২৫ লক্ষ টাকায় ২৬ ফুটের বিশাল নেতাজি মূর্তি! স্বাধীনতা দিবসেই উন্মোচন, খুলছে নেতাজি পার্কও, বাংলার বুকে এসব কোথায় হচ্ছে জানুন

Last Updated:

মোট ২৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে ২৬ ফুটের সুবিশাল একটি নেতাজির পূর্ণাবয়ব মূর্তি। পর্যটকদের জন্য সুখবর, কোথায় হচ্ছে জানুন

২৬ ফুটের নেতাজি মূর্তি
২৬ ফুটের নেতাজি মূর্তি
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: মল্ল রাজাদের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুর। প্রাচীন এই শহর হাজার হাজার বছর বহন করে নিয়ে চলেছে মল্ল রাজাদের এবং প্রাচীন মন্দিরের ইতিহাস। সারা বছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসে মন্দির নগরীর শহর দেখতে। এবার এই শহরের ইতিহাসের পাতায় নতুন পালক যুক্ত করল স্থানীয় বিধায়ক এবং বাঁকুড়া জেলা প্রশাসন।
মন্দির নগরী শহরের প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে নেতাজি পার্ক। এই পার্কে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের তহবিল থেকে প্রায় ১৫ লক্ষ টাকা এবং ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড থেকে প্রায় ১০ লক্ষ টাকা সর্বমোট ২৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে ২৬ ফুটের সুবিশাল একটি নেতাজির পূর্ণাবয়ব মূর্তি।
advertisement
advertisement
১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার মধ্যরাতে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে নেতাজির এই মূর্তি ও নেতাজি পার্কের উদ্বোধন করবেন বাঁকুড়া জেলার জেলা শাসক এবং পুলিশ সুপার সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ জানান, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর এই পূর্ণাবয়ব মূর্তি তৈরি করতে পেরে তিনি গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিল ও দৃষ্টি মিনারেল তহবিল থেকে এই মূর্তি তৈরি করা হচ্ছে। এই মূর্তি তৈরিতে বিষ্ণুপুরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পর্যটন ক্ষেত্র হিসেবে বিষ্ণুপুরের খ্যাতি দেশ এবং বিদেশে রয়েছে। তিনি মনে করছেন এই মূর্তি তৈরিতে বিষ্ণুপুরের পর্যটনশিল্পে নতুন পালক সংযোজিত হল। পাশাপাশি তিনি মনে করছেন অন্যান্য মন্দিরের পাশাপাশি পর্যটকদের কাছে এই জায়গাটিও আগ্রহ সৃষ্টি করবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
২৫ লক্ষ টাকায় ২৬ ফুটের বিশাল নেতাজি মূর্তি! স্বাধীনতা দিবসেই উন্মোচন, খুলছে নেতাজি পার্কও, বাংলার বুকে এসব কোথায় হচ্ছে জানুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement