Old Temple: জ্যৈষ্ঠেই বা‍র্ষিক পুজো, সুন্দরবনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলেছে মথুরাপুরের ত্রিপুরাসুন্দরী মন্দির

Last Updated:

Old Temple:ত্রিপুরাসুন্দরী মন্দিরে শুরু হল বাৎসরিক পুজো। সুন্দরবনের প্রাচীন মন্দিরগুলির মধ‍্যে অন‍্যতম মন্দির কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের ত্রিপুরাসুন্দরী মন্দির।

+
মা

মা ত্রিপুরাসুন্দরী 

নবাব মল্লিক, মথুরাপুর: ত্রিপুরাসুন্দরী মন্দিরে শুরু হল বাৎসরিক পুজো। সুন্দরবনের প্রাচীন মন্দিরগুলির মধ‍্যে অন‍্যতম দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের ত্রিপুরাসুন্দরী মন্দির। ইতিহাসের দিক থেকে এই মন্দির সুন্দরবনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলে আজও। আগে ত্রিপুরার রীতি মেনে এই মন্দিরে পুজো হত। বর্তমানে ব্রাহ্মণ্য রীতি মেনে এই মন্দিরে পুজো হয়। আগে একসময় এখানে জল জঙ্গলে ভরা ছিল। ধর্মীয় রীতি বাদ দিলে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক। ত্রিপুরা রাজ‍্যের সর্বপ্রাচীন গ্রন্থ রাজমালাতে এই মন্দিরের উল্লেখ আছে।
প্রাচীন এই মন্দিরটি প্রাকৃতিক বিপর্যয়ে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরের প্রাচীন ইতিহাস জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মন্দির সংলগ্ন এলাকায় খননকাজ চালানো হয়। সেখান থেকে বহু প্রাচীন মূর্তি ও প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হয়েছিল।
আরও পড়ুন : জলের দরে মিলছে আম! গত বছরের তুলনায় হিমসাগর-দশেরি-গোলাপখাস-চৌসার দাম কমল অনেকটাই!
তবে ইতিহাস যাই হোক না কেন, এই মন্দিরের মা ত্রিপুরা খুবই জাগ্রত দেবী এমনই বিশ্বাস স্থানীয়দের। আর সেই বিশ্বাসেই সমস্ত কিছু মিলে যায় এখানে। এ নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে যতীন সরদার জানিয়েছেন, এই মন্দিরের ইতিহাস খুবই প্রাচীন। এখানে অনেকেই আসেন। এ বছর এখানে ধুমধাম করে পুজো হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Old Temple: জ্যৈষ্ঠেই বা‍র্ষিক পুজো, সুন্দরবনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলেছে মথুরাপুরের ত্রিপুরাসুন্দরী মন্দির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement