South Dinajpur News: সারারাত, সারাদিন ধরে..., যা করছেন এই মহিলা, হু হু করে বাড়ছে বিরাট চাহিদা
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
South Dinajpur News: বসন্ত উৎসব হবে সেখানে পলাশের ছোঁয়া থাকবে না এমন হয়! এবার বসন্ত উৎসবের নতুন ট্রেন্ড পলাশ ফুলের আদলে তৈরি অলঙ্কার।
দক্ষিণ দিনাজপুর: বসন্ত উৎসব হবে সেখানে পলাশের ছোঁয়া থাকবে না এমন হয়! এবার বসন্ত উৎসবের নতুন ট্রেন্ড পলাশ ফুলের আদলে তৈরি অলঙ্কার। যা ইতিমধ্যেই বালুরঘাট শহরে সারা ফেলেছে। গৃহবধূ থেকে শুরু করে কম বয়সী মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছে এই অলঙ্কার। ফলস্বরূপ চাহিদা ব্যাপক ভাবে থাকার ফলে রীতিমতো রাত দিন এক করে নন্দিতা গুহ রায় তৈরি করছেন বসন্ত উৎসব উপলক্ষে পলাশ ফুলের তৈরি লকেটের নেকলেস ও অন্যান্য অলংকার।
কথাতেই আছে যে রাঁধে সে চুলও বাঁধে। এ যেন সত্যি হল বাস্তবেও। সংসার চালানোর পাশাপাশি নিজের শৌখিনতা ধরে রাখতে দিন রাত পরিশ্রম করে তৈরি করছেন ক্লে দিয়ে রকমারি ডিজাইনের অলঙ্কার। তবে শুধুমাত্র ফল বা ফুলই নয়, ক্রেতাদের চাহিদা মতন পছন্দের অলঙ্কার তৈরি ও বিক্রি করে সাবলম্বীর পথ দেখাচ্ছেন বালুরঘাট শহরের সৃজনী সংঘ এলাকার শিল্পী নন্দিতা গুহ রায়।
advertisement
advertisement
এ বিষয়ে শিল্পী নন্দিতা দেবী জানান, “ছোট থেকে আঁকার প্রতি যথেষ্ঠই ঝোঁক ছিল তাঁর। তাই এই কাজে সে নিজেকে মনোনিবেশ করেছে। ভবিষ্যতে সে এই ধরনের কাজ আরও বেশি করে করতে চায়। এই বসন্তে তাঁর তৈরি ক্লে দিয়ে অলংকার বালুরঘাট শহরজুড়ে বেশ চাহিদা রয়েছে। তাই আগামী দিনে এক ভিন্নধর্মী শিল্প প্রতিভার নৈপুণ্য জনসমক্ষে তুলে ধরবে বলে জানায় নন্দিতা দেবী।”
advertisement
বর্তমানে এই ধরনের অলঙ্কারের চাহিদা বেড়ে যাওয়ার ফলে যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সেই কারণে নন্দিতা দেবীর বরাত পাওয়া অলঙ্কার গুলো সঠিক সময়ে দেবার জন্য ইতিমধ্যে রাত দিন এক করে সম্পন্ন করবার কাজ শুরু করেছেন তিনি।
advertisement
চলতি বছর বসন্ত উৎসব উপলক্ষে পলাশ ফুল-সহ নানারকম ডিজাইনের আদলের এই অলঙ্কার একটু ভিন্ন ধরনের। যা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করছে সকলের।এমনকি, সচরাচর বালুরঘাটে দেখা যায় না বললেই চলে। সে কারণেই এই বসন্ত উৎসবে নন্দিতা দেবীর হাতে তৈরি অলঙ্কারের প্রতি আকর্ষণ হয়েছে সকলের।
সুস্মিতা গোস্বামী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2025 5:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
South Dinajpur News: সারারাত, সারাদিন ধরে..., যা করছেন এই মহিলা, হু হু করে বাড়ছে বিরাট চাহিদা








