Recycling Flowers: প্রতিদিন নদীর জল বিষিয়ে দিচ্ছে ৮০ কোটি টন ফুল! ফেলে দেওয়া ফুল থেকেই দুর্দান্ত উদ্ভাবন এই যুবকের!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Chemical Free Incense Sticks: শুধু এগুলোই নয়, তার সংস্থা ভেষজ আবির, ‘ফ্লেদার’ এবং ‘ফ্লোরোফর্ম’ও তৈরি করেছে।
#নয়াদিল্লি: প্রতিদিন ৮০ কোটি টন ফুল ভারতের নদীতে গিয়ে মিশছে, দূষিত হচ্ছে নদীর জল (River Pollution)! নদীকে বাঁচাতে এবং ফুলের উপযুক্ত ব্যবহার ঘটানোর এক নয়া উদ্ভাবনী সমাধান (Recycling Flowers) নিয়ে হাজির হয়েছেন উত্তরপ্রদেশের অঙ্কিত আগরওয়াল (Ankit Agarwal)। ৩১ বছর বয়সী অঙ্কিত দূষণের সমস্যা মোকাবিলার যে সিদ্ধান্ত নিয়েছেন তা শুধু নদীকেই পরিচ্ছন্ন রাখছে তা নয়, কর্মসংস্থানও তৈরি করছে। এই বিশেষ উদ্যোগ (Recycling Flowers) নিয়েই বিশদে চর্চা হয়েছে ‘ওএমজি! ইয়ে মেরা ইন্ডিয়া’-র এক বিশেষ পর্বে! সোমবার, ১৪ মার্চ রাত্রি ৮ টায়, HistoryTV18-এ এই বাস্তব বিনোদন সিরিজের অষ্টম সিজনে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে অঙ্কিতের অভিনব উদ্যোগ।

advertisement
কানপুরের বাসিন্দা অঙ্কিত জানান, তিনি অনেক কাল ধরেই লক্ষ্য করেছেন যে কীভাবে প্রতিদিন মানুষজন গাছের নীচে বা গঙ্গা নদীতে ফুল ফেলে (Recycling Flowers) দিচ্ছেন। এতে সত্যিই বড় সংকট তৈরি হচ্ছে। এই সংকট মোকাবিলার কথা ভাবতে গিয়েই এক অভিনব ভাবনা তাঁরা মাথায় আসে। ‘ফুল’ (Phool) নামের একটি ব্র্যান্ড তৈরি করেন অঙ্কিত। সেই ব্র্যান্ডের আওতায় এই ফেলে দেওয়া ফুলগুলিকে ১০০% ক্ষতিকারক রাসায়নিক মুক্ত ধূপকাঠিতে (incense sticks) রূপান্তরিত (Recycling Flowers) করছেন অঙ্কিত! শুধু এগুলোই নয়, তার সংস্থা ভেষজ আবির, ‘ফ্লেদার’ এবং ‘ফ্লোরোফর্ম’ও তৈরি করেছে। এগুলি নিরাপদ এবং জৈবপচনশীল বিকল্প। পরিবেশবান্ধব এই উদ্ভাবনী ধারণা (Recycling Flowers) কীভাবে কাজ করল অঙ্কিতের মাথায় তা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি।
advertisement
প্রতি সোমবার রাত ৮ টায়, শুধুমাত্র HistoryTV18-এ OMG! Yeh Mera India দেখতে ভুলবেন না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 2:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Recycling Flowers: প্রতিদিন নদীর জল বিষিয়ে দিচ্ছে ৮০ কোটি টন ফুল! ফেলে দেওয়া ফুল থেকেই দুর্দান্ত উদ্ভাবন এই যুবকের!