Alzheimer's Disease Cure: রোজ সকালের জিভের ব্যায়াম নিয়ন্ত্রণে রাখবে বার্ধক্যকালীন 'অ্যালঝাইমার'

Last Updated:

আলঝেইমার এক ধরণের স্নায়বিক রোগ! যা মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে। এটি একটি প্রগতিশীল স্নায়বিক ব্যাধি যার ফলে মস্তিষ্কের কোষগুলি মারা যায়। এতে স্মৃতিশক্তি কমে যায়। 

সামান্য জিহ্বার ব্যায়ামেই নিয়ন্ত্রণ থাকবে বার্ধক্যকালীন আলঝেইমার
সামান্য জিহ্বার ব্যায়ামেই নিয়ন্ত্রণ থাকবে বার্ধক্যকালীন আলঝেইমার
উত্তর ২৪ পরগণা: সামান্য জিহ্বার ব্যায়ামেই নিয়ন্ত্রণ থাকবে বার্ধক্যকালীন ‘অ্যালঝাইমার’। কিশোর-যৌবন পেরিয়ে কাজের মাধ্যমে জীবনের চরম ব্যস্ততা। আর এই ব্যস্ততার মাঝে শারীরিক পরিবর্তন আসে ধাপে ধাপে। যৌবন পেরিয়ে সংসার ও ক্যারিয়ারের শেষ পর্যায়ে যখন বার্ধক্যে পদার্পণ শুরু হয়। সেই সময় শরীরের সঠিক যত্ন ও নিয়ম না মানলে হতে পারে বিপদ। ঠিক তেমনই বার্ধক্যকালীন একটি রোগ হল ‘অ্যালঝাইমার’।
আলঝেইমার এক ধরণের স্নায়বিক রোগ! যা মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে। এটি একটি প্রগতিশীল স্নায়বিক ব্যাধি যার ফলে মস্তিষ্কের কোষগুলি মারা যায়। এতে স্মৃতিশক্তি কমে যায়। এর ফলে মানুষ কিছু মনে করতে পারে না। সাধারণত ৫০-৫৫ বছর বয়স পেরোলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
advertisement
advertisement
এই রোগের ফলে স্মৃতিশক্তি লোপের পাশাপাশি কোনও কারণ ছাড়াই রেগে যাওয়া, বন্ধু এবং পরিবারের সদস্যদের চিনতে সমস্যা, পড়তে ও লিখতে অসুবিধা, নতুন কাজ শিখতে ও বুঝতে অক্ষম-সহ ওজন কমে যাওয়া, ভারসাম্য, অন্ত্র এবং মূত্রাশয় নিয়ন্ত্রণের সমস্যা এমনকী খিঁচুনি অনুভবও হতে পারে। ‘অ্যালঝাইমার’ রোগের কারণ হিসাবে, অনিদ্রা, উচ্চ বায়ু দূষণ, অত্যধিক অ্যালকোহল সেবন, শারীরিক ব্যায়ামের অভাব, স্থূলতা, ধূমপান, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ইত্যাদি ‘অ্যালঝাইমার’ রোগের ঝুঁকি বাড়ায়।
advertisement
এখনও পর্যন্ত এই রোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব হয়নি তবে স্মৃতি লোপ পাওয়া বা ডিমনেশিয়ার উপসর্গগুলি ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। তবে জিহ্বার ব্যায়ামের মাধ্যমেই  ‘অ্যালঝাইমার’ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ফল পেতে পারেন। চিকিৎসা গবেষণায় দেখা গেছে যে জিভের সঙ্গে বিগ ব্রেইনের সংযোগ রয়েছে। যখন আমাদের শরীর বৃদ্ধ এবং দুর্বল হয়ে যায়, তখন প্রথম লক্ষণটি দেখা দেয় যে আমাদের জিহ্বা শক্ত হয়ে যায় এবং প্রায়শই আমরা নিজেদেরকে কামড়াতে থাকি। এজন্য প্রতিদিন সকালে মুখ ধোয়ার সময় আয়নার সামনে জিহ্বা প্রসারিত করে ১০ বার ডানে এবং তারপর বাম দিকে সরান। এভাবেই প্রতিনিয়ত জিহ্বার ব্যায়ামে মিলবে ভাল ফল। জিহ্বার ঘন ঘন ব্যায়াম মস্তিষ্ককে উদ্দীপিত করবে, এর ফলে মস্তিষ্ক সঙ্কুচিত হওয়া থেকে কমাতে সাহায্য করে এবং এইভাবে একটি স্বাস্থ্যকর শরীর অর্জন করে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alzheimer's Disease Cure: রোজ সকালের জিভের ব্যায়াম নিয়ন্ত্রণে রাখবে বার্ধক্যকালীন 'অ্যালঝাইমার'
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement