Travel Tips: নতুনভাবে সেজে উঠছে বসিরহাটের পর্যটন স্থল আন্দুলপোতা! কী ভাবে ঘুরবেন, জেনে নিন সবটা

Last Updated:

Travel Tips: পর্যটনকেন্দ্র আন্দুলপোতাকে নতুনভাবে সাজানো হচ্ছে। বসিরহাট ২ নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ইতিমধ্যে তৈরি করা হয়েছে একাধিক বসার জায়গা, শিশু-কিশোরদের বিনোদনের জন্য দোলনা এবং স্লিপ।

+
আন্দুলপোতা 

আন্দুলপোতা 

উত্তর ২৪ পরগনা: নতুন ভাবে সেজে উঠছে বসিরহাটের পর্যটন স্থল আন্দুলপোতা। জেলা ছাড়িয়ে রাজ্যের মধ্যে অন্যতম ভ্রমণের জায়গা হিসাবে ইতিমধ্যে উঠে এসেছে আন্দুলপোতা। এবার সেই আন্দুলপোতাকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সরু আঁকাবাঁকা রাস্তার দু’পাশে জল বেষ্টিত জায়গায় মাছ চাষ, মাথার উপরে ভাঙাচোরা মেঘ নিচে জলরাশির মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর নিরিবিলি মনোরম পরিবেশে যা অপরূপ সৌন্দর্য্য। এমনই প্রাকৃতিক সৌন্দর্যে মন কেড়েছিল আপামর বাঙালির। তবে সেই পর্যটনকেন্দ্র আন্দুলপোতাকে নতুনভাবে সাজানো হচ্ছে। বসিরহাট ২ নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ইতিমধ্যে তৈরি করা হয়েছে একাধিক বসার জায়গা, শিশু-কিশোরদের বিনোদনের জন্য দোলনা এবং স্লিপ। পাশাপাশি পর্যটকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে শৌচালয়।
বসিরহাটের শহরের খুব কাছেই সেই আন্দুলপোতাকে আরও সাজানো হবে, তৈরি করা হবে পিকনিক করার উপযুক্ত পরিবেশ। আন্দোলপোতা পর্যটন কেন্দ্রের উত্তরোত্তর বৃদ্ধি পেলে এলাকার সাধারণ মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। এমনটাই জানালেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সমীর বাছাড়।উল্লেখ্য করোনাকালে লকডাউনের সময় বাড়ি থেকে দূরে তেমন কেউ বেড়াতে যাওয়ার সুযোগ পেতেন না।
advertisement
সেই সময় শহর বসিরহাট থেকে কিছুটা দূরে আন্দুলপোতার প্রকৃতিক সৌন্দর্য দেখে কেউ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ভিডিও যা মূহুর্তে ভাইরাল হয়ে যায়। তারপর একে একে সকলের গন্তব্যের জায়গা হয়ে ওঠে আন্দুলপোতা। শুধুমাত্র বসিরহাট নয় বসিরহাট পেরিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকেই সময় কাটাতে আসেন।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Tips: নতুনভাবে সেজে উঠছে বসিরহাটের পর্যটন স্থল আন্দুলপোতা! কী ভাবে ঘুরবেন, জেনে নিন সবটা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement