Mustard Oil in Arthritis: আর্থ্রাইটিস বা গাঁটের ব্যথায় কি সর্ষের তেল মালিশ করলে উপকার? জানুন বিশেষজ্ঞের মত
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Mustard Oil in Arthritis: আর্থ্রাইটিসের জন্য চিরস্থায়ী কোনও সমাধান নেই
আর্থ্রাইটিস বা গাঁটের ব্যথার আক্রমণের বয়স বলে নির্দিষ্ট কিছু নেই। যে কোনও বয়সেই হতে পারে এই যন্ত্রণা। জয়েন্ট ইনফ্লেম্যাশন ও স্টিফনেস থেকে দেখা দেয় যন্ত্রণা। কমে আসে ফ্লেক্সিবিলিটি। এই ধরনের যন্ত্রণা কমাতে ঘরোয়া টোটকা হিসেবে কাজে লাগে সর্ষের তেল। আর্থ্রাইটিসের জন্য চিরস্থায়ী কোনও সমাধান নেই। উপসর্গ ও লক্ষণ বুঝে ওষুধের পাশাপাশি একাধিক ঘরোয়া টোটকা প্রয়োগ করা হয়। ফিটনেস এক্সপার্ট ভেসনা জ্যাকব জানিয়েছেন সঠিক ভাবে সর্ষের তেল মালিশ করলে আর্থ্রাইটিসের উপসর্গ কমতে পারে সাময়িক।
ঈষদুষ্ণ সর্ষের তেল মালিশ করুন যন্ত্রণাকাতর গাঁটে বা সন্ধিতে। তবে মালিশ করতে হবে হাল্কা হাতে। প্রেশার দিয়ে মালিশ না করে লম্বা স্ট্রোকে মালিশ করুন। তাহলে ব্লাড সার্কুলেশন ভাল হবে। মালিশের পর সুতির নরম কাপড় দিয়ে ওই জায়গা ঢেকে রাখুন। স্বাস্থ্য বিশেষজ্ঞ অজয় ডাটার মতে সর্ষের তেলের কিছু উপাদান খুবই উপকারী।
advertisement
আরও পড়ুন : বদহজম, গ্যাস, অম্বল থেকে রেহাই চান? রান্নায় দিন রাঁধুনি ফোড়ন
সর্ষের তেলের আলফা লিনোলেনিক অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, সেলেনিয়াম উপাদানগুলিতে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য আছে। বিশেষজ্ঞদের মতে এই উপাদানগুলির জন্য জয়েন্ট ইনফ্লেম্যাশন কমিয়ে যন্ত্রণা উপশম করে। ত্বকের শুষ্কতাও দূর হয়। তবে মনে রাখতে হবে গাঁটের ব্যথা নির্মূল হয় না। এর কোনও স্থায়ী সমাধানও নেই। সর্ষের তেলের মালিশ করে সাময়িক আরাম পাওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। তাঁর নির্দেশ অনুসরণ করতে হবে।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2023 10:08 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mustard Oil in Arthritis: আর্থ্রাইটিস বা গাঁটের ব্যথায় কি সর্ষের তেল মালিশ করলে উপকার? জানুন বিশেষজ্ঞের মত









