Bankura News: মেলাতে গেলেই মালাবদল! পছন্দের মানুষকে সিঁদুর, মালা পরিয়ে আপন করে নেন মানুষ!

Last Updated:

Bankura News: বন্ধু খুঁজছেন? একাকীত্বে ভুগছেন? তবে আপনাকে যেতেই হবে বাঁকুড়ার এই মেলায়! জানলে অবাক হবেন

+
News18

News18

বাঁকুড়া: বর্তমান ইন্টারনেট নির্ভর জীবনে সোশ্যাল মিডিয়াগুলির সৌজন্যে যখন এক ক্লিকেই ‘ফ্রেন্ড’, এই সময়ে রীতিমত উৎসব-অনুষ্ঠান করে মা মনসাকে সাক্ষী রেখে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন অসংখ্য মানুষ। ২০২৪ সালে পৌঁছেও আজও এই প্রাচীন রীতি এখনও বেঁচে আছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের খটনগর এলাকায়।
চলিত এই উৎসবের নাম ‘সহেলা’। এই সহেলা পালনের উৎসবে সব রকম ভেদাভেদ ভুলে মানুষ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। যা বর্তমান এই অস্থির সময়ে সম্প্রীতির অনন্য নজির হতে পারে। পছন্দের সই বন্ধু বেছে নেওয়ার অভিনব এই উৎসব উপলক্ষে বুধবার বিকেলে থেকে খটনগর ফুটবল মাঠে দশ থেকে পনেরো হাজার মহিলা ও পুরুষ হাজির হন। এই মেলায় অধিকাংশই তাঁদের পছন্দের বন্ধুকে মাল্যদান, কপালে চন্দনের ফোঁটা, সিঁদুর বরণডালা দিয়ে বরণ করে নেন। এই মেলায় বালক বালিকা থেকে শুরু করে প্রবীণরাও শামিল হন।
advertisement
প্রায় ১৫০ বছর আগে শুরু হওয়া এক আজব মেলা অনুষ্ঠিত হলইন্দাসে, মেলায় গেলেই মিলবে নতুন নতুন বন্ধু এবং বান্ধবী, কপালে সিঁদুর, চন্দনের টিপ, মালা পরিয়ে বরণ ডালা দিয়ে বরণ করে নিচ্ছেন একে অপরকে নতুন নতুন বন্ধু বান্ধবীরা, অদ্ভুত এই মেলায় হাজারো লোকের ভিড়। বাঁকুড়া জেলার ইন্দাস এলাকায় সহেলা স্থানীয় ভাষায় ‘সয়লা’ উৎসবের প্রচলন হয় আজ থেকে প্রায় ১৫০ বছর আগে।
advertisement
advertisement
উৎসব ‘সয়লা’য় মাতলেন এলাকার বাসিন্দারা। পছন্দের সই বেছে নেওয়ার অভিনব এই উৎসব উপলক্ষে বৃহস্পতিবার দুপুর থেকেই হাজার হাজার নারী ও পুরুষ জড়ো হন। জাতি ধর্ম নির্বিশেষে মিলনের এই মেলায় অধিকাংশই তাঁদের পছন্দের বন্ধুকে মাল্যদান, কপালে সিঁদুর, চন্দনের টিপ, বরণডালা দিয়ে বরণ করে নেন। তবে এই উৎসবে পুরুষরা পুরুষকে এবং মহিলারা মহিলাদেরকেই বন্ধু হিসাবে বরণ করেন। এবং বালক বালিকা থেকে শুরু করে প্রবীনরাও উৎসবে শামিল হন। প্রত্যেকেই বরণের পর আলিঙ্গনবদ্ধ হয়ে বন্ধুত্বকে স্বীকার করেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura News: মেলাতে গেলেই মালাবদল! পছন্দের মানুষকে সিঁদুর, মালা পরিয়ে আপন করে নেন মানুষ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement