বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকা। জঙ্গলমহলের আদি বাসিন্দা রয়েছেন তাদের জীবন জীবিকার যথেষ্ট কঠিন। এখানকার আদিবাসী মানুষ কঠিন পরিশ্রমী এবং অধিকাংশই ‘দিন আনা দিন খাওয়া’। বাঁকুড়ার জঙ্গলমহলে ধীরে ধীরে উন্নতি হলেও, যেন শতাব্দী প্রাচীন সভ্যতার ছিটেফোঁটা আবিষ্কার করা যায় এই জায়গায়।
বাঁকুড়ার জঙ্গলমহল অত্যন্ত সুন্দর। সেই কারণেই বছরের পর বছর ধরে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের প্রিয় ঠিকানা পুরুলিয়া-বাঁকুড়া জঙ্গলমহল। জঙ্গল বেষ্টিত একটা ড্যাম। সম্ভবত বাঁকুড়ার সবচেয়ে সুন্দর ড্যাম। নৌকোয় করে ঘুরলে তো ভুলেই যাবেন কোথায় পৌঁছে গিয়েছেন। শীতের পিকনিকের মরশুমে হোক কিংবা বর্ষায় ফাঁকায় ফাঁকায় যদি অ্যাডভেঞ্চার চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার এই ড্যামে। মানুষের ভিড় নেই বললেই চলে। দক্ষিণ বাঁকুড়ার একেবারে শেষ প্রান্ত। ঝাড়খণ্ড লাগোয়া সবুজ জনপদ ঝিলিমিলি। বিরাট বিরাট সব শাল, শিমূল, মহুয়া গাছে ছাওয়া ঝিলিমিলির প্রকৃতি আপনাকে শান্তি দেয়। কথায় আছে গ্রীষ্মেও যেন ঝিলিমিলির বাতাস মিষ্টি। বর্ষায় মধুর।
advertisement
আরও পড়ুনঃ কেটে নিলে অসুবিধা নেই, কিন্তু গোটা ‘এই’ ফল নিয়ে ভুলেও ট্রেনে চড়বেন না, ধরা পড়লে জেল-জরিমানা নিশ্চিত, কোন ফল জানেন?
বাঁকুড়া শহর থেকে ঝিলিমিলির দূরত্ব ৭০ কিলোমিটার, মুকুটমণিপুর থেকে ৪৫ কিলোমিটার। ঝিলিমিলি থেকে সোজা চলে আসতে হবে, রাইতারা গ্রাম। সেই গ্রামের পাশেই রয়েছে বিশাল একটি জঙ্গলবেষ্টিত জলাধার, নাম তালবেড়িয়া। বাঁকুড়ার জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে হল সুতান, বারো মাইল জঙ্গল। বাঁকুড়া শহর থেকে ৬০ কিলোমিটার দূরে রানিবাঁধ। সেখান থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তা ধরে বারোমাইলের জঙ্গল পেরিয়ে ১৩ কিলোমিটার গেলেই সুতান। এই জায়গায় সভ্য মানুষের যাতায়াত কম। কান পাতলে শোনা যায় জঙ্গলের ফিসফিসানি। এখানে দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার এবং বাংলো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রশ্নপত্র নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! স্কুল নয়, প্রশ্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ! লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বড় খবর, জানুন
জঙ্গলমহল মূলত যে মহকুমায় অবস্থিত সেটি হল খাতড়া মহকুমা। খাতড়া মহকুমায় রয়েছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। সেই মুকুটমণিপুরে পেয়ে যাবেন মুসাফিরানা, ডিয়ার পার্ক। মুকুটমণিপুরের অদূর এই অবস্থিত রয়েছে অম্বিকানগর রাজবাড়ি। সবমিলিয়ে বাঁকুড়ার জঙ্গলমহল এক দুর্দান্ত জায়গা, যেটা ভুলেও মিস করবেন না কিন্তু।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
3 Offbeat Places in Bankura: স্বাধীনতা দিবসে লম্বা ছুটি, বাঁকুড়ার জঙ্গলে ঘেরা 'এই' তিন জায়গা 'লুকানো স্বর্গ', বর্ষায় বেড়ানোর সেরা ঠিকানা
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement