ব্রণ কিন্তু শিশুদেরও হয়, জেনে নিন এর লক্ষণ এবং কারণ
- Published by:Brototi Nandy
Last Updated:
শিশুদের ব্রণ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায় তবে যদি সেখানে জ্বালা বা লালভাব বেশি হয় থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার । baby acne symptoms and causes
আমাদের কাছে ব্রণ নামটি খুবই পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তরুণ কিশোর কিশোরীরা ব্রণতে ভুগছে। কিন্তু শিশুদের মধ্যেও এই ধরণের লক্ষণ দেখা যায়। অনেক অভিভাবকরাই এটা শুনে অবাক হতে পারেন তবে নবজাতকদেরও এই সমস্যা হতে পারে। তাই এই ব্যাপারে কিছু জিনিস জেনে রাখা দরকার। নবজাতকদের মধ্যে ব্রণকে নিওনেটাল সেফালিক পুস্টুলোসিস বলা হয়ে থাকে। কি কারণে শিশুদের মধ্যে ব্রণ দেখা যায় তা জানা যায়নি কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা সম্ভবত কোনো ইনফেকশন কিংবা ব্যাক্টেরিয়া মাধ্যমে আসে। এগুলো সাধারণত গালে বা হাতে লাল দাগের মতো হয় কিন্তু পুঁজ হয়না। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। তবে যদি সেখানে জ্বালা বা লালভাব বেশি হয় থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার ।
আপনার শিশুর মধ্যে এমন সমস্যা দেখা দিলে তাতে ভয় পাবেন না। মূলত ২ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে এই ধরণের ব্রণর লক্ষণ দেখা দিতে পারে , কিছু ক্ষেত্রে এই সমস্যাটি ৫বছর অবধি চলতে পারে। পাঁচজনের মধ্যে একজন শিশুর এই সমস্যা হতে পারে। এটা ঠিকই যে এই ধরণের ব্রণগুলি ক্ষতিকারক না। কিন্তু বেশি বাড়াবাড়ি হলে অবহেলা না করে শীঘ্র ডাক্তারের সঙ্গে যোগাযোগ করায় ভালো।
advertisement
লাল ফুসকুড়ি:
শিশুদের ত্বকে ব্রণ দেখা দিলে তা লাল দাগের মতো বা লাল ফুসকুড়ির মতো হয় , তবে পুঁজ থাকেনা। শিশুদের ত্বক এমনিতেই খুব কোমল,নরম এবং সেনসিটিভ হয়। তাই এদের আক্রান্ত হওয়ার রিস্কও অনেক বেশি থাকে।
advertisement
রেড চিক্স :
এই ক্ষেত্রে শিশুদের গালের রং লাল হয়ে যেতে পারে। এর বাম্প না থাকলেও ব্রণর জায়গাগুলো বেশ লাল দেখায়।
advertisement
অ্যালার্জিক রিঅ্যাকশন :
ব্রণ বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় শিশুর জন্য নতুন কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে যদি তা সুট না করে তাহলে শিশুদের এলার্জিক রিঅ্যাকশন হতে পারে। এলার্জির কারণে শিশুর উরুতে বা আন্ডারআর্মে ফুসকুড়ি বা চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে ।
নবজাতকদের মধ্যে এই ধরণের সমস্যা ব্যাকটেরিয়া বা ইনফেকশনের জন্য হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 6:13 PM IST