Mango Price: জলের দরে মিলছে আম! গত বছরের তুলনায় হিমসাগর-দশেরি-গোলাপখাস-চৌসার দাম কমল অনেকটাই!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mango Price:আলি আরও ব্যাখ্যা করে বলেন যে দাম কমার পিছনে উৎপাদন বেশি থাকা একটি গুরুত্বপূর্ণ কারণ হলেও, ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কৃষকরা আগাম বর্ষা থেকে ক্ষতি এড়াতে আগেভাগে আম কেটে ফেলেন।
কলকাতা : এ বছরও আমের দাম কমল উত্তরপ্রদেশে৷ এই নিয়ে পর পর তিন বছর ভরা মরশুমে কমে গেল ফলের রাজার দাম৷ সৌজন্যে, আমের অত্যধিক ফলন৷ জানিয়েছেন আম চাষি ও ব্যবসায়ীরা৷ গত বছর যে দশেরি আম আগাগোড়া কেজি প্রতি বিকিয়েছে ৬০ টাকায়, এ বছর তার দাম কমে হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা৷ ‘‘এ বছর, মরশুম শেষে উত্তরপ্রদেশে মোট আমের উৎপাদন প্রায় ৩৫ লক্ষ মেট্রিক টন হবে বলে অনুমান করা হচ্ছে৷ যা গত বছর ২৫ লক্ষ মেট্রিক টন ছিল। আম গাছে ১০০% ফুল ধরেছে, যা ইঙ্গিত দেয় যে উৎপাদন ভাল হবে৷’’ ভারতের আম চাষি সমিতির সভাপতি এস ইনসরাম আলি জানিয়েছেন সর্বভারতীয় সংবাদমাধ্যমকে৷
আলি আরও ব্যাখ্যা করে বলেন যে দাম কমার পিছনে উৎপাদন বেশি থাকা একটি গুরুত্বপূর্ণ কারণ হলেও, ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কৃষকরা আগাম বর্ষা থেকে ক্ষতি এড়াতে আগেভাগে আম কেটে ফেলেন। বিভাগ জুন-সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। “আগামী সপ্তাহগুলিতে দাম বাড়বে এমন সম্ভাবনা কম,” আলি আরও বলেন, সর্বভারতীয় সংবাদমাধ্যমে।
advertisement
দক্ষিণ ভারতে, অন্ধ্রপ্রদেশের তিরুপতি এবং চিত্তুর জেলায় উৎপাদিত তোতাপুরি আমের দামও তীব্রভাবে হ্রাস পেয়েছে কারণ আমের পাল্প প্রস্তুতকারকরা এখনও কৃষকদের কাছ থেকে আম কিনেনি, ইটি অনুসারে। সেখানকার কৃষকরাও বর্ষার প্রত্যাশায় আগেভাগে আম তুলে ফেলেছিলেন।
advertisement
তিরুপতির আম ব্যবসায়ী সুধীর রেড্ডি সংবাদমাধ্যমে বলেন, “গত বছরের আমের মজুদ এখনও অবশিষ্ট থাকায় পাল্প কারখানাগুলি এখনও সংগ্রহ শুরু করেনি।” আম উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য পশ্চিমবঙ্গেও উচ্চমানের আমের দাম ৮০ টাকা থেকে কমে ৪৫-৫০ টাকায় দাঁড়িয়েছে। “এ বছর উৎপাদন ভালো হয়েছে। কৃষকদের আগাম আম তোলার ফলেও দাম কমেছে,” সংবাদমাধ্যমকে বলেন কলকাতার আম ব্যবসায়ী প্রশান্ত পাল।
advertisement
আরও পড়ুন : সপ্তাহে অন্তত ‘এত’ বার সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কে মেতে উঠুন! দূরে থাকবে হার্ট অ্যাটাক! হাই ব্লাড প্রেশারের রোগীরা অবশ্যই পড়ুন
২০২৪ সালে বিশ্বব্যাপী আম উৎপাদন ২৫ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে৷ তালিকার শীর্ষস্থানে ভারত, যা বিশ্বের সরবরাহের প্রায় অর্ধেক ছিল, ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুসারে। চিন (৩.৮ মিলিয়ন মেট্রিক টন) এবং ইন্দোনেশিয়া (৩.৬ মিলিয়ন মেট্রিক টন) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ। ভারতে মোট আম উৎপাদনের প্রায় ২০% অংশ উত্তরপ্রদেশ থেকে আসে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 5:23 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mango Price: জলের দরে মিলছে আম! গত বছরের তুলনায় হিমসাগর-দশেরি-গোলাপখাস-চৌসার দাম কমল অনেকটাই!