Kedarnath Temple: শান্তির বার্তা নিয়ে পায়ে হেঁটে কেদারনাথের পথে অসমের যুবক তাপস বৈশ্য

Last Updated:

Kedarnath Temple: পায়ে হেঁটেই কেদারনাথ যাত্রা! সুদূর আসাম থেকে পদ যাত্রায় ভোলানাথ দর্শনে বেরিয়ে জলপাইগুড়িতে পৌঁছলেন যুবক। অবাক হচ্ছেন?

+
হেঁটেই

হেঁটেই কেদারনাথ! 

সুরজিৎ দে, জলপাইগুড়ি: পায়ে হেঁটেই কেদারনাথ যাত্রা! সুদূর অসম থেকে পদযাত্রায় ভোলানাথ দর্শনে বেরিয়ে জলপাইগুড়িতে পৌঁছলেন যুবক। অবাক হচ্ছেন? হ্যাঁ এও সম্ভব! তীর্থযাত্রায়,ভগবানের দর্শন পেতে অর্থ কখনওই বাঁধা হতে পারে না, এমনটাই বিশ্বাস করেন আসামের নলবাড়ি সংলগ্ন এলাকার এই যুবক তাপস বৈশ্য। কেদারনাথ মন্দিরের দরজা খুলতেই শুরু হয়েছে ভক্তদের তীর্থযাত্রা। কেউ গাড়িতে, কেউ সাইকেলে আবার কেউ শুরু করেছেন পায়ে হেঁটে। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে উত্তর-পূর্ব ভারতের অসম রাজ্যের গুয়াহাটি থেকে পায়ে হেঁটে কেদারনাথ ধামের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি।
যাত্রার ১৮ দিন পেরিয়ে এসে তিনি পৌঁছেছেন জলপাইগুড়িতে। তাঁর এই যাত্রা শুধুমাত্র ধর্মীয় কারণে নয়। এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর বার্তা—বিশ্বশান্তি ও মানুষের মধ্যে ভালবাসার বিস্তার। তাপসের কথায়, “আজ গোটা বিশ্ব জুড়ে চলছে হানাহানি, যুদ্ধ আর বিভেদ। আমি চাই সকলে মিলে একত্রে বসবাস করি, ভালবাসা ছড়িয়ে পড়ুক মানুষের মধ্যে।” এই দীর্ঘ পদযাত্রার আর এক লক্ষ্য হল, ভারতীয় সৈনিকদের জন্য প্রার্থনা। তিনি বিশ্বাস করেন, দেশের সীমান্তে যাঁরা রোজ জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দেন, তাঁদের সুরক্ষার জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। তাই বাবা ভোলেনাথের চরণে পৌঁছে দেশের শান্তি ও সৈনিকদের নিরাপত্তার জন্য প্রার্থনা জানাবেন তিনি।
advertisement
আরও পড়ুন : গ্রামে ভগ্নপ্রায় পৈতৃক বাড়ি, জন্মস্থানেই মুছতে বসেছে প্রবাদপ্রতিম চিকি‍ৎসক নীলরতন সরকারের স্মৃতি 
যাত্রাপথে বহু মানুষ তাঁর এই উদ্যোগে সঙ্গ দিচ্ছেন, কেউ খাবার দিচ্ছেন, কেউ আশ্রয়। সাধারণ মানুষের একাংশ বলছেন, “এমন উদ্যোগ সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি শুধুমাত্র শান্তির জন্য হাঁটে, তবে সেটা আমাদের সমাজের পক্ষে এক বড় বার্তা।” আগামী দু ‘মাসের মধ্যে তাপস কেদারনাথ পৌঁছে যাবেন বলেই জানান। এই যুবকের সফর কেবল ধর্মীয় নয়, এক মানবিক অভিযাত্রা। তাঁর লক্ষ্য পৌঁছনোর পথটা হয়তো কঠিন, কিন্তু মনের জোরে এগিয়ে চলেছে তাঁর পদক্ষেপ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kedarnath Temple: শান্তির বার্তা নিয়ে পায়ে হেঁটে কেদারনাথের পথে অসমের যুবক তাপস বৈশ্য
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement