Old Recipe: অতি প্রাচীন ঘরোয়া রেসিপি, স্বাদ এক চুলও বদলায়নি, জেনে নিন সেই মটরশুটি-চাল ভাপা তৈরি হবে কীভাবে

Last Updated:

গ্রামের প্রাচীন রেসিপি গুলির মধ্যে একটি, গ্রামের মানুষের পছন্দের রেসিপি মটরশুটি চাল ভাপা, খুব সহজে অল্প উপকরণে বানাতে পারেন এই নিয়মে

+
যেমন

যেমন দেখতে তেমনি স্বাদ সহজে এই রেসিপি বানিয়ে নিন 

হাওড়া: কলাপাতায় মটরশুটি-চাল ভাপা! কথাতেই রয়েছে খাদ্য প্রিয় বাঙালি, খাবারে বিচিত্র মানেই বাঙালির রান্নাঘর। সেই দিক থেকে সারা বছর জুড়ে রয়েছে বাঙালির বিভিন্ন উৎসব। এই সমস্ত উৎসবের অধিকাংশতেই রয়েছে আলাদা আলাদা খাবারের চল। যদিও কোন উৎসব বা উপলক্ষ ছাড়াও বাঙালি পরিবারে খাবার নিয়ে মাতামাতি লেগেই থাকে। শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সময় অনুযায়ী প্রতিটি সিজনে স্পেশাল কিছু খাবার রান্নার চল দেখা যায় শহর ও গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে।
পুরনো দিনের গ্রামের মানুষের পছন্দের খাবারের প্রতি বর্তমান সময়ে বেশ আগ্রহ দেখাচ্ছে মানুষ।সেই রকম একটি খাবার হল, কলাপাতায় মটরশুটি-চাল ভাপা। খুব সহজ সরল রেসিপি এটি। পুরানো দিনের মানুষের কাছে দারুন পছন্দের এটি। নামমাত্র উপকরণ, তেল মসলা ছাড়া এই রেসিপি অধিক মানুষের পছন্দের কারণ। তেল বা মসলা ছাড়া এই খাবার ফলে নির্দ্বিধায় মুঠো মুঠো খেতে পারবে ছেলে বুড়ো। দেখতে যেমন আকর্ষণীয় স্বাদেও বেশ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
নামমাত্র কয়েকটা উপকরণ হলেই এই সহজ রেসিপি তৈরি। চাল, মটরশুটি, নারকেল কুঁড়ো, গাজর এবং কলাপাতা ব্যাস এই অল্প কয়েকটা জিনিস হলেই যথেষ্ট। তখনকার দিনের চাষের চাল মাটির পাত্রে ভাপা তৈরি এই রেসিপি আরও বেশি সুস্বাদু। তবে মিলের সরু চাল দিয়েও মন্দ নয় এটি।শীতকাল মানেই আগেকার দিনে গ্রামের অধিকাংশ পরিবারে মটর বা খ্যাসার করাই শুটি ছাড়িয়ে করাই বের করে এই রেসিপি তৈরর দারুন চলছিল। বর্তমান সময়ে নানা খাবারের ভিড়ে প্রাচীন এই শীত স্পেশাল রেসিপি প্রায় হারিয়ে যেতে বসেছে।সেই সময়ের পছন্দের এই রেসিপি বানাতে হলে ৫০০ গ্রাম চাল, ৩০০ গ্রাম ছড়ানো মটর করাই, এক কাপ নারকেল কুড়ো, দুটি গাজর।
advertisement
প্রথমে চাল জলে ভিজিয়ে একটু নরম করে নিতে হবে।
এবার শুটি থেকে মটর করাই ছাড়ানো হলে মালা থেকে নারকেল কুড়ে নিতে হবে। গাজর ছোট করে কুচি করে রাখুন। এবার একটি পাত্রে পরিমান মত জল দিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে জল ফুটতে শুরু হলে সেই পাত্রের উপর ছিদ্রওয়ালা পাত্র বা ঝাঁঝরি বসিয়ে দিন। তার উপর কলাপাতা পেতে দিন। এবার ওই পাত্রে চাল করায় নারকেল কুড়ো এবং গাজর ভাল করে মিশ্রণ করে তাতে অল্প লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে দিন। এভাবে বেশ কিছুক্ষণ রাখার পর সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি পুরোনো দিনের কলা পাতায় মটরশুটি চাল ভাপা। খুব সহজ সরল এই রেসিপিতেই সেসময়ের সাদামাটা মানুষের মন ভরে যেত আনন্দে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Old Recipe: অতি প্রাচীন ঘরোয়া রেসিপি, স্বাদ এক চুলও বদলায়নি, জেনে নিন সেই মটরশুটি-চাল ভাপা তৈরি হবে কীভাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement