Old Temple: জ্যৈষ্ঠেই বার্ষিক পুজো, সুন্দরবনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলেছে মথুরাপুরের ত্রিপুরাসুন্দরী মন্দির
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Old Temple:ত্রিপুরাসুন্দরী মন্দিরে শুরু হল বাৎসরিক পুজো। সুন্দরবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের ত্রিপুরাসুন্দরী মন্দির।
নবাব মল্লিক, মথুরাপুর: ত্রিপুরাসুন্দরী মন্দিরে শুরু হল বাৎসরিক পুজো। সুন্দরবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের ত্রিপুরাসুন্দরী মন্দির। ইতিহাসের দিক থেকে এই মন্দির সুন্দরবনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলে আজও। আগে ত্রিপুরার রীতি মেনে এই মন্দিরে পুজো হত। বর্তমানে ব্রাহ্মণ্য রীতি মেনে এই মন্দিরে পুজো হয়। আগে একসময় এখানে জল জঙ্গলে ভরা ছিল। ধর্মীয় রীতি বাদ দিলে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক। ত্রিপুরা রাজ্যের সর্বপ্রাচীন গ্রন্থ রাজমালাতে এই মন্দিরের উল্লেখ আছে।
প্রাচীন এই মন্দিরটি প্রাকৃতিক বিপর্যয়ে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরের প্রাচীন ইতিহাস জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মন্দির সংলগ্ন এলাকায় খননকাজ চালানো হয়। সেখান থেকে বহু প্রাচীন মূর্তি ও প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হয়েছিল।
আরও পড়ুন : জলের দরে মিলছে আম! গত বছরের তুলনায় হিমসাগর-দশেরি-গোলাপখাস-চৌসার দাম কমল অনেকটাই!
তবে ইতিহাস যাই হোক না কেন, এই মন্দিরের মা ত্রিপুরা খুবই জাগ্রত দেবী এমনই বিশ্বাস স্থানীয়দের। আর সেই বিশ্বাসেই সমস্ত কিছু মিলে যায় এখানে। এ নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে যতীন সরদার জানিয়েছেন, এই মন্দিরের ইতিহাস খুবই প্রাচীন। এখানে অনেকেই আসেন। এ বছর এখানে ধুমধাম করে পুজো হয়েছে।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 5:52 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Old Temple: জ্যৈষ্ঠেই বার্ষিক পুজো, সুন্দরবনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলেছে মথুরাপুরের ত্রিপুরাসুন্দরী মন্দির