Bangla News: দার্জিলিংয়ের আমেজ! এই গার্ডেনে এলে মিলবে টয়ট্রেনের আনন্দ, ভাড়া মাত্র ১০
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
শুধু কালিয়াগঞ্জ নয় এই বিনোদন পার্কের এই ট্রয় ট্রেন দেখতে বালুঘাট, মালদা এমনকি শিলিগুড়িতে থেকেও বহু মানুষ আসেন এখানে।
উত্তর দিনাজপুর: শীতের আমেজে চুটিয়ে টয়ট্রেনে উঠে কালিয়াগঞ্জে দার্জিলিংয়ের স্বাদ নিচ্ছে কচিকাঁচারা। শুধু দার্জিলিংয়ে নয়, এ বার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে চলছে টয়ট্রেন। যে ট্রয় ট্রেনে উঠতে খরচ পড়বে মাত্র ১০ টাকা। কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে বিনোদন পার্কে বয়স্ক থেকে কচিকাঁচারাও আনন্দ নিতে পারবে এই টয়ট্রেনে ওঠার।
উল্লেখ্য, কালিগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ার তিস্তা কলোনিতে প্রায় ৬ বিঘা জমিতে একটি বিনোদন উদ্যান গড়ে উঠেছে। এই বিনোদন উদ্যানে রয়েছে বয়স্ক থেকে শিশুদের জন্য ইঞ্জিন চালিত টয়ট্রেন-সহ নানা রকম ব্যবস্থা। এই শীতে অনেকেরই ইচ্ছে থাকে দার্জিলিংয়ে গিয়ে টয়ট্রেন সফরের আনন্দ নেওয়ার। কিন্তু টাকার অভাবে অনেকে যেতে পারেন না।
advertisement
advertisement
কালিগঞ্জ পুরসভার উদ্যোগে পার্কে এই টয়ট্রেনের ব্যবস্থা করায় খুশি কচিকাঁচা থেকে বয়স্করা। এই টয়ট্রেনে ঘণ্টার পর ঘণ্টা সফরের আনন্দ মিলছে মাত্র ১০ টাকায়। ফলে এই শীতে বিকেল হতেই বিনোদন পার্কে টয়ট্রেনে উঠতে ভীড় কচিকাঁচাদের।
আরও পড়ুনঃ ৮০ বছর পর মকর সংক্রান্তিতে এ এক অতি বিরল যোগ, একেবারে পাল্টে যাবে এই ৩ রাশির জীবন
শুধু কালিয়াগঞ্জ নয় এই বিনোদন পার্কের এই টয়ট্রেন দেখতে বালুঘাট, মালদহ এমনকি শিলিগুড়ি থেকেও বহু মানুষ আসছেন। কালিয়াগঞ্জের এই বিনোদন পার্কে টয়ট্রেনের পাশাপাশি রয়েছে রংবেরঙের ফোয়ারা এ ছাড়াও বাঘের পিঠে উঠে ছবি তোলারও সুযোগ। নতুন বছর হোক কিংবা বিশেষ বিশেষ দিন এই বিনোদন পার্কে এসেই আনন্দ উপভোগ করেন সাধারণ মানুষ।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 11, 2024 6:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bangla News: দার্জিলিংয়ের আমেজ! এই গার্ডেনে এলে মিলবে টয়ট্রেনের আনন্দ, ভাড়া মাত্র ১০







