Bahubali Actor Anushka Shetty: হাতের বাইরে হাসিকান্না! বিরল রোগে আক্রান্ত ‘বাহুবলী’-র অনস্ক্রিন অরুন্ধতী, অভিনেত্রী অনুষ্কা

Last Updated:

Bahubali Actor Anushka Shetty: অনুষ্কার অভিজ্ঞতা, এই রোগে আক্রান্তদের কাছে বা তাঁর চারপাশে যাঁরা থাকবেন, দু’ পক্ষের কাছেই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে

জটিল রোগে আক্রান্ত ‘বাহুবলী’-র অরুন্ধতী
জটিল রোগে আক্রান্ত ‘বাহুবলী’-র অরুন্ধতী
মুম্বই: জটিল রোগে আক্রান্ত ‘বাহুবলী’-র অরুন্ধতী৷ বিরল এই শারীরিক পরিস্থিতিতে হাসিকান্নার উপর নিজের কোনও নিয়ন্ত্রণ থাকে না৷ যাঁর এই অসুখ হয়, তিনি ক্রমাগত হেসে বা কেঁদে যেতে থাকেন৷ একবার কান্না বা হাসি শুরু হলে কার্যত কোনও কারণ ছাড়াই সেটা চলতে থাকে৷ অর্থাৎ কোনও কারণে হাসি বা কান্না শুরু হলে সেই কারণের প্রভাবকালের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বন্ধ হয় না৷
সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অনুষ্কা শেট্টী জানিয়েছেন, ‘‘আমার হাসিরোগ হয়েছে৷ বলতে পারেন এটা হাসির ব্যারাম৷ একবার হাসতে শুরু করলে আমি ১৫ থেকে ২০ মিনিটের আগে থামি না৷ কমেডি দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে বা সেরকম কোনও দৃশ্য দেখলে আমি হাসতে হাসতে মেঝেতে গড়িয়ে পড়ি৷ সেই কারণে অনেক বার শ্যুটিং বন্ধও করে দিতে হয়েছে৷’’
advertisement
ঠিক কী এই অসুখ? এর পোশাকি নাম সিউডোবাবলার এফেক্ট বা পিবিএ Pseudobulbar Affect (PBA)৷ বিরল এই স্নায়বিক পরিস্থিতিতে মস্তিষ্ক হাসি বা কান্নার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না৷ অনুষ্কার অভিজ্ঞতা, এই রোগে আক্রান্তদের কাছে বা তাঁর চারপাশে যাঁরা থাকবেন, দু’ পক্ষের কাছেই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে৷
advertisement
আরও পড়ুন : জগন্নাথদেবের আশীর্বাদে এই ৪ রাশির হাতের মুঠোয় অর্থসুখ,সাফল্য,আনন্দ! জানুন রথযাত্রার আগেই
স্ট্রোক, মাল্টিপল স্কেরোসিস, ট্রম্যাটিক ব্রেন ইঞ্জুরি, অ্যালঝাইমার্স ডিজিজ-সহ একাধিক কারণে মস্তিষ্ক অসুস্থ হলে পিবিএ-এর উপসর্গ দেখা দিতে পারে৷ সেই লক্ষণের মধ্যে পড়ে পরিস্থিতির বিপক্ষে গিয়েও হাসি কান্না শুরু হওয়া৷ অর্থাৎ দুঃখের পরিস্থিতিতে কেউ হয়তো হেসে উঠলেন৷ বা আনন্দের সময়ে হাউ হাউ কান্নায় ভেঙে পড়লেন৷ এবং সেই হাসিকান্না চলতেই থাকল৷ এর জেরে সামাজিক লজ্জা, উদ্বেগ, হতাশা-সবই বাড়তে পারে৷
advertisement
পিবিএ অসুখ ধরা পড়া খুব সহজ নয়৷ সাধারণত স্নায়ুর অন্যান্য অসুখের উপসর্গের সঙ্গে মিলেমিশে যায়৷ আধুনিক চিকিৎসায় এই রোগের চিকিৎসা আয়ত্তাধীন৷ তবে ওষুধের পাশাপাশি মানবিক স্পর্শও দরকার৷ আক্রান্ত এবং তাঁর পরিবার পরিজনদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার জন্য সচেতন হতে হবে৷ এখন এই অসুখ নিয়ে সচেতনতা বাড়ছে৷ ফলে আক্রান্তদেরও অস্বাভাবিক বলে চিহ্নিত করার দিন গিয়েছে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bahubali Actor Anushka Shetty: হাতের বাইরে হাসিকান্না! বিরল রোগে আক্রান্ত ‘বাহুবলী’-র অনস্ক্রিন অরুন্ধতী, অভিনেত্রী অনুষ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement